নুর সুলতান (কাজ়াখস্তান), 22 সেপ্টেম্বর : জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন থেকে সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারলেন না দীপক পুনিয়া । আজ চোটের জন্য ফাইনালে নামা হল না তাঁর । এর জেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে ।
গতকাল সেমিফাইনালে সুইস প্রতিদ্বন্দ্বী স্টেফান রাইখমাথকে 8-2 ব্যবধানে হারিয়ে 86 কেজি বিভাগের ফাইনালে পৌঁছান প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে নামা দীপক ৷ এই বিভাগে প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে উঠে নজির গড়েন তিনি ৷ তবে ইতিহাস গড়লেও তা সোনার অক্ষরে লিখে রাখা হল না । বাধ সাধল গোড়ালির চোট । গতকাল সেমিফাইনালে এই চোট পান তিনি ।
পঞ্চম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের যে কোনও বিভাগে ফাইনালে উঠেছিলেন দীপক ৷ এখনও পর্যন্ত সুশীল কুমার ছাড়া কোনও ভারতীয় সোনা জেতেননি বিশ্ব দরবারে ৷ সেই তালিকায় নিজের নাম লেখাতে দীপককে ফাইনালে ইরানের হাসান ইয়াজ়দানির বাধা টপকাতে হত ৷ তবে ম্যাটে নামতে না পারায় আক্ষেপের সুরে দীপক বলেন, "আমার বাঁ পায়ের অবস্থা ভালো নয় । এই অবস্থায় আমার পক্ষে লড়াই করা খুব কঠিন হত । আমার কিছু করার ছিল না ।"
ইতিমধ্যেই চতুর্থ ভারতীয় হিসেবে টোকিয়ো অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন দীপক ৷ সেই ক্ষেত্রে চোট নিয়ে ম্যাটে নেমে ঝুঁকি নিতে চাননি দীপক বা তাঁর কোচ ।