ETV Bharat / sports

ATKMB vs CFC: প্রথম ম্যাচেই ডুবল পালতোলা নৌকো, প্রত্যাবর্তনের আইএসএলে মুখ পুড়ল যুবভারতীরও - প্রথম ম্যাচেই ডুবল পালতোলা নৌকো

63 মিনিটে জুলিয়াসের পাস ধরে পরিবর্ত হিসেবে মাঠে নামা ঘানার কারিকারিকে বক্সের মধ্যে গোলরক্ষক বিশাল কাইথ ফাউল করায় পেনাল্টি পায় চেন্নাইয়িন । গোল করতে ভুল করেননি কারিকারি । শেষ মুহূর্তে গোল করেন রহিম আলি ।

Etv Bharat
ATKMB vs CFC Match
author img

By

Published : Oct 10, 2022, 9:45 PM IST

কলকাতা, 10 অক্টোবর: ঘরের মাঠে প্রত্যাবর্তনে আইএসএল অভিযান সুখকর হল না হুগো বুমোস, মনবীর সিংদের । প্রথম ম্যাচেই চেন্নাইয়িন এফসির কাছে হেরে গেল এটিকে মোহনবাগান । সৌজন্যে, আরেক ঘরের ছেলে । বাগানের অ্যাকাডেমি থেকে উঠে আসা রহিম আলির শেষ মুহূর্তের গোলেই উদ্বোধনী ম্যাচেই ডুবল গঙ্গাপাড়ের ক্লাব (CFC beat ATK MB in ISL season opener) ।

দু'বছর পরে আইএসএল-এর গ্যালারিতে দর্শক ফিরলেও কলকাতা সাড়া দিল কই । চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ দেখতে হাজার দশেক মোহনবাগান সমর্থক মাঠে উপস্থিত ছিলেন । ম্যাচের 53 মিনিটে আলো বিভ্রাটে খেলা বন্ধ থাকল 10 মিনিট । এক নম্বর বাতিস্তম্ভের বিভ্রাটের কারণেই ম্যাচ সাময়িক বন্ধ হয়ে যায় ।

আলো বিভ্রাটের পরেই এটিকে মোহনবাগানের খেলা বিবর্ণ । 27 মিনিটে প্রতিআক্রমণে গোল সবুজ-মেরুনের । হুগো বুমোস, দিমিত্রিস, মনবীর সিংয়ের ত্রিফলা আক্রমণে গোলের মুখ খুলে যায় । দুরন্ত বোঝাপড়ার ঝলকে ছিল আশার আলো । তার আগে ম্যাচের রাশ ছিল জুয়ান ফেরান্দোর ছেলেদের পায়েই । চেন্নাইয়িনের তেকাঠির তলায় দেবজিৎ মজুমদার বিরতির আগে দুর্ভেদ্য না-হলে হয়তো গোল সংখ্যা বাড়তে পারত মোহনবাগানের ।

আরও পড়ুন: উদ্বোধনেই নিভল মশাল, হার দিয়ে আইএসএল অভিযান শুরু লাল-হলুদের

বিরতির পরে বিভ্রাট কাটিয়ে মাঠে ফিরলেও অন্ধকারে জুয়ান ফেরান্দোর ছেলেরা । 63 মিনিটে জুলিয়াসের পাস ধরে পরিবর্ত হিসেবে মাঠে নামা ঘানার কারিকারিকে বক্সের মধ্যে গোলরক্ষক বিশাল কাইথ ফাউল করায় পেনাল্টি পায় চেন্নাইয়িন । গোল করতে ভুল করেননি কারিকারি । খেলা শেষের কয়েকমিনিট আগে গোল করে দক্ষিণের দলটির তিন পয়েন্ট নিশ্চিত করেন রহিম আলি ।

কলকাতা, 10 অক্টোবর: ঘরের মাঠে প্রত্যাবর্তনে আইএসএল অভিযান সুখকর হল না হুগো বুমোস, মনবীর সিংদের । প্রথম ম্যাচেই চেন্নাইয়িন এফসির কাছে হেরে গেল এটিকে মোহনবাগান । সৌজন্যে, আরেক ঘরের ছেলে । বাগানের অ্যাকাডেমি থেকে উঠে আসা রহিম আলির শেষ মুহূর্তের গোলেই উদ্বোধনী ম্যাচেই ডুবল গঙ্গাপাড়ের ক্লাব (CFC beat ATK MB in ISL season opener) ।

দু'বছর পরে আইএসএল-এর গ্যালারিতে দর্শক ফিরলেও কলকাতা সাড়া দিল কই । চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ দেখতে হাজার দশেক মোহনবাগান সমর্থক মাঠে উপস্থিত ছিলেন । ম্যাচের 53 মিনিটে আলো বিভ্রাটে খেলা বন্ধ থাকল 10 মিনিট । এক নম্বর বাতিস্তম্ভের বিভ্রাটের কারণেই ম্যাচ সাময়িক বন্ধ হয়ে যায় ।

আলো বিভ্রাটের পরেই এটিকে মোহনবাগানের খেলা বিবর্ণ । 27 মিনিটে প্রতিআক্রমণে গোল সবুজ-মেরুনের । হুগো বুমোস, দিমিত্রিস, মনবীর সিংয়ের ত্রিফলা আক্রমণে গোলের মুখ খুলে যায় । দুরন্ত বোঝাপড়ার ঝলকে ছিল আশার আলো । তার আগে ম্যাচের রাশ ছিল জুয়ান ফেরান্দোর ছেলেদের পায়েই । চেন্নাইয়িনের তেকাঠির তলায় দেবজিৎ মজুমদার বিরতির আগে দুর্ভেদ্য না-হলে হয়তো গোল সংখ্যা বাড়তে পারত মোহনবাগানের ।

আরও পড়ুন: উদ্বোধনেই নিভল মশাল, হার দিয়ে আইএসএল অভিযান শুরু লাল-হলুদের

বিরতির পরে বিভ্রাট কাটিয়ে মাঠে ফিরলেও অন্ধকারে জুয়ান ফেরান্দোর ছেলেরা । 63 মিনিটে জুলিয়াসের পাস ধরে পরিবর্ত হিসেবে মাঠে নামা ঘানার কারিকারিকে বক্সের মধ্যে গোলরক্ষক বিশাল কাইথ ফাউল করায় পেনাল্টি পায় চেন্নাইয়িন । গোল করতে ভুল করেননি কারিকারি । খেলা শেষের কয়েকমিনিট আগে গোল করে দক্ষিণের দলটির তিন পয়েন্ট নিশ্চিত করেন রহিম আলি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.