ETV Bharat / sports

EB-Emami meeting: লগ্নিকারীর সঙ্গে বৈঠকে ইস্টবেঙ্গল

লগ্নিকারী সংস্থা ইমামি গ্রুপের সঙ্গে বৈঠকে ইস্টবেঙ্গল (EB Emami meeting)৷ আগামী 15 দিনের মধ্যে ছবিটা স্পষ্ট হয়ে যাবে ৷

East Bengal meeting with their new investor Emami Group
লগ্নিকারীর সঙ্গে বৈঠকে ইস্টবেঙ্গল
author img

By

Published : Jun 2, 2022, 8:15 AM IST

কলকাতা, 2 জুন: অবশেষে বৈঠকে ইস্টবেঙ্গল এবং তাদের নয়া লগ্নিকারী সংস্থা ইমামি গ্রুপ (EB Emami meeting)। দুই পক্ষের আলোচনা কোন পথে এগোনো হবে, তার বিস্তারিত রূপরেখা বুঝে নেওয়ার চেষ্টায় দুই পক্ষ ।

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, ইতিবাচক আলোচনায় তারা খুশি । আগামী পনেরো দিনের মধ্যে দুই পক্ষের অংশীদারিত্বের ছবি স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী 25 মে ইস্টবেঙ্গলের নতুন স্পনসর হিসেবে ইমামি গ্রুপের নাম ঘোষণার সাতদিন পরে মুখোমুখি দুই পক্ষ । নয় জুন দলবদলের প্রথম পর্ব খুলছে । তার আগে দলের বিনিয়োগকারীর নাম ঘোষণা হলেও আলোচনার গন্ধ না পাওয়াতেই যাবতীয় জল্পনার সৃষ্টি হয়েছিল ।

ইমামি গ্রুপের কর্ণধার বিষয়টি নিয়ে পরিস্কার ছবি বুঝতে না পারার কথাতে রহস্য আরও বাড়ছিল । এই অবস্থায় বুধ সন্ধ্যার এই দ্বিপাক্ষিক বৈঠক কোনও সন্দেহ নেই লাল হলুদ জনতাকে আশ্বস্ত করবে । নতুন লগ্নিকারী সংস্থার কর্ণধার ইতিমধ্যেই বলেছেন, শক্তিশালী দলগঠন তাঁদের পাখির চোখ ।

আরও পড়ুন: EB-Emami Deal : চুক্তি নিয়ে আগামী সপ্তাহে আলোচনায় বসবে ইস্টবেঙ্গল ও ইমামি কর্তৃপক্ষ

প্রসঙ্গত বেশ কিছু ফুটবলারের সঙ্গে লাল হলুদ কর্তারা কথা বলে রেখেছেন । গাঁটছড়ার যাবতীয় কাগজপত্রের কাজ শেষ হলে তা বাস্তবায়নের পথে এগোবে ক্লাব । তবে ছবিটা অস্পষ্ট হতে থাকা থেকে নতুন ভাবে শুরু হওয়ায় স্বস্তি ক্লাবেও । ইতিমধ্যে চুক্তির কাগজ তৈরি করা শুরু হয়ে গিয়েছে । ক্লাবও অপেক্ষায় সেই কাগজ দেখে সম্মতি দেওয়ার ব্যাপারে । কোনও সন্দেহ নেই নতুন লগ্নিকারী ঘোষণা হওয়ার পরে কী হতে চলেছে, তা নিয়ে যে ধন্দ ছিল তা এ দিনের পরে দূর হওয়া শুরু হল (East Bengal meeting with their new investor Emami Group)।

কলকাতা, 2 জুন: অবশেষে বৈঠকে ইস্টবেঙ্গল এবং তাদের নয়া লগ্নিকারী সংস্থা ইমামি গ্রুপ (EB Emami meeting)। দুই পক্ষের আলোচনা কোন পথে এগোনো হবে, তার বিস্তারিত রূপরেখা বুঝে নেওয়ার চেষ্টায় দুই পক্ষ ।

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, ইতিবাচক আলোচনায় তারা খুশি । আগামী পনেরো দিনের মধ্যে দুই পক্ষের অংশীদারিত্বের ছবি স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী 25 মে ইস্টবেঙ্গলের নতুন স্পনসর হিসেবে ইমামি গ্রুপের নাম ঘোষণার সাতদিন পরে মুখোমুখি দুই পক্ষ । নয় জুন দলবদলের প্রথম পর্ব খুলছে । তার আগে দলের বিনিয়োগকারীর নাম ঘোষণা হলেও আলোচনার গন্ধ না পাওয়াতেই যাবতীয় জল্পনার সৃষ্টি হয়েছিল ।

ইমামি গ্রুপের কর্ণধার বিষয়টি নিয়ে পরিস্কার ছবি বুঝতে না পারার কথাতে রহস্য আরও বাড়ছিল । এই অবস্থায় বুধ সন্ধ্যার এই দ্বিপাক্ষিক বৈঠক কোনও সন্দেহ নেই লাল হলুদ জনতাকে আশ্বস্ত করবে । নতুন লগ্নিকারী সংস্থার কর্ণধার ইতিমধ্যেই বলেছেন, শক্তিশালী দলগঠন তাঁদের পাখির চোখ ।

আরও পড়ুন: EB-Emami Deal : চুক্তি নিয়ে আগামী সপ্তাহে আলোচনায় বসবে ইস্টবেঙ্গল ও ইমামি কর্তৃপক্ষ

প্রসঙ্গত বেশ কিছু ফুটবলারের সঙ্গে লাল হলুদ কর্তারা কথা বলে রেখেছেন । গাঁটছড়ার যাবতীয় কাগজপত্রের কাজ শেষ হলে তা বাস্তবায়নের পথে এগোবে ক্লাব । তবে ছবিটা অস্পষ্ট হতে থাকা থেকে নতুন ভাবে শুরু হওয়ায় স্বস্তি ক্লাবেও । ইতিমধ্যে চুক্তির কাগজ তৈরি করা শুরু হয়ে গিয়েছে । ক্লাবও অপেক্ষায় সেই কাগজ দেখে সম্মতি দেওয়ার ব্যাপারে । কোনও সন্দেহ নেই নতুন লগ্নিকারী ঘোষণা হওয়ার পরে কী হতে চলেছে, তা নিয়ে যে ধন্দ ছিল তা এ দিনের পরে দূর হওয়া শুরু হল (East Bengal meeting with their new investor Emami Group)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.