নিউইয়র্ক, 10 সেপ্টেম্বর: শনিবার যুক্তরাষ্ট্র ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে খেতাব জিতলেন কোকো গফ । আমেরিকার বছর উনিশের কোকো গফ এবার নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ৷ বেলারুশের এরিনা সাবালেঙ্কাকে ফাইনালে 2-6, 6-3, 6-2 গেমে হারালেন মার্কিন তরুণী। ফাইনালের আগে গফের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। প্রথম সেট হেরে যাওয়ার পরও বিশ্বের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কাকে 2-6, 6-3, 6-2 গেমে হারিয়ে জিতলেন ইউএস ওপেন।
-
The championship moment as heard on US Open radio 🎙️⤵️ pic.twitter.com/PzB4dTTQJo
— US Open Tennis (@usopen) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The championship moment as heard on US Open radio 🎙️⤵️ pic.twitter.com/PzB4dTTQJo
— US Open Tennis (@usopen) September 9, 2023The championship moment as heard on US Open radio 🎙️⤵️ pic.twitter.com/PzB4dTTQJo
— US Open Tennis (@usopen) September 9, 2023
আর্থার অ্যাশ স্টেডিয়ামে দু'ঘণ্টা ছয় মিনিট ধরে এই খেলা চলে। কোকোকে এই খেতাব নিজের হাতে তুলে নেওয়ার জন্য খুব সহজেই জায়গা ছেড়ে দেননি বিশ্বের এক নম্বর খেলোয়াড় সাবালেঙ্কা ৷ এর আগে 1999 সালে সেরেনা উইলিয়ামস মাত্র 18 বছর বয়সে মার্টিনা হিঙ্গিসকে হারিয়ে ইউএস চ্যাম্পিয়ন হন। চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাবালেঙ্কা। ফরাসি ওপেন ও উইম্বলডনে সেমিফাইনালে বিদায় নিয়েছিলেন তিনি। গ্র্যান্ড স্ল্যাম জিতে বছরের শেষটা করার সুযোগ ছিল তাঁর। কিন্তু তা আর হল না ৷ দ্বিতীয় কনিষ্ঠতম হিসাবে ইউএস ওপেন জিতে নিলেন কোকো ৷ সেরেনার পর কিশোরী হিসেবে ইউএস ওপেন জিতলেন গফ ৷
-
Hear from the champ 🏆 👇 pic.twitter.com/NBgAyJqz3c
— US Open Tennis (@usopen) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hear from the champ 🏆 👇 pic.twitter.com/NBgAyJqz3c
— US Open Tennis (@usopen) September 10, 2023Hear from the champ 🏆 👇 pic.twitter.com/NBgAyJqz3c
— US Open Tennis (@usopen) September 10, 2023
নিজের আধিপত্য দেখিয়ে মাত্র 40 মিনিটে প্রথম সেটে এগিয়ে যান বিশ্বের এক নম্বর সাবালেঙ্কা। ফলে প্রথম সেটে হেরে বেশ চাপে পড়ে যান কোকো। কিন্তু পরবর্তী গেমগুলোয় নিজের ধারাবাহিকতা দেখাতে পারছিলেন না সাবালেঙ্কা। ম্যাচের একদম শেষের দিকে ফিরে আসার একটা চেষ্টা চালিয়েছিলেন সাবালেঙ্কা তবে সেই চেষ্টায় সফল হননি। কোকো তখন ছন্দে ৷ চোখে পড়ে সাবালেঙ্কার শক্তির বিরুদ্ধে গফের দমের লড়াই। ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন মার্কিন মুলুকের নতুন রানি ৷ অন্যদিকে, এই টুর্নামেন্ট জেতার পর সাবালেঙ্কার চিৎকার বোঝা যায় তাঁর জন্য ম্যাচ জেতা কতটা দরকার ছিল ৷ ম্যাচ শেষে গফ বলেন, "আমি ঈশ্বরকে বলছিলাম ঈশ্বর এটা কি সত্যি ? আমি ভাবতেই পারছি না ৷
আরও পড়ুন: স্বপ্নভঙ্গ! 13 বছর পরও ফাইনালে উঠে ইউএস ওপেন ডাবলসের খেতাব হাতছাড়া বোপান্না-এবডেনের