পানাজি, 6 জানুয়ারি : আগের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আত্মঘাতী গোলে পয়েন্ট খুইয়েছে এসসি ইস্টবেঙ্গল ৷ কোচ বদলেও জয় অধরা লাল-হলুদের ৷ শুক্রবার তাদের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ৷ নিজেদের জয় নয়, প্রতিপক্ষের কাজ কঠিন করাকে পাখির চোখ করছে ইস্টবেঙ্গল।
শুক্রবার আইএসএলে অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামছে লাল-হলুদ। মানলো ডিয়াজ পরবর্তী সময়ে অর্ন্তবর্তী হেড কোচ রেনেডি সিং দলকে শুধু সামলাচ্ছেন না, দলের মধ্যে হারিয়ে যাওয়া লড়াইয়ের মনোভাব ফিরিয়ে নিয়ে এসেছেন। শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে প্রথমে গোল করে এগিয়ে যাওয়া সত্ত্বেও গোলরক্ষকের শিক্ষানবীশ মার্কা ভুলে দুই পয়েন্ট ফেলে মাঠে রেখে আসতে হয়েছে লাল-হলুকদের ৷ তবে দলের লড়াইয়ের খিদে দেখে ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন রেনেডি।
ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে লাল-হলুদ কোচ বলেন, "হায়দরাবাদ এফসি ম্যাচে যে ধরনের ফুটবল খেলেছিলাম তা থেকেই ফুটবলাররা বুঝতে পেরেছিল তারাও ঘুরে দাঁড়াতে পারে। আগের ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ফুটবলাররা যেভাবে লড়াই করেছে তা প্রশংসনীয়। আমি খুশি ওদের পারফরম্যান্স দেখে। আমরা বাকি খামতিগুলো শুধরে নেওয়ার জন্য চেষ্টা করছি।" প্রতিপক্ষ মুম্বই এফসিকে নিয়ে সমীহর সুর থাকলেও পিছিয়ে থাকার রেশ নেই লাল-হলুদ কোচের গলায়। তিনি বলেন, "দল হিসেবে মুম্বই সিটি এফসি যথেষ্ট শক্তিশালী। তাদের আক্রমণভাগ অন্যতম সেরা। গ্রেট টিম। আমরা ওদের কাজটা কঠিন করতে চাই। আমরা যদি ওদের খেলতে দিয়ে থাকি তাহলে ওরা আমাদের পিষে দিয়ে যাবে। তাই আমাদের দল হিসেবে খেলতে হবে। সবাইকে সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে। আক্রমণ এবং রক্ষণের ভারসাম্য রাখতে হবে। এক বা দু'জন বিদেশি নিয়ে খেলছি একথা মাথায় রাখার চেয়ে সবাইকে একশো শতাংশ দেওয়ার কথা বলব ৷"
আরও পড়ুন : আত্মঘাতী গোল ফের তিন পয়েন্ট মাঠেই ফেলে এল লাল-হলুদ
আঙ্গুলো, মোর্তাজা ও বিপিন সিং মুম্বই এফসি-র দুরন্ত পারফরম্যান্সের চাবিকাঠি ৷ তবে প্রতিপক্ষের শক্তি দুর্বলতা নিয়ে চিন্তার চেয়ে নিজেরা কী করতে পারেন, তা নিয়ে টিম মিটিংয়ে জোর দেওয়া হয়েছে । রেনেডি বিশ্বাস করেন, নিজেদের কাজ ঠিকভাবে করতে পারলে প্রতিপক্ষের কাজ কঠিন হবেই। চোট আঘাতের পাশাপাশি কার্ড সমস্যা লাল-হলুদ শিবিরে। পেরোসোভিচ কার্ডের শাস্তিতে এই ম্যাচ খেলতে পারবেন না। রেনেডি মানছেন, পরপর কম সংখ্যক বিদেশি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দেওয়া সহজ নয়। সেই কারণেই শেষ দু‘টো ম্যাচে ভারতীয় ফুটবলারদের নিয়েই লড়াই করতে হয়েছে ৷ টমিস্লাভ চোটের কারণে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে। তবে সমস্যা থাকলেও দলের লড়াকু মানসিকতা থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন রেনেডির । তাই একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছেন।