ETV Bharat / sports

FIFA World Cup 2022: নিশ্চিত জয়ের বদলে হার, একরাশ হতাশা বুয়েনস আইরেসের অলিগলিতে - বুয়েনস এরিস

আর্জেন্তিনার হারে হতাশ বুয়েনস আইরেস (Argentines Shocked Saddened by Loss in World Cup) ৷ রাজধানীর (Buenos Aires) প্রতিটি মানুষের গলায় হতাশা এবং ধাক্কার অভিব্যক্তি ৷ বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রতিপক্ষকে লঘু করে দেখার ফল, বলছেন আর্জেন্তাইনরা ৷

FIFA World Cup 2022 Argentines Shocked Saddened by Loss in World Cup
FIFA World Cup 2022 Argentines Shocked Saddened by Loss in World Cup
author img

By

Published : Nov 23, 2022, 4:08 PM IST

Updated : Nov 23, 2022, 4:27 PM IST

বুয়েনস আইরেস, 23 নভেম্বর: সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে জয় নিয়ে কোনও সন্দেহই ছিল না আর্জেন্তাইন সমর্থকদের মধ্যে ৷ কিন্তু, তার বদলে এক রাশ হতাশা দেখা দিল রাজধানী বুয়েনস আইরেসের রাজপথে (Argentines Shocked Saddened by Loss in World Cup) ৷ যেখানে কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) দীর্ঘ প্রতীক্ষিত প্রথম ম্যাচে লিওনেল মেসির আর্জেন্তিনা 2-1 গোলে সৌদি আরবের (Saudi Arabia) বিরুদ্ধে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ৷ আর এ নিয়ে বুয়েনস আইরেসে (Buenos Aires) এক আর্জেন্তাইন সমর্থক বললেন, ‘‘সত্যিটা হল, এটা খুব হতাশাজনক, বড় হতাশা ৷’’

FIFA World Cup 2022 Argentines Shocked Saddened by Loss in World Cup
একরাশ হতাশা বুয়েনস এরিসের অলিগলিতে

আলেজান্দ্রো পিন্টোস নামে ওই সমর্থক বলেন, ‘‘এটা এমন একটা ম্যাচ ছিল, যেটা জেতা ছাড়া কোনও দ্বিতীয় কোনও অপশন ছিল না ৷’’ তাঁর কথায়, আর্জেন্তিনার জাতীয় দলকে গতকালের ম্যাচে খুবই অগোছালো লেগেছে ৷ যা খুবই হতাশাজনক বলে মনে করেন পিন্টোস ৷ যেখানে 36টা ম্যাচ অপরাজিত থাকার পর বিশ্বকাপ অভিযানে গিয়েছিল আর্জেন্তিনা ৷ আর সেই জয়ের ধারা অব্যাহত রাখার বদলে, লিও মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ৷

FIFA World Cup
প্রতিপক্ষকে লঘু করে দেখার ফল, বলছেন আর্জেন্তাইনরা

আর সেই হারের হতাশা ধরা পড়েছে আর্জেন্তাইন সমর্থকদের কথায়, তাঁদের শরীরিভাষায় ৷ 27 বছরের জোসফিনা লিসেরা বলেন, ‘‘আমি খুবই নিশ্চিত ছিলাম যে, আমরা জয়ী হব ৷ তাই অফিস চলে গিয়েছিলাম ৷ কিন্তু, এটা আমার কাছে অনেক বড় ধাক্কা ৷’’ এমনই এক সমর্থক সুজানা জানান, তিনি সকাল 7টার সময় ঘুম থেকে উঠে, জাতীয় পতাকা নিয়ে টিভির সামনে বসেছিলেন ৷ আশায় ছিলেন সৌদি আরবের বিরুদ্ধে তাঁদের দল জিতবে ৷ কিন্তু, ম্যাচ শেষে তিনিও হতাশ ৷ তাঁর কথায়, ‘‘সত্যি বলতে কি, আমরা প্রতিপক্ষকে গুরুত্বই দিইনি ৷’’

FIFA World Cup
সৌদির কাছে হার ! বিশ্বাসই হচ্ছে না আর্জেন্তাইন সমর্থকের

আরও পড়ুন: ঘুচল অপরাজিত তকমা, হাতছাড়া 64 বছরের রেকর্ডও ! মরুদেশে মলিন 'মেসি অ্যান্ড কোং'

বছরের পর বছর ধরে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ আর্জেন্তিনায় আশার আলো আনতে বিশ্বকাপ জয়ের অপেক্ষায় রয়েছে ৷ যে দেশে মুদ্রাস্ফীতির হার প্রায় 100 শতাংশ ৷ প্রতি 10 জনের মধ্যে 4 জন দারিদ্রের মধ্যে জীবন কাটাচ্ছেন ৷ তেমনি একজন ব্যক্তি হলেন বুয়েনস আইরেসের 67 বছরের অস্কার লোপেজ ৷ যিনি তাঁর আবাসনের সুপারিনটেন্ডেন্ট ৷ তিনি বলেন, ‘‘একটা দল যদি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, এর অর্থ সেই দলটি কোনওভাবেই সহজ প্রতিপক্ষ নয় ৷ তোমাকে সবসময় সতর্ক থেকে এগোতে হবে ৷’’ আর্জেন্তিনার হারের পর, এমন একাধিক হতাশার ছবি উঠে এসেছে সেদেশের রাজধানী বুয়েনস এরিসের অলিতে গলিতে ৷

