ETV Bharat / sports

East Bengal: কুয়াদ্রাতের ডেপুটি হয়তো রেনেডি, ওড়িশা থেকে ইস্টবেঙ্গলের পথে নন্দকুমার

সব ঠিকঠাক থাকলে কার্লোস কুয়াদ্রাতের সহকারী হিসেবে লাল-হলুদের ডাগআউটে ফিরছেন রেনেডি সিং ৷ অন্যদিকে কোচ ঘোষণার পরপরই ওড়িশা থেকে গত মরশুমে দুরন্ত পারফর্ম করা নন্দকুমারকে নিশ্চিত করে ফেলল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব ৷

Etv Bharat
ওড়িশা থেকে ইস্টবেঙ্গলের পথে নন্দকুমার
author img

By

Published : Apr 26, 2023, 1:42 PM IST

কলকাতা, 26 এপ্রিল: দীর্ঘ জল্পনার পর কার্লোস কুয়াদ্রাতকে মঙ্গলবার নয়া হেড কোচ হিসেবে নিয়োগ করেছে ইস্টবেঙ্গল ৷ সার্জিও লোবেরা না-এলেও আইএসএল জয়ী প্রাক্তন কোচকে হটসিটে পেয়ে খুশি অনুরাগীরা ৷ আর কোচ নিয়োগের সঙ্গে সঙ্গে আটকে থাকা দলঠনও গতি পেল লাল-হলুদে ৷ কোচ নিয়োগের কয়েকঘণ্টার মধ্যেই ওড়িশা এফসি এবং চেন্নাইয়িন এফসি'র থেকে দুই ফুটবলারকে ছিনিয়ে নিল তারা ৷

কুয়াদ্রাত তাঁর পছন্দের ফুটবলারদের তালিকা পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যে ৷ তারই ফলশ্রুতি হিসেবে নন্দকুমার এবং এডুইন ভন্সপালের লাল-হলুদে আগমণ ৷ অফিসিয়াল ঘোষণা না-এলেও এই দুই ভারতীয় ফুটবলার আগামী মরশুমে যে লাল-হলুদ জার্সি গায়ে চাপাচ্ছেন, সেটা একপ্রকার নিশ্চিত ৷ দু'জনকেই দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল। এর মধ্যে ফেলে আসা মরশুমে দিয়েগো মৌরিসিওর পাশে নন্দকুমারের পারফরম্যান্স দেখে আশান্বিত হতেই পারেন সমর্থকেরা ৷ অনেকে আবার দলবদলের বাজারে এটিকে লাল-হলুদের 'মাস্টারস্ট্রোক'ও বলছেন ৷ গত মরশুমে স্কোয়াডে থাকা নাওরেম মহেশ সিং, সুহের ভিপি, কমলজিৎ সিংয়ের মত একাধিক ফুটবলারের সঙ্গে দীর্ঘ চুক্তি রয়েছে দলের। বিদেশিদের মধ্যে ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তি বর্ধিত করেছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: লোবেরাকে না-পেলেও আরেক আইএসএল জয়ীকেই হটসিটে বসাল লাল-হলুদ

কিন্তু গোলের জন্য শুধুমাত্র ব্রাজিলিয়ান স্ট্রাইকারের ওপর নির্ভর করতে রাজি নয়। তাই আরও এক ভালোমানের বিদেশি স্ট্রাইকারের খোঁজ রয়েছে কুয়াদ্রাতের তালিকায়। ইভান গঞ্জালেসকে নতুন মরশুমে লাল-হলুদ জার্সিতে দেখা যাবে কি না, তা নিশ্চিত নয়। যদিও ইভানের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে। ভারতীয় ফুটবলারদের দলে নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল ট্রান্সফার-ফি দিতে রাজি তা। আপাতত নয়া কোচের তালিকা মেনে নতুন ফুটবলার অন্তর্ভুক্ত করতে মরিয়া রিক্রুটাররা। বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর রিলিজ করে দেওয়া ফুটবলারদের উপরেও নজর রাখা হচ্ছে।

কোচ হয়ে কুয়াদ্রাত জানিয়েছেন, ভারতে ফিরে আসতে পেরে তিনি খুশি। ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যবাহী ক্লাব সম্পর্কেও অবহিত। লাল-হলুদ সমর্থকদের খুশি উপহার দেওয়াই তাঁর লক্ষ্য। চারজন সহকারীকে এদেশে নিয়ে আসছেন কুয়াদ্রাত। তবে সহকারী কোচ হিসেবে ফের রেনেডি সিং'য়ের প্রত্যাবর্তনের সম্ভাবনা ইস্টবেঙ্গলে। প্রাক্তন ভারত অধিনায়ক এর আগে রবি ফাওলারের সহকারী হিসেবে কাজ করেছিলেন ইস্টবেঙ্গলে। কুয়াদ্রাতের সঙ্গেও তাঁকেই জুড়ে দেওয়া হচ্ছে বলে খবর ৷

