কলকাতা, 11 সেপ্টেম্বর : 13 বছর পর অলিম্পিকসে (Olympics) সোনার স্বপ্নপূরণ করেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra) ৷ এবার তিনি নিজের একটা ‘ছোট্ট’ স্বপ্ন পূরণ করলেন ৷ প্রথমবার মা-বাবাকে নিয়ে আকাশপথে সফর করলেন এই জাতীয় নায়ক ৷
শনিবার নীরজ নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই তথ্য সকলকে জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, ‘‘আমার একটা ছোট্ট স্বপ্ন আজ পূরণ হল যখন আমি আমার মা-বাবাকে নিয়ে প্রথম বিমান সফর করলাম ৷’’
আরও পড়ুন : Manika Batra : ম্যাচ ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন কোচ সৌম্যদীপ, বিস্ফোরক মনিকা বাত্রা
এবারের টোকিয়ো অলিম্পিকসে (Tokyo Olympics 2020) জ্যাভলিনে সোনা জিতেছেন নীরজ ৷ তাও একেবারে অলিম্পিক্সে শেষ হওয়ার আগেরদিন ৷ তবে তাঁকে ঘিরে দেশবাসী আশায় বুক বাঁধছিলেন অনেক আগে থেকেই ৷ প্রথম রাউন্ডের পারফরম্যান্সের ভিত্তিতে সরাসরি ফাইনালে চলে গিয়েছিলেন তিনি ৷ আর ফাইনালের শুরু থেকেই তিনি এক নম্বরে ছিলেন ৷
2008 সালে বেজিং অলিম্পিকসে (Beijing Olympics 2008) সোনা জেতেন অভিনব বিন্দ্রা (Abhinav Bindra) ৷ তার পর আর কোনও ভারতীয় সোনা জিততে পারেননি ৷ সেই খরা এবার টোকিয়োতে (Tokyo) কাটিয়েছেন নীরজ ৷ তাছাড়া অভিনবের পর তিনি দ্বিতীয় ভারতীয়, যিনি অলিম্পিকসের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ৷
-
A small dream of mine came true today as I was able to take my parents on their first flight.
— Neeraj Chopra (@Neeraj_chopra1) September 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
आज जिंदगी का एक सपना पूरा हुआ जब अपने मां - पापा को पहली बार फ्लाइट पर बैठा पाया। सभी की दुआ और आशिर्वाद के लिए हमेशा आभारी रहूंगा 🙏🏽 pic.twitter.com/Kmn5iRhvUf
">A small dream of mine came true today as I was able to take my parents on their first flight.
— Neeraj Chopra (@Neeraj_chopra1) September 11, 2021
आज जिंदगी का एक सपना पूरा हुआ जब अपने मां - पापा को पहली बार फ्लाइट पर बैठा पाया। सभी की दुआ और आशिर्वाद के लिए हमेशा आभारी रहूंगा 🙏🏽 pic.twitter.com/Kmn5iRhvUfA small dream of mine came true today as I was able to take my parents on their first flight.
— Neeraj Chopra (@Neeraj_chopra1) September 11, 2021
आज जिंदगी का एक सपना पूरा हुआ जब अपने मां - पापा को पहली बार फ्लाइट पर बैठा पाया। सभी की दुआ और आशिर्वाद के लिए हमेशा आभारी रहूंगा 🙏🏽 pic.twitter.com/Kmn5iRhvUf
আরও পড়ুন : Tokyo paralympics 2020 : টোকিয়োগামী দেশের প্যারা অ্যাথলিটদের মনোবল বাড়াবেন মোদি
তাই তাঁকে নিয়ে গত একমাস ধরে উচ্ছ্বসিত গোটা দেশ ৷ সংবর্ধনা ও পুরস্কারের বন্যায় ভাসছেন তিনি ৷ কিন্তু তার মধ্যেও যে মাটিতে তাঁর পা রয়েছে, তার প্রমাণ তিনি নিজেই দিলেন শনিবার ৷ মা-বাবাকে বিমানে বসানোর স্বপ্নপূরণ করে ফেললেন ৷
তবে নীরজ জানাননি যে তিনি কোথায় যাচ্ছেন ৷ আর সেই বিমানে আরও অনেকে ছিলেন ৷ তাঁদের সঙ্গে নীরজ ছবি তুলেছেন ৷ সেই ছবি পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ কিন্তু তাঁদের পরিচয় প্রকাশ করেননি নীরজ ৷
আরও পড়ুন : National Javelin Day : নীরজের সোনা জয়ে 7 অগস্ট জাতীয় জ্যাভলিন দিবস ঘোষণা এএফআইয়ের