কলকাতা, 23 জুন: আজই কলকাতায় আসছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত ৷ রবিবার মাঝরাতে প্রায় দু’টো নাগাদ তাঁর বিমান কলকাতায় নামবে ৷ তবে, তাঁর সহকারীরা একই বিমানে আসছেন কি না তা স্পষ্ট নয় ৷ জানা গিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ইস্টবেঙ্গলের পুরো কোচিং স্টাফ এবং বিদেশি ফুটবলাররা চলে আসছেন ৷ কুয়াদ্রাতের কলকাতায় আসার খবর পাওয়ার পরেই সমর্থকদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে ৷
ইতিমধ্যে ইস্টবেঙ্গলের ভারতীয় ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন সহকারী-কোচ বিনো জর্জ ৷ ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে, তিনি কুয়াদ্রাতের নির্দেশ মতোই কাজ করছেন ৷ তবুও, হেড কোচ সশরীরে হাজির থাকার অর্থ ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে ভিন্ন মাত্রা যোগ হবে বলে দাবি ক্লাব কর্তাদের ৷
শোনা গিয়েছে, সোমবার নৈহাটিতে ইস্টবেঙ্গলের কলকাতা ফুটবল লিগের ম্যাচ দেখতে যেতে পারেন কার্লোস ৷ সেখানে হেডকোচের সামনে রিজার্ভ দলের ফুটবলাররা নিজেদের উজার করে দিতে চাইবেন ৷ সেই সঙ্গে লিগে জয়ের ধারাবাহিকতাও যাতে বজায় থাকে, তা নিশ্চিত করতে চাইছেন ফুটবলাররা ৷ অন্যদিকে দলবদলের বাজারে ইস্টবেঙ্গল শেষবেলায় ঘর গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে ৷ ইভান গঞ্জালেসকে রিলিজ করে দেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয় ৷
আরও পড়ুন: ‘ক্যাচ দেম ইয়ং’, অনুর্ধ্ব-17 সাফজয়ী ভারতীয় দলের দুই ফুটবলার লাল-হলুদে
শনিবার থেকে জোরকদমে অনুশীলনের জন্য মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল ৷ হোসে আন্তোনিও পারদো লুকাস এবং অস্ট্রেলিয়ার তারকা জর্ডন এলসেও লাল-হলুদ জার্সি পড়তে চলেছেন বলে খবর ৷ গত এক দশক থেকে অস্ট্রেলিয়ার লিগে নিয়মিত খেলছেন জর্ডন এলসেও ৷
লুকাস স্পেনের ক্লাব এলডেন্স থেকে ইস্টবেঙ্গলে আসছেন ৷ খেলেছেন ভ্যালেন্সিয়া বি দলের হয়েও ৷ ইভান গঞ্জালেজের পরিবর্ত হিসেবে আসছেন লুকাস ৷ লাল-হলুদের রক্ষণের জন্য লুকাস ও জর্ডন রয়েছেন কুয়াদ্রাতের ভাবনায় ৷ পরের মাসেই শুরু হয়ে যাবে ডুরান্ড কাপ ৷ 6 অগস্ট ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ৷ সেই টুর্নামেন্টে সিনিয়র দল খেলবে, না কি রিজার্ভ দলের ফুটবলারদের রেখে দল সাজানো হবে ? তা কার্লোস কুয়াদ্রাত ঠিক করবেন ৷ কারণ, হাতে সময় বেশি না থাকায় বিদেশি ফুটবলারদের প্রস্তুত করতে সময় লাগতে পারে ৷
আরও পড়ুন: জোড়া গোলে উপেক্ষার জবাব রাহুলের, সাদা-কালোকে হারাল অভিষেকের ডায়মন্ড হারবার এফসি
অন্যদিকে, বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়েই ইভান গঞ্জালেসকে ছাড়ছে ইমামি ইস্টবেঙ্গল ৷ তাঁর বদলে আসছেন 35 বছরের অ্যান্তোনিও পারদো লুকাস ৷ ক্লাব ফুটবল কেরিয়ারে মোট 374টি ম্যাচ খেলেছেন তিনি ৷ তাঁর পূর্বতন ক্লাব এনডেনেসেকে তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন লুকাস ৷
সব ঠিক থাকলে জর্ডন এলসে এবং মোহনবাগানে সই করা জেসন কামিন্সের দ্বৈরথ আইএসএল ডার্বির আকর্ষণ হতে চলেছে ৷ 29 বছরের তারকার অ্যাডিলেড ইউনাইটেডের যুব দল থেকে লিয়েনে পারা নাইট হিলসের সিনিয়র দলে খেলেছেন ৷ অস্ট্রেলিয়ান লিগ ছাড়াও হংকং প্রিমিয়ার লিগের কিটজি এফসিতে একবছর ছিলেন ৷ এবার লাল-হলুদে আসতে চলেছেন তিনি ৷ তাই কোচের শহরে আসার দিনেই ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার নেওয়ার খবর সমান্তরাল ভাবে ভাসছে ৷