ETV Bharat / sports

ISL 2022-23: প্রথমে গোল করেও হারের যন্ত্রণায় ইস্টবেঙ্গল

author img

By

Published : Jan 13, 2023, 10:56 PM IST

জামশেদপুর এফসির বিরুদ্ধে নেমে যুবভারতীতে হার ইস্টবেঙ্গলের (East Bengal VS Jamshedpur FC) ৷ কাকে দুষলেন লাল হলুদ কোচ ?

Etv Bharat
ইস্টবেঙ্গল

কলকাতা, 13 জানুয়ারি: তিনি চললে ইস্টবেঙ্গল চলে । আটকে গেলে ইস্টবেঙ্গল অন্ধকার দেখে । শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের একমাত্র গোলদাতা ক্লেটন সিলভা নামের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ৷ আইএসএলে তাঁর দল 12 পয়েন্ট নিয়ে নয় নম্বরে (ISL 2022-23) । ক্লেটন সিলভাও নয় গোল করে সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়ে । অ্যাওয়ে ম্যাচে জয় পেলেও ঘরের মাঠে হারের ধারাবাহিকতা অব্যাহত লাল হলুদের । জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচের ফল 2-1 । ইস্টবেঙ্গলের হয়ে 12 মিনিটে গোল করেন ক্লেটন সিলভার । 61 মিনিটে জামশেদপুর সমতায় ফেরে পরিবর্ত হিসেবে মাঠে নামা হ্যারিসন হিকি সয়ারের । জয়ের গোল এল 83 মিনিটে । জার্মানপ্রিত সিংয়ের সেন্টার থেকে জামশেদপুরের জয়সূচক গোল করেন ঋত্বিক দাসের ।
ওড়িশার কাছে 3-1 গোলে পরাজিত হওয়ার পরে ঘরের মাঠে ইস্পাতনগরীর দলের বিরুদ্ধে নেমেছিল স্টিফেন কনস্ট্যান্টাইনের ছেলেরা । প্রথম ছ'য়ে জায়গা পাওয়ার আশা খাতায় কলমে বাঁচিয়ে রাখতে জয় ছিল জরুরি । কিন্তু সেটাও অস্তাচলে । বাকি ম্যাচ শুধুই নিয়মরক্ষার । এরপরের 12 মিনিটে এগিয়ে যাওয়ার পরে পুরো দলটাই বিক্ষিপ্তভাবে ম্যাচের নিয়ন্ত্রক । বিরতির আগে কিছুটা চেষ্টা ছিল নিয়ন্ত্রণে দ্বিতীয়ার্ধে ছবি শুধুই আত্মসমর্পণের । পুরো আইএসএলের দ্বিতীয়ার্ধে 19টা গোল হজম করেছে ইস্টবেঙ্গল । হাজার ছয়েক দর্শক মাঠে এসেছিলেন । তাদের ভালোবাসার মূল্য লাল হলুদ ফুটবলারদের পারফরম্যান্সে নেই । অন্তত লড়াকু মনোভাবও নেই ।

আরও পড়ুন : স্পেনকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হরমনপ্রীতদের

দুই বাঙালি ফুটবলার ঋত্বিক দাস এবং প্রণয় হালদার ইস্টবেঙ্গলের জয়ের আশায় কাঁটা ছড়ালেন । মাঝ মাঠে লাল হলুদ আক্রমণ ধ্বংস করার কাজটি করলেন প্রণয় । উইংয়ে ঋত্বিক জামশেদপুরের হয়ে ফুল ফোটালেন । গোল করেও কাজ শেষ করেননি, গোলের আক্রমণ সাজালেনও তিনি । স্বাভাবিকভাবেই তাঁর প্রশংসা জামশেদপুর কোচের মুখে । অন্যদিকে স্টিফেন কনস্ট্যান্টাইনের মুখে শুধুই হতাশা । হারের কারণ হিসেবে ব্যক্তিগত ভুলের কথা বলেছেন এবং সেটা যে ক্রমাগত হয়েই চলেছে তা মানছেন । ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে ঢুকে পড়ার সুযোগ রয়েছে বলে মনে করেন । তবে তারজন্য বাকি সাতটি ম্যাচে সাফল্য চাই ।

কিন্তু লাল হলুদ কেবলমাত্র ক্লেটন সিলভার ওপর নির্ভরশীল । বাকিরা মাঠে নামেন শুধু । যদিও কোচ বলছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার বেশি দায়িত্ব সামলাচ্ছেন ঠিকই । তবে দল ওয়ান ম্যান আর্মি নয় । নবাগত জ্যাক জার্ভিসকে না পাওয়ার আক্ষেপ তাঁর গলায় । লাল হলুদ কোচ বলছেন, প্রশাসনিক ত্রুটি না হলে নবাগত বিদেশি ফুটবলারটি শুক্রবার নামতেন । এখন অপেক্ষা ওমিদ সিং জট কবে কাটে । কর্তারা বলছেন আগামী তিন দিনে সমস্যা মিটবে । তারই চেষ্টা চলছে জোরকদমে । এই টানাপোড়েনে ভাঙছে লাল হলুদ জনতার হৃদয় । এদিনের ম্যাচে সবচেয়ে কম সংখ্যক দর্শক মাঠে । লাল হলুদ কোচ দলের পারফরম্যান্সের জন্য ক্ষমা চাইলেন । আগামী সাতটি ম্যাচে ভালো খেলার আশ্বাস দিচ্ছেন । আগামী শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিপক্ষ হায়দরাবাদ । দেখা যাক সেই ম্যাচে কী হয় ৷

