সিডনি, 29 অক্টোবর: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে এদি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বেকায়দায় পড়ে নিউজিল্যান্ড ৷ 15 রানের মধ্যে দুই ওপেনার এবং অধিনায়কের উইকেট হারিয়ে যখন ধুঁকছে কিউয়িরা, তখন কেন উইলিয়ামসনের দলের 'মসীহা' হয়ে ওঠেন গ্লেন ফিলিপস (Glenn Phillips) ৷ চলতি বিশ্বকাপের দ্বিতীয় শতরানটি হাঁকিয়ে নিউজিল্যান্ডকে শেষ চারের পথে আরও একধাপ এগিয়ে দিলেন ডানহাতি হার্ড হিটার ৷ ফিলিপসের শতরানের সৌজন্যে সিডনিতে শ্রীলঙ্কাকে 65 রানে হারাল কিউয়িরা (Glenn Phillips century helps New Zealand to thrash Sri Lanka) ৷
রিলে রোসউ'য়ের পর চলতি বিশ্বকাপের দ্বিতীয় শতরান করে বিরল একটি নজিরও গড়লেন ফিলিপস ৷ টি-20 বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে চার নম্বর কিংবা তার নীচে ক্রিজে নামা প্রথম ব্যাটার হিসেবে শতরান এল ফিলিপসের ব্যাটে ৷ যা বিরল নজির ৷ এদিন চতুর্থ ওভারে নিউজিল্য়ান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হওয়ার পর চার নম্বরে ব্যাট করতে নামেন ফিলিপস ৷ চতুর্থ উইকেটে ডারিল মিচেলকে সঙ্গে নিয়ে তাঁর 84 রানের জুটি কিউয়িদের বিপদ থেকে টেনে তোলে ৷
দ্বীপরাষ্ট্রের বোলারদের বেধড়ক ঠেঙিয়ে মাত্র 60 বলে কেরিয়ারের দ্বিতীয় টি-20 শতরান পূর্ণ করেন দক্ষিণ আফ্রিকাজাত এই কিউয়ি ব্যাটার ৷ 64 বলে তাঁর 104 রানের ইনিংসে ছিল 10টি চার, 4টি ছক্কা (Phillips hits 104 runs from 64 balls) ৷ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 167 রান তোলে নিউজিল্যান্ড ৷
আরও পড়ুন: রাহুল রানে ফিরবে শীঘ্রই, নিশ্চিত সৌরভ
রান তাড়া করতে নেমে শুরু থেকেই হোঁচট খেতে থাকে শ্রীলঙ্কা ৷ বোল্ট-সাউদিদের দাপটে 24 রানে পাঁচ উইকেট হারানো এশিয়া সেরারা আর ম্যাচে ফিরতে পারেনি ৷ 19.2 ওভারে মাত্র 102 রানেই গুটিয়ে যায় তারা ৷ কিউয়িদের হয়ে চার উইকেট ঝুলিতে ভরেন বোল্ট (Trent Boult takes four wickets) ৷ শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে রান-রেট অনেকটা বাড়িয়ে গ্রুপ এ-র মগডালে নিউজিল্যান্ড ৷ তিন ম্যাচে তাদের পয়েন্ট 5 ৷