কলকাতা,15 অক্টোবর: বৃষ্টিতে বাতিল হয়ে যাওয়া ইস্টবেঙ্গল বনাম এরিয়ান ম্যাচ দিয়েই ফের শুরু হচ্ছে থমকে থাকা কলকাতা ফুটবল লিগের সুপার সিক্স পর্ব। নৈহাটি স্টেডিয়ামে শনিবার ইস্টবেঙ্গল প্রতিপক্ষ এরিয়ান সম্পর্কে সতর্ক হয়েই মাঠে নামছে (East Bengal to face Aryan FC today)।
আইএসএল শুরু হয়েছে। এমতাবস্থায় স্টিফেন কনস্ট্যান্টাইনের প্রশিক্ষনাধীন শৌভিক চক্রবর্তীরা নন, কলকাতা লিগের এই পর্বে বিনো জর্জের অধীনে প্রশিক্ষনরত মহীতোষ সরকার,অতুল উন্নিকৃষ্ণনরা খেলবেন। তার আগে শুক্রবার সকালে নিজেদের মাঠে ইস্টবেঙ্গল প্র্যাকটিস করে। বৃষ্টিতে ম্যাচ বাতিল হওয়ার পরে পুজোর ছুটি কাটিয়ে লাল হলুদ আবার ম্যাচে ফিরছে। কোচ বিনো জর্জ জানিয়েছেন তাঁর দল তৈরি। প্রথম ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে গোলের সুযোগ তৈরি করলেও তা থেকে গোল হয়নি। ফলে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছিল। সেই খামতি দূর করাই চ্যালেঞ্জ লাল হলুদ ফুটবলারদের সামনে।
কলকাতা লিগে ভারতীয় ফুটবলারদের উপর ভরসা করছে দল। বিনো জর্জ বলছেন,ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামে। তাই তিন পয়েন্টই একমাত্র লক্ষ্য। কলকাতা লিগে ইস্টবেঙ্গল বিদেশি ফুটবলার খেলাচ্ছে না। বিনো জর্জের বিদেশি নির্ভরতা থেকে সরে আসা ভারতীয় ফুটবলারদের কাছে নিজেদের প্রমাণ করার সুযোগ। মাঝের কয়েকদিন খেলা না থাকায় দলকে তৈরি করে নেওয়ার সুযোগ পাওয়া গিয়েছে বলে মনে করেন তিনি। প্রতিপক্ষ এরিয়ান সম্পর্কে সেভাবে ধারণা না থাকায় সমীহের সুর লাল হলুদ কোচের গলায়।
আরও পড়ুন: ওড়িশাকে উড়িয়ে মুস্তাক আলিতে সহজ জয় বাংলার
পাঁচ ম্যাচের সুপার সিক্স পর্ব। প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করায় চ্যাম্পিয়নের দৌড়ে একটু পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল। কিন্তু দৌড়ে যাতে আরও পিছিয়ে না পড়তে হয় তার জন্য ফুটবলারদের সতর্ক হয়ে খেলতে বলেছেন। বিশেষ করে সেটপিসের উপর জোর দিয়েছেন বিনো । অন্যদিকে প্রতিপক্ষ এরিয়ানও মাঠে নামতে তৈরি। কোচ রাজদীপ নন্দী জানিয়েছেন সমস্যা থাকলেও তা কাটিয়ে উঠে খেলতে নামবেন। তাঁদের মত ছোট দলগুলোর দীর্ঘদিন ধরে চলতে থাকা লিগে নিজেদের ধরে রাখা কঠিন। তবুও তাঁরা যতটুকু সম্ভব প্রস্তুতি নিয়েই মাঠে নামবেন। ইস্টবেঙ্গলের মত দলের বিরুদ্ধে পয়েন্ট কাড়ার জন্যই ঝাঁপাবেন।