ETV Bharat / sports

ISL 2022-23: চেন্নাইয়িনের বিরুদ্ধে জোড়া গোলে হার, পরাজয়ের সরণিতে ফিরল লাল-হলুদ

ম্যাচ জিতলে চেন্নাইয়িনকে টপকে লিগ টেবিলে আটে উঠে আসার সুযোগ ছিল লাল-হলুদের কাছে ৷ কিন্তু হেরে সেই সুযোগ খোয়াল ইস্টবেঙ্গল (Chennaiyin FC beat East Bengal) ৷ 18 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে ন'য়েই রইল তারা ৷

Etv Bharat
চেন্নাইয়িনের বিরুদ্ধে জোড়া গোলে হার লাল-হলুদের
author img

By

Published : Feb 12, 2023, 11:07 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: মরশুম আসে, মরশুম যায়; ইস্টবেঙ্গলে আঁধার ঘোচে না ৷ এফসি গোয়াকে হারিয়ে গতকাল লিগ শিল্ড ইতিমধ্যেই ঘরে তুলে নিয়েছে মুম্বই সিটি এফসি ৷ ঠিক তার পরদিন চেন্নাইয়ের বিরুদ্ধে দু'গোলে হেরে পরাজয়ের সরণিতে ফিরল শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল (Chennaiyin FC beat East Bengal in Hero ISL) ৷ শেষ পাঁচ ম্যাচের একটিতে জয়, একটি ড্র; বাকি তিনটিতে পরাজয় লাল-হলুদের ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যে লালচুংনুঙ্গার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল ৷ চুক্তি বর্ধিত হওয়ার পর থেকে একের পর এক ম্যাচে দলের রক্ষণে বোঝা হয়ে উঠছেন এই মিজো ডিফেন্ডার ৷

87 মিনিটে চেন্নাইয়িনের হয়ে দ্বিতীয় গোল রহিম আলির। ম্যাচের সেরা অনিরুদ্ধ থাপা। টানা সাত ম্যাচ জয়ের মুখ না-দেখা দক্ষিণের দলটি ইস্টবেঙ্গলকে হারিয়ে উইনিং ট্র্যাকে ফিরল ৷ রবিবার দলে চারটি বদল করেছিলে স্টিফেন কনস্ট্যানটাইন। সার্থক গোলুই, মোবাশির রহমান, সুহের ভিপি, জর্ডন দোহার্তিকে একাদশে ফেরালেও ব্রিটিশ কোচ ফাঁক-ফোকর বন্ধ করতে ব্যর্থ। দলের মধ্যে বোঝাপড়ার অভাব আরও প্রকট হয়ে ধরা পড়ল এদিন ৷ যার সুযোগ নিয়ে গেলেন অনিরুদ্ধ থাপারা। প্রথমার্ধে অগোছালো ফুটবলের মধ্যেও ইস্টবেঙ্গল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। অন্তত দু'বার গোলের সহজ সুযোগ নষ্ট করে তারা। সুহের ভিপি দুরন্ত আক্রমণে তৈরি সুযোগ হেলায় বাইরে মারেন। জ্যাক জারভিসের শট অল্পের জন্য বাইরে যায়। তবে তাতে চেন্নাইয়িনের কৃতিত্ব তাতে খাটো হওয়ার নয় ৷

আরও পড়ুন: নরহরির জোড়া গোল, ড্র দিয়ে সন্তোষ অভিযান শুরু বাংলার

কোচ স্টিফেন কনস্ট্যানটাইন সুপার কাপের পরিকল্পনা সাজাচ্ছেন। কিন্তু তাঁর দলের বেশ কয়েকজন ফুটবলারকে দেখে মনে হচ্ছে আত্মসন্তুষ্টিতে ভুগছেন। উদাহরন লালচুংনুঙ্গা। শুধু রক্ষণ নয়, পুরো দলটাই বোঝাপড়ার অভাবে ভুগল এদিন। নাওরেম মহেশকে ছাড়া কাউকে দেখে মনে হয়নি লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে নেমেছেন। ক্লেইটন সিলভা ম্যাচে বলের জোগানের অভাবে ভুগলেন। যা আগের কোনও ম্যাচে হয়নি। একই কথা জ্যাক জারভিস সম্পর্কেও খাটে। আগামী 19 ফেব্রুয়ারি 19তম ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ লিগ শিল্ড জয়ী মুম্বই সিটি এফসি ৷