বুয়েনস আইরেস, 23 নভেম্বর: সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে জয় নিয়ে কোনও সন্দেহই ছিল না আর্জেন্তাইন সমর্থকদের মধ্যে ৷ কিন্তু, তার বদলে এক রাশ হতাশা দেখা দিল রাজধানী বুয়েনস আইরেসের রাজপথে (Argentines Shocked Saddened by Loss in World Cup) ৷ যেখানে কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) দীর্ঘ প্রতীক্ষিত প্রথম ম্যাচে লিওনেল মেসির আর্জেন্তিনা 2-1 গোলে সৌদি আরবের (Saudi Arabia) বিরুদ্ধে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ৷ আর এ নিয়ে বুয়েনস আইরেসে (Buenos Aires) এক আর্জেন্তাইন সমর্থক বললেন, ‘‘সত্যিটা হল, এটা খুব হতাশাজনক, বড় হতাশা ৷’’

FIFA World Cup 2022 Argentines Shocked Saddened by Loss in World Cup
একরাশ হতাশা বুয়েনস এরিসের অলিগলিতে

আলেজান্দ্রো পিন্টোস নামে ওই সমর্থক বলেন, ‘‘এটা এমন একটা ম্যাচ ছিল, যেটা জেতা ছাড়া কোনও দ্বিতীয় কোনও অপশন ছিল না ৷’’ তাঁর কথায়, আর্জেন্তিনার জাতীয় দলকে গতকালের ম্যাচে খুবই অগোছালো লেগেছে ৷ যা খুবই হতাশাজনক বলে মনে করেন পিন্টোস ৷ যেখানে 36টা ম্যাচ অপরাজিত থাকার পর বিশ্বকাপ অভিযানে গিয়েছিল আর্জেন্তিনা ৷ আর সেই জয়ের ধারা অব্যাহত রাখার বদলে, লিও মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ৷

FIFA World Cup
প্রতিপক্ষকে লঘু করে দেখার ফল, বলছেন আর্জেন্তাইনরা

আর সেই হারের হতাশা ধরা পড়েছে আর্জেন্তাইন সমর্থকদের কথায়, তাঁদের শরীরিভাষায় ৷ 27 বছরের জোসফিনা লিসেরা বলেন, ‘‘আমি খুবই নিশ্চিত ছিলাম যে, আমরা জয়ী হব ৷ তাই অফিস চলে গিয়েছিলাম ৷ কিন্তু, এটা আমার কাছে অনেক বড় ধাক্কা ৷’’ এমনই এক সমর্থক সুজানা জানান, তিনি সকাল 7টার সময় ঘুম থেকে উঠে, জাতীয় পতাকা নিয়ে টিভির সামনে বসেছিলেন ৷ আশায় ছিলেন সৌদি আরবের বিরুদ্ধে তাঁদের দল জিতবে ৷ কিন্তু, ম্যাচ শেষে তিনিও হতাশ ৷ তাঁর কথায়, ‘‘সত্যি বলতে কি, আমরা প্রতিপক্ষকে গুরুত্বই দিইনি ৷’’

FIFA World Cup
সৌদির কাছে হার ! বিশ্বাসই হচ্ছে না আর্জেন্তাইন সমর্থকের

আরও পড়ুন: ঘুচল অপরাজিত তকমা, হাতছাড়া 64 বছরের রেকর্ডও ! মরুদেশে মলিন 'মেসি অ্যান্ড কোং'

বছরের পর বছর ধরে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ আর্জেন্তিনায় আশার আলো আনতে বিশ্বকাপ জয়ের অপেক্ষায় রয়েছে ৷ যে দেশে মুদ্রাস্ফীতির হার প্রায় 100 শতাংশ ৷ প্রতি 10 জনের মধ্যে 4 জন দারিদ্রের মধ্যে জীবন কাটাচ্ছেন ৷ তেমনি একজন ব্যক্তি হলেন বুয়েনস আইরেসের 67 বছরের অস্কার লোপেজ ৷ যিনি তাঁর আবাসনের সুপারিনটেন্ডেন্ট ৷ তিনি বলেন, ‘‘একটা দল যদি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, এর অর্থ সেই দলটি কোনওভাবেই সহজ প্রতিপক্ষ নয় ৷ তোমাকে সবসময় সতর্ক থেকে এগোতে হবে ৷’’ আর্জেন্তিনার হারের পর, এমন একাধিক হতাশার ছবি উঠে এসেছে সেদেশের রাজধানী বুয়েনস এরিসের অলিতে গলিতে ৷

Last Updated : Nov 23, 2022, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.