কলকাতা, 26 জুলাই: প্রতিষ্ঠা দিবসের ঠিক একদিন পরেই চুক্তি সই করবে ইস্টবেঙ্গল । সোমবার নজরুল মঞ্চে এক সঙ্গে দেখা গিয়েছিল ইমামি কর্তা রাধেশ্যাম আগরওয়াল ও ইস্টবেঙ্গল কর্তাদের । চুক্তি স্বাক্ষরের দিন চূড়ান্ত হলেও অনুশীলনের শুরু হওয়া নিয়ে ধন্ধ রয়েই গেল । কারণ কোচ নিয়োগ চূড়ান্ত করা থেকে ফুটবলারদের দলে নেওয়ার কাজ সম্পূর্ণ করা এখনও সম্ভব হয়নি (East Bengal-Emami Contract Row)।
দলগঠনের হোমওয়ার্ক সেরে রাখলেও প্র্যাকটিস শুরু করার বিষয়টি চুক্তিপত্রে চূড়ান্ত স্বাক্ষরের পরেই হবে । ফলে কলকাতা লিগের সুপার সিক্স পর্ব এবং ডুরাণ্ড কাপ দুয়ারে কড়া নাড়লেও তার জন্য সম্পূর্ণ প্রস্তুতি শেষ করা কঠিন হবে ইস্টবেঙ্গলের । সেই কারণে ডুরাণ্ডের প্রথম ম্যাচ ডার্বি হওয়া নিয়ে আপত্তি তুলেছে ।
প্রসঙ্গত, ডুরাণ্ড কাপ 16 অগস্ট থেকে শুরু হলেও তার সূচি চূড়ান্ত হয়নি । কেবলমাত্র ডার্বি হবে উদ্বোধনী ম্যাচ, তার ইঙ্গিত দেওয়া হয়েছিল মাত্র । মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা করা হয়, আগামী মঙ্গলবার চুক্তি সই হবে । সূত্রের খবর, ইস্টবেঙ্গল কর্তাদের হাতে থাকছে 24 শতাংশ শেয়ার । আর ইমামির কাছে 76 শতাংশ । আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের হেড কোচের দায়িত্ব নিতে চলেছেন স্টিফেন কনস্টানটাইন ।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের কোচের দৌড়ে সবার আগে স্টিফেন কনস্ট্যান্টাইন
রবিবারই ক্লাবের পক্ষ থেকে ব্রিটিশ কোচকে চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । সব কিছু যাচাই করে তিনি সম্মতি দিলেই আনুষ্ঠানিকভাবে কোচের নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল । গত দুই মরশুমে আইএসএলে কোচ নিয়ে বেশ ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে । রবি ফাওলার, মানোলো দিয়াজ, মারিও রিভেরা একের পর এক কোচ বদল হলেও সাফল্য আসেনি । তাই এবার বিদেশি ফুটবলার বেছে নেওয়ার আগেই কোচ নিয়োগ করতে চেয়েছিল ইস্টবেঙ্গল । সেই মতোই কাজ করলেন লাল-হলুদ কর্তারা ।
প্রাথমিকভাবে হেড কোচের দৌড়ে ছিলেন কনস্টানটাইন এবং পর্তুগালের জর্জ কোস্তা । তবে ভারতে কোচিং করানোর অভিজ্ঞতার ভিত্তিতে ব্রিটিশ কোচই ছিল কর্তাদের প্রথম পছন্দ । জানা যাচ্ছে, এই সপ্তাহেই ইমামির সঙ্গে আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধতে চলেছে ইস্টবেঙ্গল । চুক্তি সইয়ের দিনেই হেড কোচের নামও ঘোষণা করে দিতে পারে ক্লাব ।
বুধবারই শহরে পা রাখছেন কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকা কোচ বিনো জর্জ । শুধু কলকাতা লিগ নয়, ঘরোয়া টুর্নামেন্টে তিনিই ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলাবেন । বিনোর নামও সরকারিভাবে ঘোষণা করা হয়নি । তবে কাজ শুরু করে দিয়েছেন ৷ কেরলকে সন্তোষ ট্রফি জেতান কোচ । ইতিমধ্যেই কেরলের কিছু ফুটবলারের সঙ্গেও কথাবার্তা বলছেন বলে সূত্রের খবর ।কেরলের সন্তোষ জয়ী ক্যাপ্টেন জিজো জোসেফের মত আরও কিছু ফুটবলারকে ইস্টবেঙ্গলে সই করাতে চাইছেন তিনি । দেরিতে চুক্তি প্রক্রিয়া শুরু হওয়ায় ভালো মানের ভারতীয় ফুটবলার পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে দলকে ।
আরও পড়ুন: মঙ্গলে বাংলার কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন লক্ষ্মী
একই সঙ্গে বিদেশি বাছাইয়ের ক্ষেত্রেও সমস্যা হবে । তাই শুরু থেকেই দল গঠনে জোর দিতে চেয়েছিল ক্লাব । প্রথমে তা না মানলেও পরে বাস্তব পরিস্থিতি বুঝতে পেরে দল গঠনের কাজে মন দেয় বিনিয়োগকারী সংস্থা । প্রাক্তন ফুটবলারদের নিয়ে গড়া যে কমিটি সেখান থেকে বেশ কয়েকজন ফুটবলারের নাম পাঠানো হয় । তাঁদের মধ্যে অনেকেই অন্য দলে সই করে নিলেও যাঁরা রয়েছে তাঁদের দ্রুত সই করতে চায় ইস্টবেঙ্গল । ইতিমধ্যেই কোম্পানি গঠনের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে । চুক্তি সই হয়ে গেলেই দল গড়ার ক্ষেত্রে আর কোনও সমস্যা থাকবে না ইস্টবেঙ্গলের । কারণ ইতিমধ্যেই ট্রান্সফার ব্যান উঠে গিয়েছে তাদের । তাই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার আগেই বাকি পর্বের সলতে পাকানোর কাজ সম্পূর্ণ লেসলি ক্লডিয়াস সরণিতে ।