ETV Bharat / sports

ISL 2023: সপ্তমীতে অন্ধকার লাল-হলুদে, আইএসএলে টানা দ্বিতীয় হার ইস্টবেঙ্গলের - FC Goa Beat East Bengal in ISL 2023

আইএসএল-এ দ্বিতীয় হার ইস্টবেঙ্গলের ৷ এফসি গোয়ার কাছে 1-2 গোলে হারল তারা ৷ ভুবনেশ্বরের মাঠে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারল না তারা ৷

East Bengal vs Goa
তৃতীয় হার ইস্টবেঙ্গলের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 7:43 PM IST

Updated : Oct 21, 2023, 8:04 PM IST

ভুবনেশ্বর, 21 অক্টোবর: আইএসএল-এ দ্বিতীয় হার লাল-হলুদবাহিনীর ৷ এফসি গোয়ার কাছে 1-2 গোলে হারল ইস্টবেঙ্গল ৷ 41 মিনিটের মাথায় নাওরেম মহেশ সিংয়ের গোলে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হল না ৷ দ্বিতীয় পর্বে লাল-হলুদের জয়ের আশায় জল ঢেলে দিলেন সন্দেশ ঝিঙ্গান এবং ভিক্টর রড্রিগেজ ৷

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হারতে হয়েছিল খারাপ রেফারিংয়ের কারণে । কিন্তু ভুবনেশ্বরে এফসি গোয়ার বিরুদ্ধে নিজ ভুলে দলের ব্যর্থতা ডেকে আনলেন কার্লেস কুয়াদ্রাত । নন্দকুমারের লম্বা দৌড়ের পরে মাপা পাস না রিসিভ করে সোয়ার্ভিং শটে বল জালে জড়িয়ে দেন নাওরেম মহেশ সিং। ম্যাচের বয়স তখন মাত্র 41 মিনিট । শনিবার উইং ধরে নয় মাঝমাঠে একটু ভেতর রাখা হয়েছিল মহেশকে । নতুন ভূমিকায় মানিয়ে নিয়ে কার্যকরি হওয়ার চেষ্টা চলছিল । ভুবনেশ্বরে এফসি গোয়ার বিরুদ্ধে এই গোল প্রমাণ করে মানিয়ে নিতে পেরেছেন তিনি।

দুর্গা পুজোর মহাসপ্তমীর সন্ধ্যায় ইস্টবেঙ্গল এফসি তাদের হোম ম্যাচ খেলল ভুবনেশ্বরের মাটিতে । পরভূমে নিজ ম্যাচে কার্লেস কুয়াদ্রাত ট্যাকটিক্যাল ফুটবলে জয়ের কড়ি সাজাতে চেয়েছিলেন । কিন্তু সেই পরিকল্পনা এদিন মাঠে মারা গেল ৷ প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা সত্ত্বেও বিরতির পরে অতিরিক্ত রক্ষণাত্মক হতে গিয়ে হল মুশকিল ।

আরও পড়ুন: রোনাল্ডিনহোর উপস্থিতিতে শ্রীভূমি যেন এক টুকরো ব্রাজিল, সাম্বার ছন্দে কিংবদন্তি

74 মিনিটে ডান দিক থেকে ভেসে আসা ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে এফসি গোয়াকে সমতায় ফেরান সন্দেশ ঝিঙ্গান । পরের মিনিটে ফের গোল ভিক্টর রডরিগেজের । মাঝমাঠ এবং রক্ষণের ভুল কাজে লাগিয়ে বাজিমাত করে যায় গোয়া । দ্বিতীয়ার্ধে জেভিয়ার সিভেরিওকে তুলে নিয়ে বোরহা হারেরাকে নামিয়ে ছিলেন কুয়াদ্রাত । পরে মহম্মদ রাকিপকে তুলে নিশুকুমার এবং মহেশের বদলে শৌভিক চক্রবর্তীকে নামান তিনি । কিন্তু তাতে রক্ষণ জমাট বাঁধল না বদলে আক্রমণের ঝাঁঝটাই উবে গেল । তারই ফায়দা তুলে নিল এফসি গোয়া।

কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘‘প্রথমার্ধে পরিকল্পনামতো খেললেও বিরতির পরে ব্যর্থ হয়েছি । ওরা সেটপিসে বাজিমাত করে গেল । পাস আমরা বেশি খেললেও গোলমুখ খুলতে পারিনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্যর্থ আমরা । পুরো দলটা একটা পরিকল্পনা রূপায়নের পথে এগোচ্ছে । বেশ কিছু ভুল যেমন করেছে দল । আবার কিছু ইতিবাচক ফুটবলও খেলেছে । পরপর দু’টো ম্যাচে হারলাম । ভুল শুধরে আমাদের ফিরতে হবে। সেই ফেরার কাজটা আমরা শুরু করব দ্রুত ।’’

