ETV Bharat / sports

Ancelotti Creates History : ইউরোপের পাঁচ মেজর লিগের সবক'টি জিতে ইতিহাসে আনসেলোত্তি - ইউরোপের পাঁচ মেজর লিগের সবক'টি জিতে ইতিহাসে আনসেলোত্তি

এস্প্যানিয়লকে হারিয়ে শনিবার লস ব্ল্যাঙ্কোসদের লা লিগা জয় ঐতিহাসিক হয়ে রইল আনসেলোত্তির কোচিং কেরিয়ারে ৷ বিশ্বের প্রথম কোচ হিসেবে ইউরোপের পাঁচটি মেজর লিগের সবক'টিই জিতে নিলেন তিনি (Carlo Ancelotti Becomes the First Coach to Win Top Five Leagues in Europe) ৷

Ancelotti Creates History
ইউরোপের পাঁচ মেজর লিগের সবক'টি জিতে ইতিহাসে আনসেলোত্তি
author img

By

Published : May 1, 2022, 3:52 PM IST

মাদ্রিদ, 1 মে : রিয়াল মাদ্রিদের 35তম ঘরোয়া খেতাব জয়ের সঙ্গে ইতিহাসে নাম খোদাই করলেন কার্লো আনসেলোত্তি ৷ বিশ্বের প্রথম কোচ হিসেবে ইউরোপের পাঁচটি মেজর লিগের সবক'টিই জিতে নিলেন তিনি (Carlo Ancelotti Becomes the First Coach to Win Top Five Leagues in Europe) ৷ সবমিলিয়ে এস্প্যানিয়লকে হারিয়ে শনিবার লস ব্ল্যাঙ্কোসদের লা লিগা জয় ঐতিহাসিক হয়ে রইল আনসেলোত্তির কোচিং কেরিয়ারে ৷

এর আগে 2013-15 বার্নাব্যুতে কোচের পদে আসীন ছিলেন আনসেলোত্তি ৷ স্প্যানিশ জায়ান্টদের 'লা ডেসিমা' অর্থাৎ দশম চ্যাম্পিয়নস লিগ জয় এসেছিল তাঁর অধীনেই (Real Madrid won 'La Decima' under Carlo Ancelotti) ৷ কিন্তু প্রথম দফায় রিয়ালকে ঘরোয়া খেতাব এনে দিতে ব্যর্থ হয়েছিলেন আনসেলোত্তি ৷ দ্বিতীয়বার হটসিটে বসে সেই অধরা খেতাব জিতে নিলেন মালদিনির দেশের কোচ ৷

2004 এসি মিলানকে সিরি-এ খেতাব এনে দিয়ে ইউরোপের প্রথম মেজর খেতাবের স্বাদ পেয়েছিলেন ইতালিয়ান কোচ ৷ এরপর একে একে 2010 চেলসিকে প্রিমিয়র লিগ, 2013 প্যারিস সাঁ জাঁ-কে লিগ ওয়ান এবং 2017 বায়ার্নকে বুন্দেসলিগা খেতাব এনে দিয়েছিলেন ষাটোর্ধ্ব এই কোচ ৷

আরও পড়ুন : রিয়ালের ট্রফি ক্যাবিনেটে এল 35 নম্বর লা লিগা

বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগে ম্যাঞ্চেস্টার সিটির সামনে স্প্যানিশ চ্যাম্পিয়নরা ৷ পেপ গুয়ার্দিয়োলার দলের বিরুদ্ধে নামার আগে এই জয় এবং সেলিব্রেশন দলের ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখবে বলে মত আনসেলোত্তির ৷ বেনজেমাদের কোচ খেতাব জয়ের পর বলেন, "কঠিন লড়াইয়ের আগে খেতাব জয়ের উদযাপন লকার রুমে বাড়তি এনার্জি নিয়ে আসবে"

মাদ্রিদ, 1 মে : রিয়াল মাদ্রিদের 35তম ঘরোয়া খেতাব জয়ের সঙ্গে ইতিহাসে নাম খোদাই করলেন কার্লো আনসেলোত্তি ৷ বিশ্বের প্রথম কোচ হিসেবে ইউরোপের পাঁচটি মেজর লিগের সবক'টিই জিতে নিলেন তিনি (Carlo Ancelotti Becomes the First Coach to Win Top Five Leagues in Europe) ৷ সবমিলিয়ে এস্প্যানিয়লকে হারিয়ে শনিবার লস ব্ল্যাঙ্কোসদের লা লিগা জয় ঐতিহাসিক হয়ে রইল আনসেলোত্তির কোচিং কেরিয়ারে ৷

এর আগে 2013-15 বার্নাব্যুতে কোচের পদে আসীন ছিলেন আনসেলোত্তি ৷ স্প্যানিশ জায়ান্টদের 'লা ডেসিমা' অর্থাৎ দশম চ্যাম্পিয়নস লিগ জয় এসেছিল তাঁর অধীনেই (Real Madrid won 'La Decima' under Carlo Ancelotti) ৷ কিন্তু প্রথম দফায় রিয়ালকে ঘরোয়া খেতাব এনে দিতে ব্যর্থ হয়েছিলেন আনসেলোত্তি ৷ দ্বিতীয়বার হটসিটে বসে সেই অধরা খেতাব জিতে নিলেন মালদিনির দেশের কোচ ৷

2004 এসি মিলানকে সিরি-এ খেতাব এনে দিয়ে ইউরোপের প্রথম মেজর খেতাবের স্বাদ পেয়েছিলেন ইতালিয়ান কোচ ৷ এরপর একে একে 2010 চেলসিকে প্রিমিয়র লিগ, 2013 প্যারিস সাঁ জাঁ-কে লিগ ওয়ান এবং 2017 বায়ার্নকে বুন্দেসলিগা খেতাব এনে দিয়েছিলেন ষাটোর্ধ্ব এই কোচ ৷

আরও পড়ুন : রিয়ালের ট্রফি ক্যাবিনেটে এল 35 নম্বর লা লিগা

বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগে ম্যাঞ্চেস্টার সিটির সামনে স্প্যানিশ চ্যাম্পিয়নরা ৷ পেপ গুয়ার্দিয়োলার দলের বিরুদ্ধে নামার আগে এই জয় এবং সেলিব্রেশন দলের ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখবে বলে মত আনসেলোত্তির ৷ বেনজেমাদের কোচ খেতাব জয়ের পর বলেন, "কঠিন লড়াইয়ের আগে খেতাব জয়ের উদযাপন লকার রুমে বাড়তি এনার্জি নিয়ে আসবে"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.