ETV Bharat / sports

ইতিহাস গড়েও চোটের জের, রুপোতেই সন্তুষ্ট দীপক - নুর সুলতান

এই বিভাগে প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে উঠে নজির গড়েন তিনি ৷ তবে ইতিহাস গড়লেও তা সোনার অক্ষরে লিখে রাখা হল না । বাধ সাধল গোড়ালির চোট । গতকাল সেমিফাইনালে এই চোট পান তিনি ।

ইতিহাস গড়েও চোটের জের, রুপোতেই সন্তুষ্ট দীপক
author img

By

Published : Sep 22, 2019, 1:48 PM IST

নুর সুলতান (কাজ়াখস্তান), 22 সেপ্টেম্বর : জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন থেকে সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারলেন না দীপক পুনিয়া । আজ চোটের জন্য ফাইনালে নামা হল না তাঁর । এর জেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে ।

গতকাল সেমিফাইনালে সুইস প্রতিদ্বন্দ্বী স্টেফান রাইখমাথকে 8-2 ব্যবধানে হারিয়ে 86 কেজি বিভাগের ফাইনালে পৌঁছান প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে নামা দীপক ৷ এই বিভাগে প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে উঠে নজির গড়েন তিনি ৷ তবে ইতিহাস গড়লেও তা সোনার অক্ষরে লিখে রাখা হল না । বাধ সাধল গোড়ালির চোট । গতকাল সেমিফাইনালে এই চোট পান তিনি ।

পঞ্চম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের যে কোনও বিভাগে ফাইনালে উঠেছিলেন দীপক ৷ এখনও পর্যন্ত সুশীল কুমার ছাড়া কোনও ভারতীয় সোনা জেতেননি বিশ্ব দরবারে ৷ সেই তালিকায় নিজের নাম লেখাতে দীপককে ফাইনালে ইরানের হাসান ইয়াজ়দানির বাধা টপকাতে হত ৷ তবে ম্যাটে নামতে না পারায় আক্ষেপের সুরে দীপক বলেন, "আমার বাঁ পায়ের অবস্থা ভালো নয় । এই অবস্থায় আমার পক্ষে লড়াই করা খুব কঠিন হত । আমার কিছু করার ছিল না ।"

ইতিমধ্যেই চতুর্থ ভারতীয় হিসেবে টোকিয়ো অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন দীপক ৷ সেই ক্ষেত্রে চোট নিয়ে ম্যাটে নেমে ঝুঁকি নিতে চাননি দীপক বা তাঁর কোচ ।

নুর সুলতান (কাজ়াখস্তান), 22 সেপ্টেম্বর : জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন থেকে সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারলেন না দীপক পুনিয়া । আজ চোটের জন্য ফাইনালে নামা হল না তাঁর । এর জেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে ।

গতকাল সেমিফাইনালে সুইস প্রতিদ্বন্দ্বী স্টেফান রাইখমাথকে 8-2 ব্যবধানে হারিয়ে 86 কেজি বিভাগের ফাইনালে পৌঁছান প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে নামা দীপক ৷ এই বিভাগে প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে উঠে নজির গড়েন তিনি ৷ তবে ইতিহাস গড়লেও তা সোনার অক্ষরে লিখে রাখা হল না । বাধ সাধল গোড়ালির চোট । গতকাল সেমিফাইনালে এই চোট পান তিনি ।

পঞ্চম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের যে কোনও বিভাগে ফাইনালে উঠেছিলেন দীপক ৷ এখনও পর্যন্ত সুশীল কুমার ছাড়া কোনও ভারতীয় সোনা জেতেননি বিশ্ব দরবারে ৷ সেই তালিকায় নিজের নাম লেখাতে দীপককে ফাইনালে ইরানের হাসান ইয়াজ়দানির বাধা টপকাতে হত ৷ তবে ম্যাটে নামতে না পারায় আক্ষেপের সুরে দীপক বলেন, "আমার বাঁ পায়ের অবস্থা ভালো নয় । এই অবস্থায় আমার পক্ষে লড়াই করা খুব কঠিন হত । আমার কিছু করার ছিল না ।"

ইতিমধ্যেই চতুর্থ ভারতীয় হিসেবে টোকিয়ো অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন দীপক ৷ সেই ক্ষেত্রে চোট নিয়ে ম্যাটে নেমে ঝুঁকি নিতে চাননি দীপক বা তাঁর কোচ ।

Texas (USA), Sep 22 (ANI): Prime Minister Narendra Modi interacted with members of the Sikh community in Houston on September 22. During the interaction they congratulated PM Modi on some decisions taken by the Government of India. The Sikh community has also submitted a memorandum to the PM. Submitting the memorandum, the Sikh community requested Prime Minister to address the issues of- 1984 Sikh genocide, dedicating Delhi airport to Guru Nanak Dev International Airport, Article 25 of Indian Constitution and Anand Marriage Act, visa and passport renewal of asylees. PM is scheduled to address the mega 'Howdy, Modi!' event on September 22 at the NRG Stadium which will also be attended by US President Donald Trump.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.