কলকাতা, 12 ফেব্রুয়ারি: মরশুম আসে, মরশুম যায়; ইস্টবেঙ্গলে আঁধার ঘোচে না ৷ এফসি গোয়াকে হারিয়ে গতকাল লিগ শিল্ড ইতিমধ্যেই ঘরে তুলে নিয়েছে মুম্বই সিটি এফসি ৷ ঠিক তার পরদিন চেন্নাইয়ের বিরুদ্ধে দু'গোলে হেরে পরাজয়ের সরণিতে ফিরল শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল (Chennaiyin FC beat East Bengal in Hero ISL) ৷ শেষ পাঁচ ম্যাচের একটিতে জয়, একটি ড্র; বাকি তিনটিতে পরাজয় লাল-হলুদের ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যে লালচুংনুঙ্গার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল ৷ চুক্তি বর্ধিত হওয়ার পর থেকে একের পর এক ম্যাচে দলের রক্ষণে বোঝা হয়ে উঠছেন এই মিজো ডিফেন্ডার ৷

87 মিনিটে চেন্নাইয়িনের হয়ে দ্বিতীয় গোল রহিম আলির। ম্যাচের সেরা অনিরুদ্ধ থাপা। টানা সাত ম্যাচ জয়ের মুখ না-দেখা দক্ষিণের দলটি ইস্টবেঙ্গলকে হারিয়ে উইনিং ট্র্যাকে ফিরল ৷ রবিবার দলে চারটি বদল করেছিলে স্টিফেন কনস্ট্যানটাইন। সার্থক গোলুই, মোবাশির রহমান, সুহের ভিপি, জর্ডন দোহার্তিকে একাদশে ফেরালেও ব্রিটিশ কোচ ফাঁক-ফোকর বন্ধ করতে ব্যর্থ। দলের মধ্যে বোঝাপড়ার অভাব আরও প্রকট হয়ে ধরা পড়ল এদিন ৷ যার সুযোগ নিয়ে গেলেন অনিরুদ্ধ থাপারা। প্রথমার্ধে অগোছালো ফুটবলের মধ্যেও ইস্টবেঙ্গল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। অন্তত দু'বার গোলের সহজ সুযোগ নষ্ট করে তারা। সুহের ভিপি দুরন্ত আক্রমণে তৈরি সুযোগ হেলায় বাইরে মারেন। জ্যাক জারভিসের শট অল্পের জন্য বাইরে যায়। তবে তাতে চেন্নাইয়িনের কৃতিত্ব তাতে খাটো হওয়ার নয় ৷

আরও পড়ুন: নরহরির জোড়া গোল, ড্র দিয়ে সন্তোষ অভিযান শুরু বাংলার

কোচ স্টিফেন কনস্ট্যানটাইন সুপার কাপের পরিকল্পনা সাজাচ্ছেন। কিন্তু তাঁর দলের বেশ কয়েকজন ফুটবলারকে দেখে মনে হচ্ছে আত্মসন্তুষ্টিতে ভুগছেন। উদাহরন লালচুংনুঙ্গা। শুধু রক্ষণ নয়, পুরো দলটাই বোঝাপড়ার অভাবে ভুগল এদিন। নাওরেম মহেশকে ছাড়া কাউকে দেখে মনে হয়নি লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে নেমেছেন। ক্লেইটন সিলভা ম্যাচে বলের জোগানের অভাবে ভুগলেন। যা আগের কোনও ম্যাচে হয়নি। একই কথা জ্যাক জারভিস সম্পর্কেও খাটে। আগামী 19 ফেব্রুয়ারি 19তম ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ লিগ শিল্ড জয়ী মুম্বই সিটি এফসি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.