ETV Bharat / sports

কুলদাকান্ত শিল্ড খেলতে রায়গঞ্জ যাচ্ছে ইস্টবেঙ্গল - কলকাতা লিগ

East Bengal to Play Kuladakanta Shield: কুলদাকান্ত শিল্ডে অংশ নেবে ইস্টবেঙ্গল ক্লাব ৷ 50 বছর পর ফের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে লাল-হলুদ ক্লাব ৷ আগামী 21 ডিসেম্বর সেমিফাইনাল ম্যাচে থেকে খেলবে কলকাতা ময়দানের এই দল ৷

ETV BAHART
ETV BAHART
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 8:14 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর: ইস্টবেঙ্গল ক্লাব ইন্ডিপেন্ডস কাপ ইতিমধ্যেই খেলেছে ৷ এবার কুলদাকান্ত শিল্ড খেলতে রায়গঞ্জ যাচ্ছে লাল-হলুদ ৷ স্মৃতির পাতায় থাকা এই টুর্নামেন্ট ফের আয়োজিত হতে চলেছে উত্তরবঙ্গে ৷ সেই টুর্নামেন্টে খেলবে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব ৷ কিন্তু, আইএসএল চলাকালীন কুলদাকান্ত শিল্ড খেলবে কী করে ? ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দল অর্থাৎ, ক্লেটন সিলভা, মহেশ নাওরেম সিংরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না ৷ কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের যে রিজার্ভ দলটি খেলেছিল, তাদের নিয়ে গঠিত দলই রায়গঞ্জে খেলতে যাবে ৷

ওই দলের পিভি বিষ্ণু, আমন সিকে, আদিত্য পাত্র, অতুল উন্নিকৃষ্ণনরা যেহেতু আইএসএল দলে রয়েছেন, তাই তাঁরা রায়গঞ্জে খেলতে যাচ্ছেন না ৷ কলকাতা লিগের 25 জনের দলের বাকিরা কুলদাকান্ত শিল্ডে খেলতে যাচ্ছেন ৷ এই ফুটবল প্রতিযোগিতার আয়োজক রায়গঞ্জ টাউন ক্লাব ৷ 90 বছরের পুরনো এই টুর্নামেন্টে এর আগেও কলকাতার ফুটবল ক্লাব খেলে গিয়েছে ৷ সাতের দশকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিংও খেলেছিল এই প্রতিযোগিতায় ৷

টাউন ক্লাবের সচিব অরিজিৎ ঘোষ বলেছেন, “এই বছর কুলদাকান্ত শিল্ডের 90 বছর ৷ আমরা জাঁকজমকভাবে করতে চেয়েছি ৷ অনেকদিন ধরে কথাবার্তার পরে ইস্টবেঙ্গলের সম্মতি মিলিছে ৷ 14 ডিসেম্বর থেকে আট দলের এই প্রতিযোগিতা শুরু হবে ৷ মূল টুর্নামেন্টের খেলা 17 সেপ্টেম্বর থেকে শুরু হবে ৷ ইস্টবেঙ্গল 21 ডিসেম্বর সেমিফাইনাল থেকে খেলবে ৷ তাদের অংশগ্রহণে এখানে সাড়া পড়ে গিয়েছে ৷” ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল দলের বাইরে থাকা ফুটবলারদের প্রতিযোগিতামূলক ফুটবলে রাখার পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত ৷

গতবছর এইরকম ভাবনা থেকেই এমএলএ কাপে অংশ নিয়েছিল ইস্টবেঙ্গলের রিজার্ভ দল ৷ ইস্টবেঙ্গল ক্লাবের সহ-সচিব রূপক সাহা বলেন, “ফুটবলাররা খেলার মধ্যে থাকবে এখানে অন্যায় তো নেই ৷ আমরা ফুটবলের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছি ৷ ওখানে আমাদের প্রচুর সমর্থক রয়েছে ৷ উত্তরবঙ্গে যখন আমরা গিয়েছিলাম তখন এই প্রস্তাব এসেছিল ৷ এবার সেখানে খেলতে যাচ্ছে ক্লাব ৷ ভালোই তো ৷” গত কয়েকবছরে ইউনাইটেড স্পোর্টস, খিদিরপুর, জর্জ টেলিগ্রাফের মতো কলকাতা ময়দানের দল এই প্রতিযোগিতায় খেলেছে ৷

প্রায় পঞ্চাশ বছর আগে শেষবার ইস্টবেঙ্গল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৷ রায়গঞ্জে ফুটবলের উন্মাদনা ধরে রাখতে ইস্টবেঙ্গলকে আমন্ত্রণ জানানোর পেছনে প্রাক্তন ফুটবলার দীপক মণ্ডলের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে ৷ রায়গঞ্জে তিনি একটি অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ৷ রায়গঞ্জের ফুটবল উন্মাদনায় ইস্টবেঙ্গলের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করেন তিনি ৷ এদিকে ইন্ডিয়া উইমেন্স লিগে জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গলের মহিলা দল ৷ তারা স্পোর্টস ওড়িশাকে 2-0 গোলে হারিয়েছে ৷ লাল-হলুদ মহিলা দলের দুই গোলদাতা শিবানী এবং মার্গারেট ৷

আরও পড়ুন:

