ETV Bharat / sports

'আমার পরিবারকে হুমকি দিচ্ছে ব্রিজভূষণ', মোদি-শাহের কাছে নিরাপত্তার অনুরোধ সাক্ষীর - নিরাপত্তার অনুরোধ সাক্ষীর

Sakshee Allegation on Brij Bhushan: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহের কাছে নিরাপত্তা চেয়ে অনুরোধ সাক্ষী মালিকের ৷ ব্রিজভূষণ শরণ সিং তাঁর পরিবারকে নিশানা করছেন এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন কুস্তিগীর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 4:34 PM IST

Updated : Jan 3, 2024, 4:48 PM IST

নয়াদিল্লি, 3 জানুয়ারি: কয়েকদিন আগেই কুস্তি ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন প্রাক্তন কুস্তিগীর সাক্ষী মালিক ৷ এক সময় তিনি ছিলেন কেন্দ্রীয় সরকারের 'বেটি বাঁচাও বেটি পড়াও' ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ৷ কিন্তু ব্রিজভূষণ শরণ সিংকে নিয়ে অভিযোগ তোলার পর থেকে কার্যত ব্রাত্য় করে দেওয়া হয়েছে পদকজয়ী বেশকিছু কুস্তিগীরকে ৷ তাঁদের অন্য়তম বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক ৷ এবার তিনি অভিযোগ তুললেন তাঁর পরিবারকে নিশানা করছেন ব্রিজভূষণ ৷

রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে একসময় যৌন নিগ্রহের অভিযোগে সরব হয়েছিলেন সাক্ষী ৷ ব্রিজভূষণকে সভাপতি পদ থেকে সরানো হয় ঠিকই কিন্তু তার জায়গায় নির্বাচন জিতে পদে বসেন তাঁরই ঘনিষ্ঠ রূপে পরিচিত সঞ্জয় সিং ৷ সঞ্জয়ের সভাপতি পদে নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন সাক্ষীরা ৷ প্রতিবাদে কুস্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সাক্ষী ৷ আর এবার সামনে এল তাঁর পরিবারকে নিশানা করার অভিযোগ ৷

  • #WATCH | After WFI suspension, former wrestler Sakshee Malikkh says, "We only had a problem with Sanjay Singh. We don't have any problem with the new federation body or the Ad-hoc committee. I request PM Modi ji, Amit Shah ji to ensure that Sanjay Singh has no involvement in WFI.… pic.twitter.com/F66hegGM5z

    — ANI (@ANI) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাক্ষী বুধবার একটি সাক্ষাৎকারে বলেন, "আমাদের শুধুমাত্র সঞ্জয় সিংকে নিয়ে আপত্তি রয়েছে ৷ নতুন ফেডারেশন বডি বা অ্যাড হক কমিটিকে নিয়ে নয় ৷ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী এবং অমিত শাহজীকে অনুরোধ করছি, সঞ্জয় সিংয়ের যেন ডবলুএফআই-এর সঙ্গে কোনও যোগ না থাকে ৷ ব্রিজভূষণ আমার পরিবারকে নিশানা করার চেষ্টা করছে ৷ আমাদের নিরপত্তা সরকারের দায়িত্ব ৷"

তিনি এদিন এও বলেন, "ব্রিজভূষণ যে এতটা শক্তিশালী হতে পারে তা আমরা জানতাম না ৷ আমি কুস্তি ছেড়ে দিয়েছি ৷ কিন্তু আমি চাই 62 কেজি বিভাগে যে মেয়েরা লড়াই করবে তারা যেন পদক জেতে ৷ আমি ব্রোঞ্জ পেয়েছিলাম আমি চাইব প্যারিস অলিম্পিকে ভারতীয় মেয়েরা 62 কেজি বিভাগে সোনা বা রূপোর পদক জয় করুক ৷"

অন্যদিকে, আবার তরুণ কুস্তিগীররা দিল্লির যন্তরমন্তরে সাক্ষী, বজরং এবং ভিনেশ ফোগতকেই কাঠগোড়ায় তুলেছেন ৷ এই কুস্তিগীরদের দাবি, তাঁদের একবছর নষ্ট করে দিয়েছেন সাক্ষী-বজরংরা ৷ সব মিলিয়ে কুস্তির অন্দরে ভারতে যেন চলছে এক অন্য প্রতিযোগিতা ৷ কুস্তির ম্য়াট কার্যত পরিণত হয়েছে রঙ্গমঞ্চে ৷

আরও পড়ুন:

