ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিশ্বকাপের পর ধ্বংস করে দেওয়া হবে কাতারের ‘স্টেডিয়াম 974’ - ফিফা বিশ্বকাপ

বিশ্বকাপের পর ধ্বংস করে দেওয়া হবে কাতারের ‘স্টেডিয়াম 974’ (Built to Disappear Qatar World Cup Stadium 974) ৷ আয়োজকদের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

fifa-world-cup-2022-built-to-disappear-qatar-world-cup-stadium-974
fifa-world-cup-2022-built-to-disappear-qatar-world-cup-stadium-974
author img

By

Published : Dec 3, 2022, 7:34 PM IST

দোহা, 3 ডিসেম্বর: কাতার বিশ্বকাপের জন্য সাতটি স্টেডিয়াম তৈরি করা হয়েছে ৷ কিন্তু, টুর্নামেন্ট শেষে একটি স্টেডিয়াম পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে ৷ আর সেটি হল দোহার ‘স্টেডিয়াম 974’ (Built to Disappear Qatar World Cup Stadium 974) ৷ কাতার বিশ্বকাপের আয়োজকদের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, বন্দরের কাঠামোর আকৃতির 40 হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়াম 974 তৈরি করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য শিপিং কন্টেনার এবং ধাতু দিয়ে ৷ কাতারের তরফে জানানো হয়েছে, স্টেডিয়ামটিকে বিশ্বকাপ শেষ হওয়ার পর সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হবে ৷ আর সেই স্টেডিয়ামের ধ্বংসাবশেষ প্রয়োজনীয় দেশগুলির পরিকাঠামো উন্নয়নে কাজে লাগানো হবে ৷

তবে, বিশেষজ্ঞরা এই স্টেডিয়ামের নির্মাণশৈলীর প্রশংসা করলেও, এর সম্পর্কে আরও অনেক কিছু অজানা রয়েছে বলে মনে করছেন ৷ তাঁদের মতে, বিশ্বকাপের পরে ঠিক কী করা হবে, স্টেডিয়ামটির ধ্বংসাবশেষ নিয়ে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশেষজ্ঞরা ৷ লন্ডনের একটি সংস্থার কর্মী, যিনি আগে বিশ্বকাপে বিল্ডিংয়ের আবহাওয়া বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন সেই কারিম এলগেনডি বলেন, ‘‘আলাদা করার জন্য তৈরি বহুতলগুলিতে ব্যবহার হওয়া সামগ্রী টেকসই হওয়া খুবই জরুরি ৷’’

FIFA World Cup 2022 Built to Disappear Qatar World Cup Stadium 974
‘স্টেডিয়াম 974’-এ বিশ্বকাপের ম্যাচ চলার মুহূর্ত

আরও পড়ুন: শেষ মুহূর্তে নাটক, ক্যামেরুনের কাছে হার ব্রাজিলের

তিনি বলেন, ‘‘ব্যবহার হওয়া সামগ্রীগুলি মজবুত হলে, একটি বিল্ডিংকে ধ্বংস করার পর, নতুন জায়গায় স্বাভাবিকভাবে গড়ে তুলতে সুবিধা হয় ৷’’ তবে, এক্ষেত্রে বেশ কিছু পরিসংখ্যান ও তত্ত্ব কাজ করে বলে জানিয়েছেন ওই বিল্ডিং বিশেষজ্ঞ ৷ প্রসঙ্গত, বিশ্বকাপের জন্য স্টেডিয়াম তৈরি করার ক্ষেত্রে কাতার প্রশাসনের সমালোচনা করেছে সমগ্র বিশ্ব ৷ অভিযোগ 200 বিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ করে তৈরি স্টেডিয়ামগুলিতে, যে পরিযায়ী শ্রমিকরা কাজ করেছেন, তাঁদের খুব সামান্য পারিশ্রমিক দিয়েছে আয়োজকরা ৷

দোহা, 3 ডিসেম্বর: কাতার বিশ্বকাপের জন্য সাতটি স্টেডিয়াম তৈরি করা হয়েছে ৷ কিন্তু, টুর্নামেন্ট শেষে একটি স্টেডিয়াম পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে ৷ আর সেটি হল দোহার ‘স্টেডিয়াম 974’ (Built to Disappear Qatar World Cup Stadium 974) ৷ কাতার বিশ্বকাপের আয়োজকদের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, বন্দরের কাঠামোর আকৃতির 40 হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়াম 974 তৈরি করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য শিপিং কন্টেনার এবং ধাতু দিয়ে ৷ কাতারের তরফে জানানো হয়েছে, স্টেডিয়ামটিকে বিশ্বকাপ শেষ হওয়ার পর সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হবে ৷ আর সেই স্টেডিয়ামের ধ্বংসাবশেষ প্রয়োজনীয় দেশগুলির পরিকাঠামো উন্নয়নে কাজে লাগানো হবে ৷

তবে, বিশেষজ্ঞরা এই স্টেডিয়ামের নির্মাণশৈলীর প্রশংসা করলেও, এর সম্পর্কে আরও অনেক কিছু অজানা রয়েছে বলে মনে করছেন ৷ তাঁদের মতে, বিশ্বকাপের পরে ঠিক কী করা হবে, স্টেডিয়ামটির ধ্বংসাবশেষ নিয়ে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশেষজ্ঞরা ৷ লন্ডনের একটি সংস্থার কর্মী, যিনি আগে বিশ্বকাপে বিল্ডিংয়ের আবহাওয়া বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন সেই কারিম এলগেনডি বলেন, ‘‘আলাদা করার জন্য তৈরি বহুতলগুলিতে ব্যবহার হওয়া সামগ্রী টেকসই হওয়া খুবই জরুরি ৷’’

FIFA World Cup 2022 Built to Disappear Qatar World Cup Stadium 974
‘স্টেডিয়াম 974’-এ বিশ্বকাপের ম্যাচ চলার মুহূর্ত

আরও পড়ুন: শেষ মুহূর্তে নাটক, ক্যামেরুনের কাছে হার ব্রাজিলের

তিনি বলেন, ‘‘ব্যবহার হওয়া সামগ্রীগুলি মজবুত হলে, একটি বিল্ডিংকে ধ্বংস করার পর, নতুন জায়গায় স্বাভাবিকভাবে গড়ে তুলতে সুবিধা হয় ৷’’ তবে, এক্ষেত্রে বেশ কিছু পরিসংখ্যান ও তত্ত্ব কাজ করে বলে জানিয়েছেন ওই বিল্ডিং বিশেষজ্ঞ ৷ প্রসঙ্গত, বিশ্বকাপের জন্য স্টেডিয়াম তৈরি করার ক্ষেত্রে কাতার প্রশাসনের সমালোচনা করেছে সমগ্র বিশ্ব ৷ অভিযোগ 200 বিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ করে তৈরি স্টেডিয়ামগুলিতে, যে পরিযায়ী শ্রমিকরা কাজ করেছেন, তাঁদের খুব সামান্য পারিশ্রমিক দিয়েছে আয়োজকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.