  1. পাঁচ গোলে জয়ের রেশ ধরে রাখতে ব্যর্থ লাল হলুদ, পঞ্জাবের অভেদ্য চক্রব্যুহে দিশাহারা ইস্টবেঙ্গল
  2. 'ফুটবলের জন্যই আমার সবকিছু, এবার ফিরিয়ে দেওয়ার পালা': সুব্রত পাল
  3. এক সপ্তাহের মধ্যে দু'টো জয় তুলে নেওয়া সহজ নয়: কুয়াদ্রাত

কলকাতা, 10 ডিসেম্বর: ইস্টবেঙ্গল ক্লাব ইন্ডিপেন্ডস কাপ ইতিমধ্যেই খেলেছে ৷ এবার কুলদাকান্ত শিল্ড খেলতে রায়গঞ্জ যাচ্ছে লাল-হলুদ ৷ স্মৃতির পাতায় থাকা এই টুর্নামেন্ট ফের আয়োজিত হতে চলেছে উত্তরবঙ্গে ৷ সেই টুর্নামেন্টে খেলবে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব ৷ কিন্তু, আইএসএল চলাকালীন কুলদাকান্ত শিল্ড খেলবে কী করে ? ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দল অর্থাৎ, ক্লেটন সিলভা, মহেশ নাওরেম সিংরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না ৷ কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের যে রিজার্ভ দলটি খেলেছিল, তাদের নিয়ে গঠিত দলই রায়গঞ্জে খেলতে যাবে ৷

ওই দলের পিভি বিষ্ণু, আমন সিকে, আদিত্য পাত্র, অতুল উন্নিকৃষ্ণনরা যেহেতু আইএসএল দলে রয়েছেন, তাই তাঁরা রায়গঞ্জে খেলতে যাচ্ছেন না ৷ কলকাতা লিগের 25 জনের দলের বাকিরা কুলদাকান্ত শিল্ডে খেলতে যাচ্ছেন ৷ এই ফুটবল প্রতিযোগিতার আয়োজক রায়গঞ্জ টাউন ক্লাব ৷ 90 বছরের পুরনো এই টুর্নামেন্টে এর আগেও কলকাতার ফুটবল ক্লাব খেলে গিয়েছে ৷ সাতের দশকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিংও খেলেছিল এই প্রতিযোগিতায় ৷

টাউন ক্লাবের সচিব অরিজিৎ ঘোষ বলেছেন, “এই বছর কুলদাকান্ত শিল্ডের 90 বছর ৷ আমরা জাঁকজমকভাবে করতে চেয়েছি ৷ অনেকদিন ধরে কথাবার্তার পরে ইস্টবেঙ্গলের সম্মতি মিলিছে ৷ 14 ডিসেম্বর থেকে আট দলের এই প্রতিযোগিতা শুরু হবে ৷ মূল টুর্নামেন্টের খেলা 17 সেপ্টেম্বর থেকে শুরু হবে ৷ ইস্টবেঙ্গল 21 ডিসেম্বর সেমিফাইনাল থেকে খেলবে ৷ তাদের অংশগ্রহণে এখানে সাড়া পড়ে গিয়েছে ৷” ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল দলের বাইরে থাকা ফুটবলারদের প্রতিযোগিতামূলক ফুটবলে রাখার পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত ৷

গতবছর এইরকম ভাবনা থেকেই এমএলএ কাপে অংশ নিয়েছিল ইস্টবেঙ্গলের রিজার্ভ দল ৷ ইস্টবেঙ্গল ক্লাবের সহ-সচিব রূপক সাহা বলেন, “ফুটবলাররা খেলার মধ্যে থাকবে এখানে অন্যায় তো নেই ৷ আমরা ফুটবলের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছি ৷ ওখানে আমাদের প্রচুর সমর্থক রয়েছে ৷ উত্তরবঙ্গে যখন আমরা গিয়েছিলাম তখন এই প্রস্তাব এসেছিল ৷ এবার সেখানে খেলতে যাচ্ছে ক্লাব ৷ ভালোই তো ৷” গত কয়েকবছরে ইউনাইটেড স্পোর্টস, খিদিরপুর, জর্জ টেলিগ্রাফের মতো কলকাতা ময়দানের দল এই প্রতিযোগিতায় খেলেছে ৷

প্রায় পঞ্চাশ বছর আগে শেষবার ইস্টবেঙ্গল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৷ রায়গঞ্জে ফুটবলের উন্মাদনা ধরে রাখতে ইস্টবেঙ্গলকে আমন্ত্রণ জানানোর পেছনে প্রাক্তন ফুটবলার দীপক মণ্ডলের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে ৷ রায়গঞ্জে তিনি একটি অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ৷ রায়গঞ্জের ফুটবল উন্মাদনায় ইস্টবেঙ্গলের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করেন তিনি ৷ এদিকে ইন্ডিয়া উইমেন্স লিগে জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গলের মহিলা দল ৷ তারা স্পোর্টস ওড়িশাকে 2-0 গোলে হারিয়েছে ৷ লাল-হলুদ মহিলা দলের দুই গোলদাতা শিবানী এবং মার্গারেট ৷

আরও পড়ুন:

  1. পাঁচ গোলে জয়ের রেশ ধরে রাখতে ব্যর্থ লাল হলুদ, পঞ্জাবের অভেদ্য চক্রব্যুহে দিশাহারা ইস্টবেঙ্গল
  2. 'ফুটবলের জন্যই আমার সবকিছু, এবার ফিরিয়ে দেওয়ার পালা': সুব্রত পাল
  3. এক সপ্তাহের মধ্যে দু'টো জয় তুলে নেওয়া সহজ নয়: কুয়াদ্রাত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.