  1. ফের নাটক কুস্তিতে! এবার ভিনেশ সাক্ষীদের কাঠগড়ায় তুললেন তরুণরা
  2. বজরংয়ের পথেই ভিনেশ! কর্তব্য পথে গিয়ে খেলরত্ন ও অর্জুন ফেরালেন কুস্তিগীর
  3. ফেডারেশনের নয়া কমিটিকে সাসপেন্ড করায় ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তকে স্বাগত ববিতার

নয়াদিল্লি, 3 জানুয়ারি: কয়েকদিন আগেই কুস্তি ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন প্রাক্তন কুস্তিগীর সাক্ষী মালিক ৷ এক সময় তিনি ছিলেন কেন্দ্রীয় সরকারের 'বেটি বাঁচাও বেটি পড়াও' ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ৷ কিন্তু ব্রিজভূষণ শরণ সিংকে নিয়ে অভিযোগ তোলার পর থেকে কার্যত ব্রাত্য় করে দেওয়া হয়েছে পদকজয়ী বেশকিছু কুস্তিগীরকে ৷ তাঁদের অন্য়তম বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক ৷ এবার তিনি অভিযোগ তুললেন তাঁর পরিবারকে নিশানা করছেন ব্রিজভূষণ ৷

রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে একসময় যৌন নিগ্রহের অভিযোগে সরব হয়েছিলেন সাক্ষী ৷ ব্রিজভূষণকে সভাপতি পদ থেকে সরানো হয় ঠিকই কিন্তু তার জায়গায় নির্বাচন জিতে পদে বসেন তাঁরই ঘনিষ্ঠ রূপে পরিচিত সঞ্জয় সিং ৷ সঞ্জয়ের সভাপতি পদে নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন সাক্ষীরা ৷ প্রতিবাদে কুস্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সাক্ষী ৷ আর এবার সামনে এল তাঁর পরিবারকে নিশানা করার অভিযোগ ৷

  • #WATCH | After WFI suspension, former wrestler Sakshee Malikkh says, "We only had a problem with Sanjay Singh. We don't have any problem with the new federation body or the Ad-hoc committee. I request PM Modi ji, Amit Shah ji to ensure that Sanjay Singh has no involvement in WFI.… pic.twitter.com/F66hegGM5z

    — ANI (@ANI) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাক্ষী বুধবার একটি সাক্ষাৎকারে বলেন, "আমাদের শুধুমাত্র সঞ্জয় সিংকে নিয়ে আপত্তি রয়েছে ৷ নতুন ফেডারেশন বডি বা অ্যাড হক কমিটিকে নিয়ে নয় ৷ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী এবং অমিত শাহজীকে অনুরোধ করছি, সঞ্জয় সিংয়ের যেন ডবলুএফআই-এর সঙ্গে কোনও যোগ না থাকে ৷ ব্রিজভূষণ আমার পরিবারকে নিশানা করার চেষ্টা করছে ৷ আমাদের নিরপত্তা সরকারের দায়িত্ব ৷"

তিনি এদিন এও বলেন, "ব্রিজভূষণ যে এতটা শক্তিশালী হতে পারে তা আমরা জানতাম না ৷ আমি কুস্তি ছেড়ে দিয়েছি ৷ কিন্তু আমি চাই 62 কেজি বিভাগে যে মেয়েরা লড়াই করবে তারা যেন পদক জেতে ৷ আমি ব্রোঞ্জ পেয়েছিলাম আমি চাইব প্যারিস অলিম্পিকে ভারতীয় মেয়েরা 62 কেজি বিভাগে সোনা বা রূপোর পদক জয় করুক ৷"

অন্যদিকে, আবার তরুণ কুস্তিগীররা দিল্লির যন্তরমন্তরে সাক্ষী, বজরং এবং ভিনেশ ফোগতকেই কাঠগোড়ায় তুলেছেন ৷ এই কুস্তিগীরদের দাবি, তাঁদের একবছর নষ্ট করে দিয়েছেন সাক্ষী-বজরংরা ৷ সব মিলিয়ে কুস্তির অন্দরে ভারতে যেন চলছে এক অন্য প্রতিযোগিতা ৷ কুস্তির ম্য়াট কার্যত পরিণত হয়েছে রঙ্গমঞ্চে ৷

আরও পড়ুন:

  1. ফের নাটক কুস্তিতে! এবার ভিনেশ সাক্ষীদের কাঠগড়ায় তুললেন তরুণরা
  2. বজরংয়ের পথেই ভিনেশ! কর্তব্য পথে গিয়ে খেলরত্ন ও অর্জুন ফেরালেন কুস্তিগীর
  3. ফেডারেশনের নয়া কমিটিকে সাসপেন্ড করায় ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তকে স্বাগত ববিতার
Last Updated : Jan 3, 2024, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.