ETV Bharat / sports

আর্থিক নিয়ম ভেঙে বিপাকে এভারটন, ইপিএলের ইতিহাসে সবচেয়ে 'বড়' শাস্তির মুখে ক্লাব

Everton gets biggest sporting sanction: আর্থিক নিয়ম ভাঙার কারণে 10 পয়েন্ট কেটে নেওয়া হল এভারটনের ৷ লিগ টেবিলের 20তম স্থানেই হয়তো থাকত তারা তবে বার্নলির গোলের ব্যবধানে তারা এগিয়ে ৷ তাই সমান পয়েন্ট থাকা সত্ত্বেও আপাতত 19 নম্বরে রয়েছে এভারটন ৷

Everton gets biggest sporting sanction
আর্থিক নিয়ম ভেঙে বিপাকে এভারটন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 10:59 PM IST

লন্ডন, 17 নভেম্বর: আর্থিক নিয়ম ভাঙার কারণে বিপাকে ইংলিশ প্রিমিয়ার লিগের পরিচিত ক্লাব এভারটন ৷ প্রিমিয়ার লিগের 31 বছরের ইতিহাসে এর আগে এত বড় শাস্তি আর কোনও দলকে পেতে হয়নি ৷ অর্থনৈতিক কিছু নিয়ম লঙ্ঘনের জেরে 10 পয়েন্ট হারিয়ে লিগ টেবিলে একেবারে তলানিতে নেমে এল এভারটন ৷ এর আগে এভারটনের পয়েন্ট ছিল 14 ৷ এখন 4 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে তারা ৷

ফিনানসিয়াল সাসটেনেবেলিটি নিয়ম অনুযায়ী, কোনও ক্লাব তিন বছরে 105 মিলিয়ন পাউন্ডস অর্থাৎ 128 মিলিয়ন ডলার ৷ কিন্তু সেখানে রিপোর্ট অনুযায়ী এভারটন খরচ করেছে প্রায় 372 মিলিয়ন পাউন্ড বা 454 কোটি টাকা ৷ অন্যান্য ক্লাবের অভিযোগ ওঠায় লিগ কর্তারা বিষয়টি খতিয়ে দেখেন ৷ তৈরি করা হয় একটি নিরপেক্ষ কমিশন ৷ মার্চ মাসে তাদের কমিশনের কাছে পাঠানো হয় ৷

গত মাসে পাঁচ দিনের শুনানির অবশেষে শাস্তির নিদান দিয়েছে কমিশন ৷ এই শাস্তির জেরে আপাতত তারা লিগ টেবিলে 19 নম্বর স্থানে নেমে এসেছে এই ক্লাব ৷ এভারটনের ঠিক পরেই তালিকার একেবারে শেষে রয়েছে বার্নলি ৷ তাদেরও পয়েন্ট সংখ্যা 4 ৷ গোলের ব্যবধানে যদিও এগিয়ে রয়েছে এভারটন ৷ ক্লাবের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় দাবি করা হয়েছে তারা 'হতবাক এবং হতাশ ৷'

ক্লাব কর্তৃপক্ষ এও দাবি করেছে, "কমিশন যে শাস্তি আরোপ করেছে তা সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং অন্যায্য ৷ ক্লাব এই শুনানি এবং তদন্তপর্বকে সঠিক বলে মনে করে না ৷ শুধু তাই নয়, কমিশন তার বিশ্বাসযোগ্যতা প্রমাণে ব্যর্থ ৷" ক্লাবের পক্ষ থেকে তারা যে প্রমাণ দাখিল করেছিলেন তারও ঠিকঠাক কোনও প্রতিফলন দেখা যায়নি ৷ তাই তারা এই রকম শাস্তিতে হতাশ ৷ এর আগে ম্যানচেস্টার সিটি এবং চেলসির বিরুদ্ধেও লিগের বিভিন্ন নিয়মভঙ্গের অভিযোগ তুলেছিল লিগ কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:

  1. মনবীরের গোলে বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে জয় 'ব্লু টাইগার'দের
  2. ডার্বির পুরনো ম্যাচ দেখিয়ে মার্সেলোদের গুরুত্ব বোঝাচ্ছেন রিবেইরো

লন্ডন, 17 নভেম্বর: আর্থিক নিয়ম ভাঙার কারণে বিপাকে ইংলিশ প্রিমিয়ার লিগের পরিচিত ক্লাব এভারটন ৷ প্রিমিয়ার লিগের 31 বছরের ইতিহাসে এর আগে এত বড় শাস্তি আর কোনও দলকে পেতে হয়নি ৷ অর্থনৈতিক কিছু নিয়ম লঙ্ঘনের জেরে 10 পয়েন্ট হারিয়ে লিগ টেবিলে একেবারে তলানিতে নেমে এল এভারটন ৷ এর আগে এভারটনের পয়েন্ট ছিল 14 ৷ এখন 4 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে তারা ৷

ফিনানসিয়াল সাসটেনেবেলিটি নিয়ম অনুযায়ী, কোনও ক্লাব তিন বছরে 105 মিলিয়ন পাউন্ডস অর্থাৎ 128 মিলিয়ন ডলার ৷ কিন্তু সেখানে রিপোর্ট অনুযায়ী এভারটন খরচ করেছে প্রায় 372 মিলিয়ন পাউন্ড বা 454 কোটি টাকা ৷ অন্যান্য ক্লাবের অভিযোগ ওঠায় লিগ কর্তারা বিষয়টি খতিয়ে দেখেন ৷ তৈরি করা হয় একটি নিরপেক্ষ কমিশন ৷ মার্চ মাসে তাদের কমিশনের কাছে পাঠানো হয় ৷

গত মাসে পাঁচ দিনের শুনানির অবশেষে শাস্তির নিদান দিয়েছে কমিশন ৷ এই শাস্তির জেরে আপাতত তারা লিগ টেবিলে 19 নম্বর স্থানে নেমে এসেছে এই ক্লাব ৷ এভারটনের ঠিক পরেই তালিকার একেবারে শেষে রয়েছে বার্নলি ৷ তাদেরও পয়েন্ট সংখ্যা 4 ৷ গোলের ব্যবধানে যদিও এগিয়ে রয়েছে এভারটন ৷ ক্লাবের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় দাবি করা হয়েছে তারা 'হতবাক এবং হতাশ ৷'

ক্লাব কর্তৃপক্ষ এও দাবি করেছে, "কমিশন যে শাস্তি আরোপ করেছে তা সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং অন্যায্য ৷ ক্লাব এই শুনানি এবং তদন্তপর্বকে সঠিক বলে মনে করে না ৷ শুধু তাই নয়, কমিশন তার বিশ্বাসযোগ্যতা প্রমাণে ব্যর্থ ৷" ক্লাবের পক্ষ থেকে তারা যে প্রমাণ দাখিল করেছিলেন তারও ঠিকঠাক কোনও প্রতিফলন দেখা যায়নি ৷ তাই তারা এই রকম শাস্তিতে হতাশ ৷ এর আগে ম্যানচেস্টার সিটি এবং চেলসির বিরুদ্ধেও লিগের বিভিন্ন নিয়মভঙ্গের অভিযোগ তুলেছিল লিগ কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:

  1. মনবীরের গোলে বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে জয় 'ব্লু টাইগার'দের
  2. ডার্বির পুরনো ম্যাচ দেখিয়ে মার্সেলোদের গুরুত্ব বোঝাচ্ছেন রিবেইরো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.