ETV Bharat / sports

Durand Cup Semifinals Preview: নর্থ-ইস্টকে সমীহ করে সেমিফাইনালের জন্য প্ল্যান-বি তৈরি রাখছেন কুয়াদ্রাত - নর্থ ইস্ট ইউনাইটেডকে সমীহ কুয়াদ্রাতের

East Bengal vs North East United in Durand Cup Semifinals: নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্ল্যান বি তৈরি রাখছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ ডুরান্ড কাপে সেমিফাইনালে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন করতে পারেন তিনি ৷

Durand Cup Semifinals Preview ETV BHARAT
Durand Cup Semifinals Preview
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 6:30 PM IST

কলকাতা, 28 অগস্ট: ধাপে-ধাপে লক্ষ্যপূরণ ৷ ইস্টবেঙ্গলের ড্রেসিংরুমে এই মন্ত্রটাই কোচ থেকে ফুটবলার সকলের মুখে শোনা যাচ্ছে ৷ প্রাক-মরশুমে প্রস্তুতির মধ্যে ডুরান্ড কাপের মত শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট খেলতে হচ্ছে ৷ দল প্রস্তুতির মধ্যে রয়েছে, একথা বারবার বলছেন কোচ কার্লস কুয়াদ্রাত ৷ তবুও তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ গড়ে উঠেছে এবং তা পূরণে কিছুটা সফলও তিনি ৷ ফলত এবার সেই পারদ আরও উর্ধ্বমুখী ৷ মঙ্গলবার ডুরান্ড কাপের সেমিফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড ৷ ডার্বি জয় থেকে শেষ আটের গণ্ডি পেরোতে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে ইস্টবেঙ্গল ৷

তবে এই ম্যাচের আগে প্ল্যান-বি তৈরি রাখছেন কার্লেস কুয়াদ্রাত ৷ নর্থ-ইস্টের বিরুদ্ধে কৌশল বদল করার ইঙ্গিত দিয়েছেন ইস্টবেঙ্গলের অনুশীলনে ৷ মন্দার রাও দেশাই চোট সারিয়ে ফিট হলেও কোয়ার্টারের মতো সেমিতেও লেফট-ব্যাকে খেলতে পারেন নিশু কুমার ৷ একটু পেছন থেকে খেলবেন নাওরেম মহেশ সিং ৷ প্রতিপক্ষের কড়া ট্যাকল এড়াতে তিনি সিভেরিওর পিছন থেকেও খেলতে পারেন ৷ বোরহা হেরেরার জায়গায় প্রথম একাদশে আসতে পারেন পার্দো ৷ শেষ ম্যাচে পরিবর্ত হিসেবে নেমেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ৷

লক্ষ্যে পৌঁছনোর শেষ দুই ধাপে সমস্ত ফুটবলারকেই তৈরি রাখার সিদ্ধান্ত নিয়েছেন কুয়াদ্রাত ৷ বলছেন, "গোকুলামের বিরুদ্ধে আমরা একটা কঠিন ম্যাচ খেলে শেষ চারে উঠেছি ৷ এবার সামনে নর্থ-ইস্ট ইউনাইটেড ৷ দলটি এখনও অপরাজিত ৷ ওদের দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ রয়েছে ৷ যা ওদের কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে সাহায্য করেছে ৷ তাই একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়তে চলেছি ৷"

আরও পড়ুন: ঘরের মাঠে গোকুলাম ‘বধ’, ডুরান্ড কাপের শেষ চারে ইস্টবেঙ্গল

মুম্বই সিটি এফসিটকে কোয়ার্টার-ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট হারিয়ে দিতেই ডার্বির সুর ফের বাজতে শুরু করেছে ৷ বিষয়টি কানে গিয়েছে কুয়াদ্রাতের ৷ ফাইনাল কিংবা ফের ডার্বি নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গল কোচ ৷ অনুশীলনের পর কুয়াদ্রাত বলেন, "ডার্বি হবে কি না সেটা নিয়ে এখনই ভাবতে চাই না ৷ আমাদের মাথায় এখন শুধুই নর্থ-ইস্ট ৷ আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে ৷ সেটা সেরে ফেলতে হবে ৷" সাজঘরের দেওয়ালে "নেভার সে ডাই" মন্ত্রটি লিখে দিয়েছেন ইস্টবেঙ্গলের 'প্রফেসর' ৷ সেই মানসিকতাই মাঠে দেখানোর কথা ফুটবলারদের মধ্যে গেঁথে দিতে চাইছেন ৷

