জুরিখ, 14 জানুয়ারি: সাড়ে তিন দশকেরও বেশি সময় পর বিশ্বকাপ জয় ৷ উচ্ছ্বাসের বাঁধ ভাঙাটাই স্বাভাবিক ৷ কিন্তু গত 18 ডিসেম্বর লুসেইল স্টেডিয়ামে (Lusail Stadium) বিশ্বজয়ের পর আর্জেন্তাইন ফুটবলারদের সেলিব্রেশন শৃঙ্খলা ভঙ্গ করায় তদন্ত শুরু করল ফিফা (FIFA opens disciplinary proceedings against Argentine FA) ৷ আলবিসেলেস্তে ফুটবলার এবং অফিসিয়ালদের আচরণকেও কাঠগড়ায় তুলেছে ফুটবলের নিয়ামক সংস্থা ৷
ঠিক কী অভিযোগ: বিশ্ব ফুটবলের গভর্নিং বডি জানিয়েছে, ম্যাচ শেষ হওয়ার কয়েকঘণ্টা পর লিও মেসি (Lionel Messi) নেতৃত্বাধীন আর্জেন্তিনা ফুটবলাররা অফিসিয়াল সাক্ষাৎকার জোনে ঢুকে নাচ-গানে মত্ত হয়, যা ফিফার নিয়মের পরিপন্থী ৷ উল্লেখ্য, প্রতিযোগিতার সেরা শটস্টপার হিসেবে 'গোল্ডেন গ্লাভ' জয়ী নীল-সাদা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ট্রফি হাতে বিতর্কিত অঙ্গভঙ্গি কোনওভাবেই নজর এড়ায়নি ফিফা-র ৷ নির্দিষ্ট উল্লেখ না-থাকলেও মার্তিনেজের অঙ্গভঙ্গি অভিযোগের অনেকটা জুড়েই রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল ৷ এছাড়া ড্রেসিংরুম সেলিব্রেশনে প্রতিপক্ষের (ফ্রান্স) তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে ব্যঙ্গ করেছিলেন মেসির সতীর্থ মার্তিনেজ ৷ যা ব্যাপক ভাইরাল হয়েছিল সোশাল মাধ্যমে ৷
বিবৃতিতে কী বলেছে ফিফা: বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা তাদের ওয়েবসাইটে লিখেছে, "ফিফার সংবিধানের 11 নং ধারা (ফেয়ার-প্লে নীতি উল্লঙ্ঘন এবং বিতর্কিত আচরণ), 12 নং ধারা (ফুটবলার এবং অফিসিয়ালদের দৃষ্টিকটু আচরণ) লঙ্ঘন করায় ফিফা-র শৃঙ্খলারক্ষা কমিটি আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ৷" প্রসঙ্গত, 18 ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে 120 মিনিট ফলাফল 3-3 থাকার পর পেনাল্টি শুট-আউটে 2018 বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে 36 বছর পর বিশ্বজয়ের স্বাদ পায় লিওনেল মেসি নেতৃত্বাধীন 'লা আলবিসেলেস্তে' ৷
আরও পড়ুন: ভাঙল উচ্ছ্বাসের বাঁধ, লিও বিশ্বকাপ নিয়ে নামতেই বুয়েনস আইরসে আবেগের বিস্ফোরণ!
আর্জেন্তিনা ছাড়াও ক্রোয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও মামলা জারি করে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি (FIFA also initiated a case against Croatian FA) ৷ তৃতীয়স্থান নির্ণায়ক ম্যাচের পর প্রতিপক্ষের সঙ্গে ক্রোয়েশিয়া ফুটবলারদের আচরণ শৃঙ্খলাভঙ্গ করেছে বলে অভিযগ ফিফা-র ৷ মেক্সিকো এবং ইকুয়েডরের ফুটবল ফেডারেশনকে ইতিমধ্যেই মোটা অংকের জরিমানা করা হয়েছে ফিফা-র তরফে ৷