ETV Bharat / sports

UEFA Champions League : লিপ্পি-ফার্গুসনকে টপকালেন আন্সেলোত্তি, আফ্রিকান অভিশাপেই লিগ হাতছাড়া পেপের ? - লিপ্পি ফার্গুসনকে টপকালেন আন্সেলোত্তি

রেকর্ড গড়লেন রিয়ালের হেডস্যর ৷ প্রথম কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হটসিটে বসবেন কার্লো আন্সেলোত্তি ৷ অন্যদিকে, পরপর দু'বার স্বপ্নভঙ্গ হল পেপ গুয়ার্দিওলার (Real Madrid beat Manchester City in UCL Semi) ৷

Champions League News
চ্যাম্পিয়ন্স লিগ
author img

By

Published : May 5, 2022, 9:50 AM IST

মাদ্রিদ, 5 মে : এস্প্যানিয়লকে হারিয়ে লস ব্ল্যাঙ্কোসদের লা লিগা জয় ঐতিহাসিক হয়ে রয়েছে আনসেলোত্তির কোচিং কেরিয়ারে ৷ বিশ্বের প্রথম কোচ হিসেবে ইউরোপের পাঁচটি মেজর লিগের সবক'টিই জিতে নিয়েছেন তিনি এদিন ফের রেকর্ড গড়লেন রিয়ালের হেডস্যর ৷ সবচেয়ে বেশিবার কোচ হিসেবে দলকে ইউরোপ সেরা হওয়ার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেলেন তিনি (Carlo Ancelotti Becomes the First man to coach in five European Cup finals) ৷

বুধবার ম্যাচের আগে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড ছিল পাঁচ কোচের দখলে ৷ আন্সোলোত্তি ছাড়াও তালিকায় ছিলেন মার্সেল্লো লিপ্পি, স্যর অ্যালেক্স ফার্গুসন, মিগুয়েল মুনোজ ৷ ভিলারিয়ালকে হারিয়ে সেই তালিকায় ঢুকে পড়েছিলেন জুর্গেন ক্লপও ৷ বুধবার শেষ মুহূর্তের ঝড়ে ফাইনাল নিশ্চিত করে প্রথম কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হটসিটে বসবেন আন্সেলোত্তি ৷

Champions League News
লিপ্পি-ফার্গুসনকে টপকালেন আন্সেলোত্তি

এর আগে 2013-15 মাদ্রিদের কোচ ছিলেন আন্সেলোত্তি ৷ স্প্যানিশ জায়ান্টদের 'লা ডেসিমা' অর্থাৎ দশম চ্যাম্পিয়নস লিগ জয় এসেছিল তাঁর অধীনেই (Real Madrid won La Decima under Carlo Ancelotti) ৷ 2002-03, 2006-07 সালে দু'বার ইউরোপ সেরা করেছিলেন এসি মিলানকে ৷ প্যারিসে গিয়ে সেই সংখ্যাটাই আরেকটা বাড়িয়ে নিতে বদ্ধপরিকর আন্সেলোত্তি ৷

অন্য়দিকে, বার্সেলোনাকে দু'বার চ্যাম্পিয়ন্স লিগ দেওয়া পেপ গুয়ার্দিওলা শেষবার ইউরোপ সেরার ট্রফি ছুঁয়েছিলেন 2010-11 মরশুমে ৷ তারপর জার্মানির সেরা ক্লাব কিংবা ইংল্যান্ডের ধনীতম ক্লাবের হেডস্যরের দায়িত্ব নিলেও ট্রফি অধরাই রয়ে গিয়েছে তাঁর ৷ তিনবার সেমিফাইনালে হেরেছে টানা 10 বারের বুন্দেসলিগা জয়ীরা ৷ বায়ার্নকে ফাইনালে তুলতে না পারলেও গত বছর তাঁর কোচিংয়েই ফাইনাল খেলেছিল ম্যান সিটি ৷ যদিও চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ‘দ্য ক্সাই ব্লুস’দের ৷

আরও পড়ুন : ইউরোপের পাঁচ মেজর লিগের সবক'টি জিতে ইতিহাসে আন্সেলোত্তি

2018 মরশুমে সিটি দলের অন্যতম ভরসা ছিলেন ইয়াইয়া তোরে ৷ আইভারি কোস্টের তারকার সঙ্গে সমস্যা শুরু হয়েছিল গুয়ার্দিওলার ৷ তোরেকে পরপর ম্যাচে বেঞ্চে বসিয়ে রেখে আফ্রিকান সমর্থকদের রোষের মুখেও পড়তে হয়েছিল কাতালান কোচকে ৷ খোদ তোরের এজেন্ট দিমিত্রি সিলাক বলেছিলেন, ‘‘আর কখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না পেপ ৷ আফ্রিকার অনেক মানুষকে ও (পড়ুন পেপ) কষ্ট দিয়েছে ৷ তাঁদের ‘ভুডু’ ওঁকে আর এই ট্রফি জিততে দেবে না ৷’’ তারপরেই পরপর দু'বার তীরে এসেও তরী ডোবায় চার বছর আগের সেই ঘটনাই মনে করাচ্ছেন অনেকে ৷’’

