লন্ডন, 23 নভেম্বর: মাত্র দেড় বছরের শেষ দ্বিতীয় দফায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মধুচন্দ্রিমা (Cristiano Ronaldo Leaves Manchester United with Immediate Effect) ৷ ম্যান ইউ এবং রোনাল্ডো, দু’তরফে সোশাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে রেড ডেভিলস (Red Devils) এবং তাঁদের অন্যতম সেরা ও সফল স্ট্রাইকের চুক্তি মরশুমের মাঝপথের শেষ করে দেওয়া হল ৷ সেই সঙ্গে বিশ্বকাপে পর্তুগাল জাতীয় দলের সঙ্গে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথমবার কোনও ক্লাবের সঙ্গে চুক্তিবিহীন রয়েছেন ৷
মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘এই মুহূর্তে পারস্পরিক চুক্তির মধ্যে দিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ড ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব ছাড়ছেন ৷ ওল্ড ট্রাফোডে গত দু’বছরে অপরিসীম অবদানের জন্য ক্লাব তাঁকে ধন্যবাদ জানায় ৷
- — Cristiano Ronaldo (@Cristiano) November 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Cristiano Ronaldo (@Cristiano) November 22, 2022
">— Cristiano Ronaldo (@Cristiano) November 22, 2022
রেড ডেভিলদের সঙ্গে মরশুমের মাঝপথে চুক্তি ভাঙার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তরফেও একটি বিবৃতি দেওয়া হয় ৷ সেখানে সিআর সেভেন বলেন, ‘‘কথাবার্তার মাধ্যমে আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে আগাম চুক্তি শেষ করছি ৷ আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং অনুগারীদের ভালোবাসি ৷ আর এটা কোনওদিন বদলাবে না ৷ যাই হোক, আমার মনে হয়েছে যে, এটাই সঠিক সময় নিজেকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করানো ৷ আমি আশা করব, দল বাকি মরশুম এবং ভবিষ্যতে আরও সফল হবে ৷’’
-
Cristiano Ronaldo is to leave Manchester United by mutual agreement, with immediate effect.
— Manchester United (@ManUtd) November 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The club thanks him for his immense contribution across two spells at Old Trafford.#MUFC
">Cristiano Ronaldo is to leave Manchester United by mutual agreement, with immediate effect.
— Manchester United (@ManUtd) November 22, 2022
The club thanks him for his immense contribution across two spells at Old Trafford.#MUFCCristiano Ronaldo is to leave Manchester United by mutual agreement, with immediate effect.
— Manchester United (@ManUtd) November 22, 2022
The club thanks him for his immense contribution across two spells at Old Trafford.#MUFC
প্রসঙ্গত, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে সিআর সেভেনের তিক্ত সম্পর্ক 2022-23 মরশুমের শুরু থেকেই সামনে আসে ৷ আর তা সম্প্রতি প্রকট হয় একটি ব্র্যান্ডের হয়ে রোনাল্ডোর বিস্ফোরক সাক্ষাৎকারের পর ৷ যেখানে তিনি ক্লাব কর্তৃপক্ষের একাংশ এবং ম্যানেজার এরিক টেন হাগের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন ৷ আর তার পরেই ম্যাঞ্চেস্টারের তরফে জানিয়ে দেওয়া হয়, এই বিষয়টি তাঁরা ভালোভাবে নেননি ৷ ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্লাব কর্তৃপক্ষ ৷ তখনই বোঝা গিয়েছিল, বিশ্বকাপের পরে সিআর সেভেন হয়তো আর ওল্ড ট্রাফোডে ফেরা হবে না ৷
আরও পড়ুন: রোনাল্ডোর চুক্তি খারিজের পথে ম্যান ইউ !
তবে, 2021 মরশুমে রোনাল্ডোর সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের কোনও সমস্যাই সামনে আসেনি ৷ যা শুরু হয় এই মরশুমে এরিক টেন হাগের রেড ডেভিলদের ম্যানেজারের দায়িত্ব নিয়ে আসার পর ৷ যেখানে দায়িত্ব নিয়েই সাংবাদিক সম্মেলেন এরিক, রোনাল্ডোকে নিয়ে তাঁর নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছিলেন ৷ জানিয়ে দিয়েছিলেন, তিনি কোনও তারকা চেনেন না ৷ ভবিষ্যতে সিআর সেভেন তাঁর পরিকল্পনাতে থাকবেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন এরিক ৷
আরও পড়ুন: তোমার সঙ্গ ভালো লাগে বস, গুরু অ্যালেক্সের প্রতি শ্রদ্ধাবনত রোনাল্ডো
বিষয়টি নিয়ে নতুন ম্যানেজারের সঙ্গে ম্যাঞ্চেস্টার কর্তৃপক্ষ কোনও কথাও বলেননি বলে অভিযোগ করেছেন রোনাল্ডো ৷ আর সেই ক্ষোভই সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে উগড়ে দেন পর্তুগিজ তারকা ৷ জানান, ক্লাবে তাঁর কোনও সম্মান নেই ৷ তাঁকে বিশ্বাস করা হয় না ৷