আরও পড়ুন : ফিফার বর্ষসেরা ফুটবলারের মনোনয়নে মেসি ও এমবাপে

কলকাতা, 13 জানুয়ারি: তিনি চললে ইস্টবেঙ্গল চলে । আটকে গেলে ইস্টবেঙ্গল অন্ধকার দেখে । শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের একমাত্র গোলদাতা ক্লেটন সিলভা নামের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ৷ আইএসএলে তাঁর দল 12 পয়েন্ট নিয়ে নয় নম্বরে (ISL 2022-23) । ক্লেটন সিলভাও নয় গোল করে সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়ে । অ্যাওয়ে ম্যাচে জয় পেলেও ঘরের মাঠে হারের ধারাবাহিকতা অব্যাহত লাল হলুদের । জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচের ফল 2-1 । ইস্টবেঙ্গলের হয়ে 12 মিনিটে গোল করেন ক্লেটন সিলভার । 61 মিনিটে জামশেদপুর সমতায় ফেরে পরিবর্ত হিসেবে মাঠে নামা হ্যারিসন হিকি সয়ারের । জয়ের গোল এল 83 মিনিটে । জার্মানপ্রিত সিংয়ের সেন্টার থেকে জামশেদপুরের জয়সূচক গোল করেন ঋত্বিক দাসের ।
ওড়িশার কাছে 3-1 গোলে পরাজিত হওয়ার পরে ঘরের মাঠে ইস্পাতনগরীর দলের বিরুদ্ধে নেমেছিল স্টিফেন কনস্ট্যান্টাইনের ছেলেরা । প্রথম ছ'য়ে জায়গা পাওয়ার আশা খাতায় কলমে বাঁচিয়ে রাখতে জয় ছিল জরুরি । কিন্তু সেটাও অস্তাচলে । বাকি ম্যাচ শুধুই নিয়মরক্ষার । এরপরের 12 মিনিটে এগিয়ে যাওয়ার পরে পুরো দলটাই বিক্ষিপ্তভাবে ম্যাচের নিয়ন্ত্রক । বিরতির আগে কিছুটা চেষ্টা ছিল নিয়ন্ত্রণে দ্বিতীয়ার্ধে ছবি শুধুই আত্মসমর্পণের । পুরো আইএসএলের দ্বিতীয়ার্ধে 19টা গোল হজম করেছে ইস্টবেঙ্গল । হাজার ছয়েক দর্শক মাঠে এসেছিলেন । তাদের ভালোবাসার মূল্য লাল হলুদ ফুটবলারদের পারফরম্যান্সে নেই । অন্তত লড়াকু মনোভাবও নেই ।

আরও পড়ুন : স্পেনকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হরমনপ্রীতদের

দুই বাঙালি ফুটবলার ঋত্বিক দাস এবং প্রণয় হালদার ইস্টবেঙ্গলের জয়ের আশায় কাঁটা ছড়ালেন । মাঝ মাঠে লাল হলুদ আক্রমণ ধ্বংস করার কাজটি করলেন প্রণয় । উইংয়ে ঋত্বিক জামশেদপুরের হয়ে ফুল ফোটালেন । গোল করেও কাজ শেষ করেননি, গোলের আক্রমণ সাজালেনও তিনি । স্বাভাবিকভাবেই তাঁর প্রশংসা জামশেদপুর কোচের মুখে । অন্যদিকে স্টিফেন কনস্ট্যান্টাইনের মুখে শুধুই হতাশা । হারের কারণ হিসেবে ব্যক্তিগত ভুলের কথা বলেছেন এবং সেটা যে ক্রমাগত হয়েই চলেছে তা মানছেন । ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে ঢুকে পড়ার সুযোগ রয়েছে বলে মনে করেন । তবে তারজন্য বাকি সাতটি ম্যাচে সাফল্য চাই ।

কিন্তু লাল হলুদ কেবলমাত্র ক্লেটন সিলভার ওপর নির্ভরশীল । বাকিরা মাঠে নামেন শুধু । যদিও কোচ বলছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার বেশি দায়িত্ব সামলাচ্ছেন ঠিকই । তবে দল ওয়ান ম্যান আর্মি নয় । নবাগত জ্যাক জার্ভিসকে না পাওয়ার আক্ষেপ তাঁর গলায় । লাল হলুদ কোচ বলছেন, প্রশাসনিক ত্রুটি না হলে নবাগত বিদেশি ফুটবলারটি শুক্রবার নামতেন । এখন অপেক্ষা ওমিদ সিং জট কবে কাটে । কর্তারা বলছেন আগামী তিন দিনে সমস্যা মিটবে । তারই চেষ্টা চলছে জোরকদমে । এই টানাপোড়েনে ভাঙছে লাল হলুদ জনতার হৃদয় । এদিনের ম্যাচে সবচেয়ে কম সংখ্যক দর্শক মাঠে । লাল হলুদ কোচ দলের পারফরম্যান্সের জন্য ক্ষমা চাইলেন । আগামী সাতটি ম্যাচে ভালো খেলার আশ্বাস দিচ্ছেন । আগামী শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিপক্ষ হায়দরাবাদ । দেখা যাক সেই ম্যাচে কী হয় ৷

আরও পড়ুন : ফিফার বর্ষসেরা ফুটবলারের মনোনয়নে মেসি ও এমবাপে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.