  • প্রসঙ্গত, আফ্রিকায় ভুডু এক ধরনের সনাতন ধর্মীয় অভ্যাস, যা অভিশাপ দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয় ৷ মনে করা হয়, ভুডু দেওয়ার সময় সরাসরি আত্মাকে আহ্বান জানানো হয় ৷

মাদ্রিদ, 5 মে : এস্প্যানিয়লকে হারিয়ে লস ব্ল্যাঙ্কোসদের লা লিগা জয় ঐতিহাসিক হয়ে রয়েছে আনসেলোত্তির কোচিং কেরিয়ারে ৷ বিশ্বের প্রথম কোচ হিসেবে ইউরোপের পাঁচটি মেজর লিগের সবক'টিই জিতে নিয়েছেন তিনি এদিন ফের রেকর্ড গড়লেন রিয়ালের হেডস্যর ৷ সবচেয়ে বেশিবার কোচ হিসেবে দলকে ইউরোপ সেরা হওয়ার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেলেন তিনি (Carlo Ancelotti Becomes the First man to coach in five European Cup finals) ৷

বুধবার ম্যাচের আগে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড ছিল পাঁচ কোচের দখলে ৷ আন্সোলোত্তি ছাড়াও তালিকায় ছিলেন মার্সেল্লো লিপ্পি, স্যর অ্যালেক্স ফার্গুসন, মিগুয়েল মুনোজ ৷ ভিলারিয়ালকে হারিয়ে সেই তালিকায় ঢুকে পড়েছিলেন জুর্গেন ক্লপও ৷ বুধবার শেষ মুহূর্তের ঝড়ে ফাইনাল নিশ্চিত করে প্রথম কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হটসিটে বসবেন আন্সেলোত্তি ৷

Champions League News
লিপ্পি-ফার্গুসনকে টপকালেন আন্সেলোত্তি

এর আগে 2013-15 মাদ্রিদের কোচ ছিলেন আন্সেলোত্তি ৷ স্প্যানিশ জায়ান্টদের 'লা ডেসিমা' অর্থাৎ দশম চ্যাম্পিয়নস লিগ জয় এসেছিল তাঁর অধীনেই (Real Madrid won La Decima under Carlo Ancelotti) ৷ 2002-03, 2006-07 সালে দু'বার ইউরোপ সেরা করেছিলেন এসি মিলানকে ৷ প্যারিসে গিয়ে সেই সংখ্যাটাই আরেকটা বাড়িয়ে নিতে বদ্ধপরিকর আন্সেলোত্তি ৷

অন্য়দিকে, বার্সেলোনাকে দু'বার চ্যাম্পিয়ন্স লিগ দেওয়া পেপ গুয়ার্দিওলা শেষবার ইউরোপ সেরার ট্রফি ছুঁয়েছিলেন 2010-11 মরশুমে ৷ তারপর জার্মানির সেরা ক্লাব কিংবা ইংল্যান্ডের ধনীতম ক্লাবের হেডস্যরের দায়িত্ব নিলেও ট্রফি অধরাই রয়ে গিয়েছে তাঁর ৷ তিনবার সেমিফাইনালে হেরেছে টানা 10 বারের বুন্দেসলিগা জয়ীরা ৷ বায়ার্নকে ফাইনালে তুলতে না পারলেও গত বছর তাঁর কোচিংয়েই ফাইনাল খেলেছিল ম্যান সিটি ৷ যদিও চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ‘দ্য ক্সাই ব্লুস’দের ৷

আরও পড়ুন : ইউরোপের পাঁচ মেজর লিগের সবক'টি জিতে ইতিহাসে আন্সেলোত্তি

2018 মরশুমে সিটি দলের অন্যতম ভরসা ছিলেন ইয়াইয়া তোরে ৷ আইভারি কোস্টের তারকার সঙ্গে সমস্যা শুরু হয়েছিল গুয়ার্দিওলার ৷ তোরেকে পরপর ম্যাচে বেঞ্চে বসিয়ে রেখে আফ্রিকান সমর্থকদের রোষের মুখেও পড়তে হয়েছিল কাতালান কোচকে ৷ খোদ তোরের এজেন্ট দিমিত্রি সিলাক বলেছিলেন, ‘‘আর কখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না পেপ ৷ আফ্রিকার অনেক মানুষকে ও (পড়ুন পেপ) কষ্ট দিয়েছে ৷ তাঁদের ‘ভুডু’ ওঁকে আর এই ট্রফি জিততে দেবে না ৷’’ তারপরেই পরপর দু'বার তীরে এসেও তরী ডোবায় চার বছর আগের সেই ঘটনাই মনে করাচ্ছেন অনেকে ৷’’

  • প্রসঙ্গত, আফ্রিকায় ভুডু এক ধরনের সনাতন ধর্মীয় অভ্যাস, যা অভিশাপ দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয় ৷ মনে করা হয়, ভুডু দেওয়ার সময় সরাসরি আত্মাকে আহ্বান জানানো হয় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.