কলকাতা, 28 অগস্ট: ধাপে-ধাপে লক্ষ্যপূরণ ৷ ইস্টবেঙ্গলের ড্রেসিংরুমে এই মন্ত্রটাই কোচ থেকে ফুটবলার সকলের মুখে শোনা যাচ্ছে ৷ প্রাক-মরশুমে প্রস্তুতির মধ্যে ডুরান্ড কাপের মত শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট খেলতে হচ্ছে ৷ দল প্রস্তুতির মধ্যে রয়েছে, একথা বারবার বলছেন কোচ কার্লস কুয়াদ্রাত ৷ তবুও তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ গড়ে উঠেছে এবং তা পূরণে কিছুটা সফলও তিনি ৷ ফলত এবার সেই পারদ আরও উর্ধ্বমুখী ৷ মঙ্গলবার ডুরান্ড কাপের সেমিফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড ৷ ডার্বি জয় থেকে শেষ আটের গণ্ডি পেরোতে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে ইস্টবেঙ্গল ৷

তবে এই ম্যাচের আগে প্ল্যান-বি তৈরি রাখছেন কার্লেস কুয়াদ্রাত ৷ নর্থ-ইস্টের বিরুদ্ধে কৌশল বদল করার ইঙ্গিত দিয়েছেন ইস্টবেঙ্গলের অনুশীলনে ৷ মন্দার রাও দেশাই চোট সারিয়ে ফিট হলেও কোয়ার্টারের মতো সেমিতেও লেফট-ব্যাকে খেলতে পারেন নিশু কুমার ৷ একটু পেছন থেকে খেলবেন নাওরেম মহেশ সিং ৷ প্রতিপক্ষের কড়া ট্যাকল এড়াতে তিনি সিভেরিওর পিছন থেকেও খেলতে পারেন ৷ বোরহা হেরেরার জায়গায় প্রথম একাদশে আসতে পারেন পার্দো ৷ শেষ ম্যাচে পরিবর্ত হিসেবে নেমেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ৷

লক্ষ্যে পৌঁছনোর শেষ দুই ধাপে সমস্ত ফুটবলারকেই তৈরি রাখার সিদ্ধান্ত নিয়েছেন কুয়াদ্রাত ৷ বলছেন, "গোকুলামের বিরুদ্ধে আমরা একটা কঠিন ম্যাচ খেলে শেষ চারে উঠেছি ৷ এবার সামনে নর্থ-ইস্ট ইউনাইটেড ৷ দলটি এখনও অপরাজিত ৷ ওদের দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ রয়েছে ৷ যা ওদের কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে সাহায্য করেছে ৷ তাই একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়তে চলেছি ৷"

আরও পড়ুন: ঘরের মাঠে গোকুলাম ‘বধ’, ডুরান্ড কাপের শেষ চারে ইস্টবেঙ্গল

মুম্বই সিটি এফসিটকে কোয়ার্টার-ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট হারিয়ে দিতেই ডার্বির সুর ফের বাজতে শুরু করেছে ৷ বিষয়টি কানে গিয়েছে কুয়াদ্রাতের ৷ ফাইনাল কিংবা ফের ডার্বি নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গল কোচ ৷ অনুশীলনের পর কুয়াদ্রাত বলেন, "ডার্বি হবে কি না সেটা নিয়ে এখনই ভাবতে চাই না ৷ আমাদের মাথায় এখন শুধুই নর্থ-ইস্ট ৷ আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে ৷ সেটা সেরে ফেলতে হবে ৷" সাজঘরের দেওয়ালে "নেভার সে ডাই" মন্ত্রটি লিখে দিয়েছেন ইস্টবেঙ্গলের 'প্রফেসর' ৷ সেই মানসিকতাই মাঠে দেখানোর কথা ফুটবলারদের মধ্যে গেঁথে দিতে চাইছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.