ETV Bharat / sports

FIFA World Cup 2022: কাতারে পোশাক বিতর্কে স্থানীয় 'ঘুতরা' আপন করলেন ভিনদেশী দর্শকরা - ফিফা বিশ্বকাপ

পোশাকবিধির জেরে তুমুল সমালোচনার মুখে পড়েছে কাতার বিশ্বকাপের আয়োজকরা ৷ কিন্তু, সেদেশে বিশ্বকাপের (FIFA World Cup 2022) ম্যাচ দেখতে যাওয়া বিভিন্ন দেশের সমর্থকরা, সেখানকার স্থানীয় পোশাককেই আপন করে নিয়েছেন (Fans Wild World Cup Fashion Draws Praise and Scorn in Qatar) ৷

FIFA World Cup 2022 Fans Wild World Cup Fashion Draws Praise and Scorn in Qatar
FIFA World Cup 2022 Fans Wild World Cup Fashion Draws Praise and Scorn in Qatar
author img

By

Published : Dec 4, 2022, 11:09 PM IST

দোহা, 4 ডিসেম্বর: কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) রাজনৈতিক বিদ্যুতের ছড়িতে পরিণত হয়েছে ৷ তাই এটা কোনও আশ্চর্যের বিষয় নয় যে, ফুটবল অনুরাগীদের পোশাকের ধরন বিতর্কের জন্ম দিয়েছে ৷ যেখানে চিরাচরিত ফুটবল জার্সি ভুলে যেতে হবে ৷ ফ্যাশনের দিক থেকে দোহার রাস্তা বিশৃঙ্খল রানওয়ে শোতে রূপান্তরিত হয়েছে ৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবল অনুরাগীরা ঐতিহ্যবাহী উপসাগরীয় আরব হেডড্রেস এবং থোবসের পরিমার্জিত সংস্করণ পরা শুরু করেছেন (Fans Wild World Cup Fashion Draws Praise and Scorn in Qatar) ৷ যেখান ইংল্যান্ডের সমর্থকরা ক্রুসেডার পোশাক পরেছেন ৷

FIFA World Cup 2022 Fans Wild World Cup Fashion Draws Praise and Scorn in Qatar
'ঘুতরা' পরে স্টেডিয়ামে মার্কিন সমর্থক

প্রসঙ্গত, কাতারের রাজনৈতিক ব্যক্তিত্বরা রামধনু পোশাক এবং সেই রকমের অন্যান্য সামগ্রিকে নিষিদ্ধ ঘোষণা করেছে ৷ মূলত তাঁরাই, যারা সমকামকে অপরাধ বলে ঘোষণা করেছে ৷ আর এই পরিস্থিতিতে কাতারের স্থানীয় পোশাককে নিজেদের মতো করে ব্যবহার করতে শুরু করেছেন বিদেশি ফুটবল অনুরাগীরা ৷ যা এর আগে কোনও বিশ্বকাপে দেখা যায়নি ৷ আর এবারের বিশ্বকাপে বিদেশি দর্শকদের সবচেয়ে বেশি যা পরতে দেখা যাচ্ছে, তা হল ঘুতরা ৷ অর্থাৎ, আরব দেশগুলির পুরুষরা মাথায় যে কাপড় বাঁধেন, সেই ঘুতরা পরে স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসছেন বিভিন্ন দেশের ফুটবল সমর্থকরা ৷

FIFA World Cup 2022 Fans Wild World Cup Fashion Draws Praise and Scorn in Qatar
জার্মানির সমর্থকরাও ফুটবল আবহে 'ঘুতরা' পরেছেন

আরও পড়ুন: কেরিয়ারের 1000 তম ম্যাচে রেকর্ডের জোয়ার লিও মেসির

তবে, বিষয়টি নিয়ে মজাই করছেন ভিনদেশি ফুটবল সমর্থকরা ৷ দক্ষিণ আফ্রিকার 60 বছরের গ্যাভিন কোয়েটজি জানিয়েছেন, হ্যালোইন পার্টিতে ছবি তোলার সময় যদি, তিনি এই পোশাক পরেন ৷ তাহলে তা অকল্পনীয় মনে হতে পারে ৷ তিনি জানিয়েছেন, কাতারের এক দরজির কাছে গিয়ে 4টি দক্ষিণ আফ্রিকান পতাকাকে সেলাই করে ঘুতরা বানিয়ে দিতে বলেছেন ৷ পাশাপাশি, কাতারের পুরুষরা যে সাদা আপাদমস্তক ঢাকা পোশাক পরেন, সেটিও বানিয়েছেন জাতীয় পতাকা সেলাই করে ৷ তবে, নিজের দেশে বা অন্যকোনও দেশে গিয়ে তিনি এটা পড়বেন না বলেও জানিয়েছেন গ্যাভিন ৷

FIFA World Cup 2022 Fans Wild World Cup Fashion Draws Praise and Scorn in Qatar
'ঘুতরা' পরে এক ক্রোট
FIFA World Cup 2022 Fans Wild World Cup Fashion Draws Praise and Scorn in Qatar
ফ্রান্সের সমর্থকের মাথাতেও কাতারের চিরাচরিত 'ঘুতরা'

আরও পড়ুন: বিশ্বকাপ অ্যান্থেমে ব়্যাপার লিল বেবি’র সঙ্গে মঞ্চ শেয়ার সিদ্ধান্ত চতুর্বেদির

