ম্যাঞ্চেস্টার, 27 জুলাই: থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ক্লাবের প্রাক-মরশুম প্রস্তুতিতে সঙ্গী হননি তিনি । আসন্ন মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে সেই থেকেই । দলবদলের বাজারে শিরোনাম তৈরি করে কোথায় যোগ দেবেন পর্তুগিজ মহাতারকা, উত্তর মেলেনি এখনও । তবে সেসব জল্পনার মধ্যেই মঙ্গলবার উল্লেখযোগ্যভাবে পুরনো ক্লাবে ফিরলেন ক্রিশ্চিয়ানো । বুধবার ক্লাবের নয়া কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে আলোচনার আগে মঙ্গলবার এজেন্ট জর্জ মেন্ডেজকে সঙ্গে নিয়ে ক্যারিংটনে পৌঁছে গিয়েছেন তিনি (Cristiano Ronaldo arrives Carrington to meet Erik ten Hag)।
রোনাল্ডো পৌঁছনোর মিনিট পাঁচেকের মধ্যে ক্যারিংটনে ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছন স্যার অ্যালেক্স ফার্গুসনও । সবমিলিয়ে স্পষ্ট সহজে পর্তুগিজকে ছাড়ছে না লাল ম্যাঞ্চেস্টার । উলটোদিকে আবার এটাও সত্যি যে, তেমন কোনও ক্লাব ক্রিশ্চিয়ানোকে নিয়ে আগ্রহীও নয় । স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিককে নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল বটে । কিন্তু ম্যাঞ্চেস্টার ক্রিশ্চিয়ানোকে কেবল চুক্তি বাড়ানোর শর্তেই লোনে ছাড়তে রাজি ছিল, নচেৎ নয় । সবমিলিয়ে ক্রিশ্চিয়ানোকে ছাড়াই যেন আগামী মরশুমের চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনের সম্ভাবনা গাঢ় হচ্ছে ।
আরও পড়ুন: জন্মদিনের পরের দিনই ইস্টবেঙ্গলের চূড়ান্ত স্বাক্ষর
রোনাল্ডো ক্লাব ছাড়বেন এমন সম্ভাবনা কোচ হয়ে আসার পর থেকেই উড়িয়ে দিচ্ছেন টেন হ্যাগ । রোনাল্ডোর প্রাক-মরশুম প্রস্তুতিতে যোগ না-দেওয়ার বিষয়টিকেও নানাভাবে আড়াল করার চেষ্টা করেছেন আয়াক্স প্রাক্তনী । একইসঙ্গে বারবার বলেছেনে 'রোনাল্ডো ইজ নট ফর সেল'। বুধবার সেই টেন হ্যাগের সঙ্গেই আলোচনায় বসছেন পর্তুগিজ । কী সমাধানসূত্র বেরোয় সেই আলোচনার টেবিল থেকে, জানতে অধীর আগ্রহী ফুটবল জনতা ।