ভুবনেশ্বর, 21 অক্টোবর: আইএসএল-এ দ্বিতীয় হার লাল-হলুদবাহিনীর ৷ এফসি গোয়ার কাছে 1-2 গোলে হারল ইস্টবেঙ্গল ৷ 41 মিনিটের মাথায় নাওরেম মহেশ সিংয়ের গোলে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হল না ৷ দ্বিতীয় পর্বে লাল-হলুদের জয়ের আশায় জল ঢেলে দিলেন সন্দেশ ঝিঙ্গান এবং ভিক্টর রড্রিগেজ ৷

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হারতে হয়েছিল খারাপ রেফারিংয়ের কারণে । কিন্তু ভুবনেশ্বরে এফসি গোয়ার বিরুদ্ধে নিজ ভুলে দলের ব্যর্থতা ডেকে আনলেন কার্লেস কুয়াদ্রাত । নন্দকুমারের লম্বা দৌড়ের পরে মাপা পাস না রিসিভ করে সোয়ার্ভিং শটে বল জালে জড়িয়ে দেন নাওরেম মহেশ সিং। ম্যাচের বয়স তখন মাত্র 41 মিনিট । শনিবার উইং ধরে নয় মাঝমাঠে একটু ভেতর রাখা হয়েছিল মহেশকে । নতুন ভূমিকায় মানিয়ে নিয়ে কার্যকরি হওয়ার চেষ্টা চলছিল । ভুবনেশ্বরে এফসি গোয়ার বিরুদ্ধে এই গোল প্রমাণ করে মানিয়ে নিতে পেরেছেন তিনি।

দুর্গা পুজোর মহাসপ্তমীর সন্ধ্যায় ইস্টবেঙ্গল এফসি তাদের হোম ম্যাচ খেলল ভুবনেশ্বরের মাটিতে । পরভূমে নিজ ম্যাচে কার্লেস কুয়াদ্রাত ট্যাকটিক্যাল ফুটবলে জয়ের কড়ি সাজাতে চেয়েছিলেন । কিন্তু সেই পরিকল্পনা এদিন মাঠে মারা গেল ৷ প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা সত্ত্বেও বিরতির পরে অতিরিক্ত রক্ষণাত্মক হতে গিয়ে হল মুশকিল ।

আরও পড়ুন: রোনাল্ডিনহোর উপস্থিতিতে শ্রীভূমি যেন এক টুকরো ব্রাজিল, সাম্বার ছন্দে কিংবদন্তি

74 মিনিটে ডান দিক থেকে ভেসে আসা ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে এফসি গোয়াকে সমতায় ফেরান সন্দেশ ঝিঙ্গান । পরের মিনিটে ফের গোল ভিক্টর রডরিগেজের । মাঝমাঠ এবং রক্ষণের ভুল কাজে লাগিয়ে বাজিমাত করে যায় গোয়া । দ্বিতীয়ার্ধে জেভিয়ার সিভেরিওকে তুলে নিয়ে বোরহা হারেরাকে নামিয়ে ছিলেন কুয়াদ্রাত । পরে মহম্মদ রাকিপকে তুলে নিশুকুমার এবং মহেশের বদলে শৌভিক চক্রবর্তীকে নামান তিনি । কিন্তু তাতে রক্ষণ জমাট বাঁধল না বদলে আক্রমণের ঝাঁঝটাই উবে গেল । তারই ফায়দা তুলে নিল এফসি গোয়া।

কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘‘প্রথমার্ধে পরিকল্পনামতো খেললেও বিরতির পরে ব্যর্থ হয়েছি । ওরা সেটপিসে বাজিমাত করে গেল । পাস আমরা বেশি খেললেও গোলমুখ খুলতে পারিনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্যর্থ আমরা । পুরো দলটা একটা পরিকল্পনা রূপায়নের পথে এগোচ্ছে । বেশ কিছু ভুল যেমন করেছে দল । আবার কিছু ইতিবাচক ফুটবলও খেলেছে । পরপর দু’টো ম্যাচে হারলাম । ভুল শুধরে আমাদের ফিরতে হবে। সেই ফেরার কাজটা আমরা শুরু করব দ্রুত ।’’

Last Updated : Oct 21, 2023, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.