কলকাতা, 26 এপ্রিল: দীর্ঘ জল্পনার পর কার্লোস কুয়াদ্রাতকে মঙ্গলবার নয়া হেড কোচ হিসেবে নিয়োগ করেছে ইস্টবেঙ্গল ৷ সার্জিও লোবেরা না-এলেও আইএসএল জয়ী প্রাক্তন কোচকে হটসিটে পেয়ে খুশি অনুরাগীরা ৷ আর কোচ নিয়োগের সঙ্গে সঙ্গে আটকে থাকা দলঠনও গতি পেল লাল-হলুদে ৷ কোচ নিয়োগের কয়েকঘণ্টার মধ্যেই ওড়িশা এফসি এবং চেন্নাইয়িন এফসি'র থেকে দুই ফুটবলারকে ছিনিয়ে নিল তারা ৷

কুয়াদ্রাত তাঁর পছন্দের ফুটবলারদের তালিকা পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যে ৷ তারই ফলশ্রুতি হিসেবে নন্দকুমার এবং এডুইন ভন্সপালের লাল-হলুদে আগমণ ৷ অফিসিয়াল ঘোষণা না-এলেও এই দুই ভারতীয় ফুটবলার আগামী মরশুমে যে লাল-হলুদ জার্সি গায়ে চাপাচ্ছেন, সেটা একপ্রকার নিশ্চিত ৷ দু'জনকেই দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল। এর মধ্যে ফেলে আসা মরশুমে দিয়েগো মৌরিসিওর পাশে নন্দকুমারের পারফরম্যান্স দেখে আশান্বিত হতেই পারেন সমর্থকেরা ৷ অনেকে আবার দলবদলের বাজারে এটিকে লাল-হলুদের 'মাস্টারস্ট্রোক'ও বলছেন ৷ গত মরশুমে স্কোয়াডে থাকা নাওরেম মহেশ সিং, সুহের ভিপি, কমলজিৎ সিংয়ের মত একাধিক ফুটবলারের সঙ্গে দীর্ঘ চুক্তি রয়েছে দলের। বিদেশিদের মধ্যে ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তি বর্ধিত করেছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: লোবেরাকে না-পেলেও আরেক আইএসএল জয়ীকেই হটসিটে বসাল লাল-হলুদ

কিন্তু গোলের জন্য শুধুমাত্র ব্রাজিলিয়ান স্ট্রাইকারের ওপর নির্ভর করতে রাজি নয়। তাই আরও এক ভালোমানের বিদেশি স্ট্রাইকারের খোঁজ রয়েছে কুয়াদ্রাতের তালিকায়। ইভান গঞ্জালেসকে নতুন মরশুমে লাল-হলুদ জার্সিতে দেখা যাবে কি না, তা নিশ্চিত নয়। যদিও ইভানের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে। ভারতীয় ফুটবলারদের দলে নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল ট্রান্সফার-ফি দিতে রাজি তা। আপাতত নয়া কোচের তালিকা মেনে নতুন ফুটবলার অন্তর্ভুক্ত করতে মরিয়া রিক্রুটাররা। বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর রিলিজ করে দেওয়া ফুটবলারদের উপরেও নজর রাখা হচ্ছে।

কোচ হয়ে কুয়াদ্রাত জানিয়েছেন, ভারতে ফিরে আসতে পেরে তিনি খুশি। ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যবাহী ক্লাব সম্পর্কেও অবহিত। লাল-হলুদ সমর্থকদের খুশি উপহার দেওয়াই তাঁর লক্ষ্য। চারজন সহকারীকে এদেশে নিয়ে আসছেন কুয়াদ্রাত। তবে সহকারী কোচ হিসেবে ফের রেনেডি সিং'য়ের প্রত্যাবর্তনের সম্ভাবনা ইস্টবেঙ্গলে। প্রাক্তন ভারত অধিনায়ক এর আগে রবি ফাওলারের সহকারী হিসেবে কাজ করেছিলেন ইস্টবেঙ্গলে। কুয়াদ্রাতের সঙ্গেও তাঁকেই জুড়ে দেওয়া হচ্ছে বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.