লন্ডন, 10 মে : আর্লিং হ্যালান্ডের ট্রান্সফার ইস্যুতে অবশেষে মুখ খুলল ম্যাঞ্চেস্টার সিটি ৷ জোরাল গুঞ্জনে সিলমোহর দিয়ে মঙ্গলবার ইংল্যান্ডের ক্লাবটি জানিয়ে দিল, নরওয়ের প্রতিশ্রুতিমান স্ট্রাইকারকে দলে নেওয়ার ব্যাপারে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে প্রধান চুক্তিতে সম্মত হয়েছে তারা ৷ তবে ইংল্যান্ডের ক্লাবে হ্যালান্ডের মেয়াদ নিয়ে ফুটবলারের সঙ্গে তাদের আলোচনা জারি রয়েছে ৷ সে ব্য়াপারে দু'পক্ষ সম্মত হলেই নরওয়ে স্ট্রাইকারের ম্যাঞ্চেস্টারের ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে আর কোনও বাধা থাকবে ৷
বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যাঞ্চেস্টার সিটিতে যে আর্লিং হ্যালান্ড যোগ দিচ্ছেন তা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছিল সোমবার (Erling Haaland is set to join Manchester City from Borussia Dortmund) ৷ ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো আবার সিটিতে হ্যালান্ড সাপ্তাহিক কত পারিশ্রমিক পাবেন, তাও জানিয়ে দিয়েছিলেন পরিষ্কারভাবে ৷ যা ভারতীয় মুদ্রায় সাড়ে 3 কোটি টাকারও বেশি ৷ অবশেষে সিটি এদিন সেই খবরের সত্যতা স্বীকার করে নিতে বাধ্য হল ৷ ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে একটা বিবৃতি জারি করেছে তারা ৷ যেখানে সিটি লিখেছে, "1 জুলাই, 2022 থেকে আর্লিং হ্য়ালান্ডকে দলে নেওয়ার বিষয়ে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে প্রধান চুক্তিতে সম্মত হয়েছি আমরা ৷" এরপর তারা জানিয়েছে, চুক্তির মেয়াদ নিয়ে এখনও সংশ্লিষ্ট ফুটবলারের সঙ্গে আলোচনা চলছে তাদের ৷
-
Manchester City can confirm that we have reached an agreement in principle with Borussia Dortmund for the transfer of striker Erling Haaland to the Club on 1st July 2022.
— Manchester City (@ManCity) May 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The transfer remains subject to the Club finalising terms with the player.
">Manchester City can confirm that we have reached an agreement in principle with Borussia Dortmund for the transfer of striker Erling Haaland to the Club on 1st July 2022.
— Manchester City (@ManCity) May 10, 2022
The transfer remains subject to the Club finalising terms with the player.Manchester City can confirm that we have reached an agreement in principle with Borussia Dortmund for the transfer of striker Erling Haaland to the Club on 1st July 2022.
— Manchester City (@ManCity) May 10, 2022
The transfer remains subject to the Club finalising terms with the player.
গত মরসুম থেকেই নরওয়ের প্রতিশ্রুতিমান এই স্ট্রাইকারকে দলে নেওয়ার দৌড়ে ছিল ইউরোপের তাবড় ক্লাবগুলো ৷ কিন্তু বাবা আলফি হ্যালান্ড যেহেতু ম্যান সিটির প্রাক্তনী, তাই ছোট থেকেই স্কাই ব্লু জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখতেন লিডস জাত আর্লিং হ্যালান্ড ৷ তাই বলাই যায়, সিটির পক্ষে চুক্তি পাকা করার বিষয়টি অনেক সহজ হয়েছে ৷ বছর একুশের স্ট্রাইকারের জন্য রিলিজ ক্লজ নির্ধারণ করে তা ডর্টমুন্ডকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সিটি ৷ 60 থেকে 75 মিলিয়ন ইউরোর মধ্যে যা রাখা হয়েছে বলে খবর ৷
-
Erling Haaland to Manchester City, here we go! Haaland has passed medical tests as new Man City player today, he’s back in Dortmund. It will be OFFICIAL this week 🚨🔵 #MCFC
— Fabrizio Romano (@FabrizioRomano) May 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Man City told BVB board that they will activate release clause [closer to €60m than €75m] in few hours. pic.twitter.com/heYobi8S1Y
">Erling Haaland to Manchester City, here we go! Haaland has passed medical tests as new Man City player today, he’s back in Dortmund. It will be OFFICIAL this week 🚨🔵 #MCFC
— Fabrizio Romano (@FabrizioRomano) May 9, 2022
Man City told BVB board that they will activate release clause [closer to €60m than €75m] in few hours. pic.twitter.com/heYobi8S1YErling Haaland to Manchester City, here we go! Haaland has passed medical tests as new Man City player today, he’s back in Dortmund. It will be OFFICIAL this week 🚨🔵 #MCFC
— Fabrizio Romano (@FabrizioRomano) May 9, 2022
Man City told BVB board that they will activate release clause [closer to €60m than €75m] in few hours. pic.twitter.com/heYobi8S1Y
আরও পড়ুন : ওল্ড ট্র্যাফোর্ডে তাঁর ভবিষ্যৎ স্থির করতে স্যার ফার্গুসনের দ্বারস্থ ক্রিশ্চিয়ানো
উল্লেখ্য, সার্জিও আগুয়েরোর প্রস্থানের পর 2021-22 মরশুমে বিশুদ্ধ বক্স স্ট্রাইকারকে ছাড়াই খেলেছে 'স্কাই ব্লুজ'| গত মরসুমে টটেনহ্যাম থেকে হ্যারি কেন কিংবা জুভেন্তাস থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় তারা ৷ হ্যালান্ডকে দলে নিয়ে আগামী মরসুমে সেই অভাবই পূরণ করার পথে ইপিএলের সম্ভাব্য চ্যাম্পিয়নরা ৷