কিন্ত, যে বিষয়টি তাঁকে সবচেয়ে বেশি অবাক করেছে, তা হল কাতারের স্থানীয়রা তাঁর এই পোশাক দেখে প্রশংসা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷ সেদেশের সব মানুষ তাঁদের ছবি তুলে রাখছে বলেও জানিয়েছেন গ্যাভিন ৷ এমনকি তাঁরা কোন দেশ থেকে এসেছেন ও কেন সবাই একসঙ্গে তাঁদের স্থানীয় পোশাক পড়ছেন, তা জানতে চাইছেন কাতারের বাসিন্দারা ৷

দোহা, 4 ডিসেম্বর: কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) রাজনৈতিক বিদ্যুতের ছড়িতে পরিণত হয়েছে ৷ তাই এটা কোনও আশ্চর্যের বিষয় নয় যে, ফুটবল অনুরাগীদের পোশাকের ধরন বিতর্কের জন্ম দিয়েছে ৷ যেখানে চিরাচরিত ফুটবল জার্সি ভুলে যেতে হবে ৷ ফ্যাশনের দিক থেকে দোহার রাস্তা বিশৃঙ্খল রানওয়ে শোতে রূপান্তরিত হয়েছে ৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবল অনুরাগীরা ঐতিহ্যবাহী উপসাগরীয় আরব হেডড্রেস এবং থোবসের পরিমার্জিত সংস্করণ পরা শুরু করেছেন (Fans Wild World Cup Fashion Draws Praise and Scorn in Qatar) ৷ যেখান ইংল্যান্ডের সমর্থকরা ক্রুসেডার পোশাক পরেছেন ৷

FIFA World Cup 2022 Fans Wild World Cup Fashion Draws Praise and Scorn in Qatar
'ঘুতরা' পরে স্টেডিয়ামে মার্কিন সমর্থক

প্রসঙ্গত, কাতারের রাজনৈতিক ব্যক্তিত্বরা রামধনু পোশাক এবং সেই রকমের অন্যান্য সামগ্রিকে নিষিদ্ধ ঘোষণা করেছে ৷ মূলত তাঁরাই, যারা সমকামকে অপরাধ বলে ঘোষণা করেছে ৷ আর এই পরিস্থিতিতে কাতারের স্থানীয় পোশাককে নিজেদের মতো করে ব্যবহার করতে শুরু করেছেন বিদেশি ফুটবল অনুরাগীরা ৷ যা এর আগে কোনও বিশ্বকাপে দেখা যায়নি ৷ আর এবারের বিশ্বকাপে বিদেশি দর্শকদের সবচেয়ে বেশি যা পরতে দেখা যাচ্ছে, তা হল ঘুতরা ৷ অর্থাৎ, আরব দেশগুলির পুরুষরা মাথায় যে কাপড় বাঁধেন, সেই ঘুতরা পরে স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসছেন বিভিন্ন দেশের ফুটবল সমর্থকরা ৷

FIFA World Cup 2022 Fans Wild World Cup Fashion Draws Praise and Scorn in Qatar
জার্মানির সমর্থকরাও ফুটবল আবহে 'ঘুতরা' পরেছেন

আরও পড়ুন: কেরিয়ারের 1000 তম ম্যাচে রেকর্ডের জোয়ার লিও মেসির

তবে, বিষয়টি নিয়ে মজাই করছেন ভিনদেশি ফুটবল সমর্থকরা ৷ দক্ষিণ আফ্রিকার 60 বছরের গ্যাভিন কোয়েটজি জানিয়েছেন, হ্যালোইন পার্টিতে ছবি তোলার সময় যদি, তিনি এই পোশাক পরেন ৷ তাহলে তা অকল্পনীয় মনে হতে পারে ৷ তিনি জানিয়েছেন, কাতারের এক দরজির কাছে গিয়ে 4টি দক্ষিণ আফ্রিকান পতাকাকে সেলাই করে ঘুতরা বানিয়ে দিতে বলেছেন ৷ পাশাপাশি, কাতারের পুরুষরা যে সাদা আপাদমস্তক ঢাকা পোশাক পরেন, সেটিও বানিয়েছেন জাতীয় পতাকা সেলাই করে ৷ তবে, নিজের দেশে বা অন্যকোনও দেশে গিয়ে তিনি এটা পড়বেন না বলেও জানিয়েছেন গ্যাভিন ৷

FIFA World Cup 2022 Fans Wild World Cup Fashion Draws Praise and Scorn in Qatar
'ঘুতরা' পরে এক ক্রোট
FIFA World Cup 2022 Fans Wild World Cup Fashion Draws Praise and Scorn in Qatar
ফ্রান্সের সমর্থকের মাথাতেও কাতারের চিরাচরিত 'ঘুতরা'

আরও পড়ুন: বিশ্বকাপ অ্যান্থেমে ব়্যাপার লিল বেবি’র সঙ্গে মঞ্চ শেয়ার সিদ্ধান্ত চতুর্বেদির

কিন্ত, যে বিষয়টি তাঁকে সবচেয়ে বেশি অবাক করেছে, তা হল কাতারের স্থানীয়রা তাঁর এই পোশাক দেখে প্রশংসা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷ সেদেশের সব মানুষ তাঁদের ছবি তুলে রাখছে বলেও জানিয়েছেন গ্যাভিন ৷ এমনকি তাঁরা কোন দেশ থেকে এসেছেন ও কেন সবাই একসঙ্গে তাঁদের স্থানীয় পোশাক পড়ছেন, তা জানতে চাইছেন কাতারের বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.