ETV Bharat / sports

Durand Cup 2023: ডার্বি জয় অতীত, পঞ্জাবের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াই ইস্টবেঙ্গলের - আইএসএলে উন্নত হওয়া আই লিগ

কিশোরভারতী স্টেডিয়ামে সদ্য আইএসএলে উন্নত হওয়া আই লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড ৷

Durand Cup News
ডার্বি জয় অতীত পঞ্জাবের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াই
author img

By

Published : Aug 15, 2023, 11:04 PM IST

কলকাতা, 15 অগস্ট: ডুরান্ডে ডার্বির জয়ের আনন্দ অতীত । এখন ইস্টবেঙ্গলের পাখির চোখ ডুরান্ড কাপের পঞ্জাব এফসি ম্যাচ । বুধবার কিশোরভারতী স্টেডিয়ামে সদ্য আইএসএলে উন্নত হওয়া আই লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড । ডুরান্ড কাপের শেষ আটে পৌঁছতে জয় ছাড়া অন্য পথ খোলা নেই কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের সামনে ।

ডার্বি জয়ের দিনই বলেছিলেন প্রাক-মরশুম প্রস্তুতি চলছে । দলকে তৈরি হওয়ার সময় দিতে হবে । তাই ডার্বি জয়ের আনন্দ সমর্থকদের খুশি করলেও তারা সামনে তাকাতে চান । আপাতত পঞ্জাব ম্যাচই পাখির চোখ । মাঝের দু'দিন এবং রিকভারি চললেও মঙ্গলবার প্রফেসর কুয়াদ্রাতের ক্লাসে কড়া অনুশীলন চলল । ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা তিনদিন আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন । প্র্যাকটিসও করেছেন জোর কদমে । প্রাথমিক দেখায় তাঁকে ফিট বলে মনে হয়েছে । তবে লাল-হলুদ হেডস্যার কুয়াদ্রাত তাঁর দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে সময় নিয়ে গড়তে চান ৷

কিশোরভারতীতে পঞ্জাব এফসির বিরুদ্ধে তিনি প্রথম একাদশে না-থাকলেও পরিবর্তন হিসেবে আসতে পারেন । ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডারও । ডার্বির যে একাদশ খেলেছিল তা বুধবারের সন্ধ্যায় বদল হওয়ার সম্ভাবনা কম । ইতিমধ্যে প্রতিপক্ষের খেলা দেখেছেন কুয়াদ্রাত । তিনি বলেছেন, "ডার্বি জয় আমাদের কাছে অতীত । আমাদের চোখ এখন পঞ্জাব এফসি ম্যাচে । এই ম্যাচ আমাদের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই বটে । পয়েন্ট খোয়ালে আমাদের ছিটকে যেতে হবে । আমরা ইতিমধ্যে ভুলগুলো নিয়ে কাঁটাছেড়া করেছি । সেইমত শুধরানোর কাজও করা হয়েছে । ইতিমধ্যে ক্লেইটন সিলভা এবং জোসে পেড্রো দলের সঙ্গে যোগ দিয়েছে । যা আমাদের বাড়তি শক্তি জোগাবে ।"

আরও পড়ুন: গিল-যশস্বীর ঝোড়ো ব্যাটিং! ক্যারিবিয়ানদের 9 উইকেটে হারিয়ে সিরিজে সমতা ভারতের

আরও বলেন, "শনিবার সমর্থকদের সামনে ডার্বি জিতে আমি আপ্লুত । যে ধরনের সমর্থন আমাদের ওরা করেছেন তা অবিশ্বাস্য । আমাদের ছেলেরা বাড়তি অনুপ্রাণিত সমর্থকদের এই সমর্থনের জন্য ।" ডার্বিতে ডিফেন্স শক্তপোক্ত করে আক্রমনে যাওয়ার নির্দেশ ফুটবলারদের দিয়েছিলেন লাল হলুদ কোচ । বুধবারের ম্যাচেও একই নীতিতে দল সাজাচ্ছেন । বিশেষ করে পঞ্জাবের বিদেশি স্ট্রাইকার লুকাকে বাড়তি নজরে রাখতে চান । কারণ মোহনবাগানের বিরুদ্ধে দু'বার গোল মুখ খুলে ফেলেছিলেন পঞ্জাবের এই বিদেশি স্ট্রাইকার । বার এবং বিশাল কাইথের দুরন্ত সেভ প্রতিবন্ধক না-হলে পঞ্জাব খালি হাতে ফিরত না ।

এছাড়াও দলে রয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তনী জুয়ান মেরা । তাঁর বুদ্ধিদীপ্ত স্কিল নির্ভর ফুটবল যেকোনও রক্ষণের কাছেই আতঙ্ক হতে পারে । তাই জোনাল মার্কিংয়ে প্রতিপক্ষর সাপ্লাই লাইন কাটতে চান কুয়াদ্রাত । কারণ তিনি জানেন কিশোরভারতীতে পুরো পয়েন্ট না পেলে ডার্বির সাফল্য যেমন বেশিদিন কলকে পাবে না, তেমনই ব্যর্থতার অন্ধকার কেটে যাওয়ার দিশা মিলবে না । তাই পুরো তিন পয়েন্ট নিয়ে শেষ আটে যাওয়া নিশ্চিত করাই লক্ষ্য । সেকেন্ড বেস্ট দল হয়ে যেতে চান না কুয়াদ্রাত ।

