ETV Bharat / sports

DHFC Teaser Launch : প্রকাশিত টিজার-লোগো, নববর্ষে পথচলা শুরু অভিষেকের ক্লাব ডিএইচএফসি-র - Diamond Harbour FC launched their logo and teaser on first day of bengali new year

শুক্রবার ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেকের ক্লাবের সাড়ম্বর টিজার এবং লোগো লঞ্চ সাড়া ফেলল ময়দানেও (Diamond Harbour FC launched their logo and teaser on first day of bengali new year) ৷ অন্যান্য দলগুলোর মত বারপুজোর মধ্যে দিয়েই নতুন বছরের প্রথমদিন পথচলা শুরু হল ডিএইচএফসি-র ৷

DHFC Teaser Launch
প্রকাশিত টিজার লোগো, নববর্ষে পথচলা শুরু অভিষেকের ক্লাব ডিএইচএফসি র
author img

By

Published : Apr 15, 2022, 12:57 PM IST

Updated : Apr 16, 2022, 7:14 AM IST

ডায়মন্ডহারবার, 15 এপ্রিল : বছরের প্রথমদিন অপেক্ষার অবসান ৷ টিজার এবং লোগো প্রকাশের মধ্যে দিয়ে ময়দানে আত্মপ্রকাশ ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের ৷ কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে অংশ নিচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের ক্লাব ৷ যা ঘিরে চড়ছিল উত্তেজনার পারদ ৷ ইতিমধ্যেই আইএফএ দফতরে গিয়ে কলকাতা লিগ খেলতে চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন কর্তারা। ক্লাবের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যর হাতে। কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে আরেক প্রাক্তনী কৃষ্ণেন্দু রায়কে।

শুক্রবার ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেকের ক্লাবের সাড়ম্বর টিজার এবং লোগো লঞ্চ সাড়া ফেলল ময়দানেও (Diamond Harbour FC launched their logo and teaser on first day of bengali new year) ৷ অন্যান্য দলগুলোর মত বারপুজোর মধ্যে দিয়েই নতুন বছরের প্রথমদিন পথচলা শুরু হল ডিএইচএফসি-র ৷ বাটা স্টেডিয়ামে বারপুজোয় অংশ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ৷ ক্লাবের জার্সিও প্রকাশ পেল এদিন ৷ আইএফএ সূত্রের খবর, ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের লিগে অংশগ্রহণ এখন সময়ের অপেক্ষা। এ ব্যাপারে ডিএইচএফসি-র সচিব মানস ভট্টাচার্য বলেন, "মাননীয় সাংসদ অভিষেক ব‍ন্দ্যোপাধ্যায় বহুদিন আগেই এ ব্যাপারে বলেছিলেন। তাঁর ইচ্ছেমত ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবকে কলকাতা ফুটবল লিগে খেলানোর চেষ্টা করা হচ্ছে। তিনি কথা দিয়েছিলেন ৷ কথা রাখলেনও। কোচ করা হয়েছে কৃষ্ণেন্দু রায়কে। এবছর সময় কম। তবু ভাল করে দল গড়ার চেষ্টা করব।"

আরও পড়ুন : বিধিনিষেধের ঘেরাটোপ সরিয়ে বারপুজো ফিরছে ময়দানে

আগামী 1মে থেকে ক্লাবের প্রস্তুতি শুরু হতে পারে বলেও জানিয়েছেন সচিব ৷ সচিবের সুরে কোচ কৃষ্ণেন্দু রায় বলছেন, "এমপি কাপ আমি দেখেছি। জাঁকজমক ভাবে হয় টুর্নামেন্টটা। বাটানগরে প্রতিবছর নিজের দায়িত্বে ফুটবলকে ভালবেসে এই টুর্নামেন্টটি করেন সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। তাঁর ক্লাব কলকাতা ফুটবল লিগে খেলবে এটা বাংলার ফুটবলের স্বার্থে ভাল। দারুণ উদ‍্যোগ নিয়েছেন তিনি। মাননীয় সাংসদ কথা দিয়েছিলেন, তাঁর টিম কলকাতা লিগে খেলবে। তিনি কথা রাখলেন। আইএফএ অফিসে আবেদন জমা পড়েছে। দল গড়ার ব‍িষয়টি আমরা সবাই একসঙ্গে বসে আলোচনা করব ৷"

ডায়মন্ডহারবার, 15 এপ্রিল : বছরের প্রথমদিন অপেক্ষার অবসান ৷ টিজার এবং লোগো প্রকাশের মধ্যে দিয়ে ময়দানে আত্মপ্রকাশ ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের ৷ কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে অংশ নিচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের ক্লাব ৷ যা ঘিরে চড়ছিল উত্তেজনার পারদ ৷ ইতিমধ্যেই আইএফএ দফতরে গিয়ে কলকাতা লিগ খেলতে চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন কর্তারা। ক্লাবের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যর হাতে। কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে আরেক প্রাক্তনী কৃষ্ণেন্দু রায়কে।

শুক্রবার ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেকের ক্লাবের সাড়ম্বর টিজার এবং লোগো লঞ্চ সাড়া ফেলল ময়দানেও (Diamond Harbour FC launched their logo and teaser on first day of bengali new year) ৷ অন্যান্য দলগুলোর মত বারপুজোর মধ্যে দিয়েই নতুন বছরের প্রথমদিন পথচলা শুরু হল ডিএইচএফসি-র ৷ বাটা স্টেডিয়ামে বারপুজোয় অংশ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ৷ ক্লাবের জার্সিও প্রকাশ পেল এদিন ৷ আইএফএ সূত্রের খবর, ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের লিগে অংশগ্রহণ এখন সময়ের অপেক্ষা। এ ব্যাপারে ডিএইচএফসি-র সচিব মানস ভট্টাচার্য বলেন, "মাননীয় সাংসদ অভিষেক ব‍ন্দ্যোপাধ্যায় বহুদিন আগেই এ ব্যাপারে বলেছিলেন। তাঁর ইচ্ছেমত ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবকে কলকাতা ফুটবল লিগে খেলানোর চেষ্টা করা হচ্ছে। তিনি কথা দিয়েছিলেন ৷ কথা রাখলেনও। কোচ করা হয়েছে কৃষ্ণেন্দু রায়কে। এবছর সময় কম। তবু ভাল করে দল গড়ার চেষ্টা করব।"

আরও পড়ুন : বিধিনিষেধের ঘেরাটোপ সরিয়ে বারপুজো ফিরছে ময়দানে

আগামী 1মে থেকে ক্লাবের প্রস্তুতি শুরু হতে পারে বলেও জানিয়েছেন সচিব ৷ সচিবের সুরে কোচ কৃষ্ণেন্দু রায় বলছেন, "এমপি কাপ আমি দেখেছি। জাঁকজমক ভাবে হয় টুর্নামেন্টটা। বাটানগরে প্রতিবছর নিজের দায়িত্বে ফুটবলকে ভালবেসে এই টুর্নামেন্টটি করেন সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। তাঁর ক্লাব কলকাতা ফুটবল লিগে খেলবে এটা বাংলার ফুটবলের স্বার্থে ভাল। দারুণ উদ‍্যোগ নিয়েছেন তিনি। মাননীয় সাংসদ কথা দিয়েছিলেন, তাঁর টিম কলকাতা লিগে খেলবে। তিনি কথা রাখলেন। আইএফএ অফিসে আবেদন জমা পড়েছে। দল গড়ার ব‍িষয়টি আমরা সবাই একসঙ্গে বসে আলোচনা করব ৷"

Last Updated : Apr 16, 2022, 7:14 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.