ETV Bharat / sports

ISL 2022-23: পাহাড়ে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল, আক্রমণেই আস্থা স্টিফেনের - পাহাড়ে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যালেক্স লিমা এবং এলিয়ান্দ্রোকে ছাড়াই মাঠে নামতে হবে লালহলুদ বিগ্রে়ডকে। তবু আক্রমণাত্মক ফুটবলেই আস্থা রাখছেন স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine Wants to Play aggressive Football)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 20, 2022, 8:22 AM IST

কলকাতা,20 অক্টোবর: অ্যালেক্স লিমা এবং এলিয়ান্দ্রো এই দুই ফুটবলারকেই নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পাবেন না স্টিফেন কনস্ট্যান্টাইন। ইস্টবেঙ্গল কোচ অ্যালেক্স লিমার চোট নিয়ে বেশ চিন্তায় ছিলেন। শেষ পর্যন্ত চোট গুরুতর না হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে তিনি। তবু এই ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে দলকে । সকালে প্র্যাকটিস করে বুধবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে উড়ে গিয়েছে লাল হলুদ (East Bengal will face North East United In there third ISL match)।

ইন্ডিয়ান সুপার লিগে টানা দুই ম্যাচে হার। শুরুটা ভাল না হওয়ায় বেশ চাপে রয়েছে দল। সামনেই ডার্বি। সেই ম্যাচের আগে দলকে চাঙ্গা করাই চ্যালেঞ্জ স্টিফেনের কাছে। বিশেষ করে এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে লালহলুদ যে ধরনের ফুটবল খেলেছিল তা আবারও দেখতে চান ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। আরও বেশি আক্রমনাত্মক ফুটবল খেলে নর্থ ইস্ট ইউনাইটেডকে চাপে ফেলাই তাঁর লক্ষ্য ।

আরও পড়ুন: ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে সুব্রত ভট্টাচার্য

দলে চোট আঘাতের সমস্যা রয়েছে। পাশাপাশি দলের ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাবও বেশ চোখে পড়ার মতো। মাঝমাঠে মিস পাস বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে । যে দলটা প্র্যাকটিস ম্যাচে একের পর এক গোল করে সমর্থকদের মনে আশা জাগিয়েছিল তারাই আইএসএলের মঞ্চে একেবারে ব্যর্থ। তবু ছক পরিবর্তনের কোনও ইঙ্গিত এখনও দেননি প্রশিক্ষক । একইভাবে ডার্বি নিয়েও এখনই ভাবনা চিন্তা শুরু করার কথাও বলছেন না তিনি। সামনে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ। সেই ম্যাচেই মনসংযোগ করার কথাই বলছেন স্টিফেন ।

অন্যদিকে, নর্থ ইস্ট ইউনাইটেড কোচ মার্ক বালবুল ৪-৩-৩ ছকে আক্রমণ হানতে চান। হাইলান্ডারদের ফরাসি উইঙ্গার রোমেইন ফিলিপাতো দুই ম্যাচেই উজ্বল। এছাড়াও ইংল্যান্ডের ম্যাট ডার্বিশায়ার, ডেনমার্কের মাইকেল জেকেবসন,স্পেনের জন গাজনাগা এবং এমানুয়েল দলের অন্যতম ভরসা। তবুও প্রথম দুই ম্যাচে জয় অধরা। এমতাবস্থায় তৃতীয় ম্যাচে কেউ যে কাউকে একফোঁটা জমি ছেড়ে দেবে না তা আর বলার অপেক্ষা রাখে না ।

কলকাতা,20 অক্টোবর: অ্যালেক্স লিমা এবং এলিয়ান্দ্রো এই দুই ফুটবলারকেই নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পাবেন না স্টিফেন কনস্ট্যান্টাইন। ইস্টবেঙ্গল কোচ অ্যালেক্স লিমার চোট নিয়ে বেশ চিন্তায় ছিলেন। শেষ পর্যন্ত চোট গুরুতর না হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে তিনি। তবু এই ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে দলকে । সকালে প্র্যাকটিস করে বুধবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে উড়ে গিয়েছে লাল হলুদ (East Bengal will face North East United In there third ISL match)।

ইন্ডিয়ান সুপার লিগে টানা দুই ম্যাচে হার। শুরুটা ভাল না হওয়ায় বেশ চাপে রয়েছে দল। সামনেই ডার্বি। সেই ম্যাচের আগে দলকে চাঙ্গা করাই চ্যালেঞ্জ স্টিফেনের কাছে। বিশেষ করে এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে লালহলুদ যে ধরনের ফুটবল খেলেছিল তা আবারও দেখতে চান ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। আরও বেশি আক্রমনাত্মক ফুটবল খেলে নর্থ ইস্ট ইউনাইটেডকে চাপে ফেলাই তাঁর লক্ষ্য ।

আরও পড়ুন: ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে সুব্রত ভট্টাচার্য

দলে চোট আঘাতের সমস্যা রয়েছে। পাশাপাশি দলের ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাবও বেশ চোখে পড়ার মতো। মাঝমাঠে মিস পাস বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে । যে দলটা প্র্যাকটিস ম্যাচে একের পর এক গোল করে সমর্থকদের মনে আশা জাগিয়েছিল তারাই আইএসএলের মঞ্চে একেবারে ব্যর্থ। তবু ছক পরিবর্তনের কোনও ইঙ্গিত এখনও দেননি প্রশিক্ষক । একইভাবে ডার্বি নিয়েও এখনই ভাবনা চিন্তা শুরু করার কথাও বলছেন না তিনি। সামনে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ। সেই ম্যাচেই মনসংযোগ করার কথাই বলছেন স্টিফেন ।

অন্যদিকে, নর্থ ইস্ট ইউনাইটেড কোচ মার্ক বালবুল ৪-৩-৩ ছকে আক্রমণ হানতে চান। হাইলান্ডারদের ফরাসি উইঙ্গার রোমেইন ফিলিপাতো দুই ম্যাচেই উজ্বল। এছাড়াও ইংল্যান্ডের ম্যাট ডার্বিশায়ার, ডেনমার্কের মাইকেল জেকেবসন,স্পেনের জন গাজনাগা এবং এমানুয়েল দলের অন্যতম ভরসা। তবুও প্রথম দুই ম্যাচে জয় অধরা। এমতাবস্থায় তৃতীয় ম্যাচে কেউ যে কাউকে একফোঁটা জমি ছেড়ে দেবে না তা আর বলার অপেক্ষা রাখে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.