আরও পড়ুন: কষ্টার্জিত জয়ে প্রিমিয়র লিগ অভিযান শুরু ম্যান ইউ'য়ের

কলকাতা, 15 অগস্ট: ডুরান্ডে ডার্বির জয়ের আনন্দ অতীত । এখন ইস্টবেঙ্গলের পাখির চোখ ডুরান্ড কাপের পঞ্জাব এফসি ম্যাচ । বুধবার কিশোরভারতী স্টেডিয়ামে সদ্য আইএসএলে উন্নত হওয়া আই লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড । ডুরান্ড কাপের শেষ আটে পৌঁছতে জয় ছাড়া অন্য পথ খোলা নেই কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের সামনে ।

ডার্বি জয়ের দিনই বলেছিলেন প্রাক-মরশুম প্রস্তুতি চলছে । দলকে তৈরি হওয়ার সময় দিতে হবে । তাই ডার্বি জয়ের আনন্দ সমর্থকদের খুশি করলেও তারা সামনে তাকাতে চান । আপাতত পঞ্জাব ম্যাচই পাখির চোখ । মাঝের দু'দিন এবং রিকভারি চললেও মঙ্গলবার প্রফেসর কুয়াদ্রাতের ক্লাসে কড়া অনুশীলন চলল । ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা তিনদিন আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন । প্র্যাকটিসও করেছেন জোর কদমে । প্রাথমিক দেখায় তাঁকে ফিট বলে মনে হয়েছে । তবে লাল-হলুদ হেডস্যার কুয়াদ্রাত তাঁর দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে সময় নিয়ে গড়তে চান ৷

কিশোরভারতীতে পঞ্জাব এফসির বিরুদ্ধে তিনি প্রথম একাদশে না-থাকলেও পরিবর্তন হিসেবে আসতে পারেন । ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডারও । ডার্বির যে একাদশ খেলেছিল তা বুধবারের সন্ধ্যায় বদল হওয়ার সম্ভাবনা কম । ইতিমধ্যে প্রতিপক্ষের খেলা দেখেছেন কুয়াদ্রাত । তিনি বলেছেন, "ডার্বি জয় আমাদের কাছে অতীত । আমাদের চোখ এখন পঞ্জাব এফসি ম্যাচে । এই ম্যাচ আমাদের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই বটে । পয়েন্ট খোয়ালে আমাদের ছিটকে যেতে হবে । আমরা ইতিমধ্যে ভুলগুলো নিয়ে কাঁটাছেড়া করেছি । সেইমত শুধরানোর কাজও করা হয়েছে । ইতিমধ্যে ক্লেইটন সিলভা এবং জোসে পেড্রো দলের সঙ্গে যোগ দিয়েছে । যা আমাদের বাড়তি শক্তি জোগাবে ।"

আরও পড়ুন: গিল-যশস্বীর ঝোড়ো ব্যাটিং! ক্যারিবিয়ানদের 9 উইকেটে হারিয়ে সিরিজে সমতা ভারতের

আরও বলেন, "শনিবার সমর্থকদের সামনে ডার্বি জিতে আমি আপ্লুত । যে ধরনের সমর্থন আমাদের ওরা করেছেন তা অবিশ্বাস্য । আমাদের ছেলেরা বাড়তি অনুপ্রাণিত সমর্থকদের এই সমর্থনের জন্য ।" ডার্বিতে ডিফেন্স শক্তপোক্ত করে আক্রমনে যাওয়ার নির্দেশ ফুটবলারদের দিয়েছিলেন লাল হলুদ কোচ । বুধবারের ম্যাচেও একই নীতিতে দল সাজাচ্ছেন । বিশেষ করে পঞ্জাবের বিদেশি স্ট্রাইকার লুকাকে বাড়তি নজরে রাখতে চান । কারণ মোহনবাগানের বিরুদ্ধে দু'বার গোল মুখ খুলে ফেলেছিলেন পঞ্জাবের এই বিদেশি স্ট্রাইকার । বার এবং বিশাল কাইথের দুরন্ত সেভ প্রতিবন্ধক না-হলে পঞ্জাব খালি হাতে ফিরত না ।

এছাড়াও দলে রয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তনী জুয়ান মেরা । তাঁর বুদ্ধিদীপ্ত স্কিল নির্ভর ফুটবল যেকোনও রক্ষণের কাছেই আতঙ্ক হতে পারে । তাই জোনাল মার্কিংয়ে প্রতিপক্ষর সাপ্লাই লাইন কাটতে চান কুয়াদ্রাত । কারণ তিনি জানেন কিশোরভারতীতে পুরো পয়েন্ট না পেলে ডার্বির সাফল্য যেমন বেশিদিন কলকে পাবে না, তেমনই ব্যর্থতার অন্ধকার কেটে যাওয়ার দিশা মিলবে না । তাই পুরো তিন পয়েন্ট নিয়ে শেষ আটে যাওয়া নিশ্চিত করাই লক্ষ্য । সেকেন্ড বেস্ট দল হয়ে যেতে চান না কুয়াদ্রাত ।

আরও পড়ুন: কষ্টার্জিত জয়ে প্রিমিয়র লিগ অভিযান শুরু ম্যান ইউ'য়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.