ETV Bharat / sports

FIFA World Cup 2022: কাসেমিরোর গোলে ভাঙল সুইস ভল্ট, শেষ ষোলোয় সেলেকাওরা - Switzerland

প্রথম ম্যাচে রিচার্লিসন জোড়া গোল করে নায়ক । সুইৎজারল্যান্ড ডিফেন্ডাররা কড়া জোনাল মার্কিংয়ে তাঁকে নড়তেই দিলেন না । একই দাওয়াই ছিল ভিনিসিয়াস জুনিয়রের জন্যও । ফলে সুইস রক্ষণ ভাঙা কঠিন হয়ে পড়েছিল । শেষ পর্যন্ত 83 মিনিটে কাসেমিরোর শট জালে জড়ায় । হাসি ফোটে ব্রাজিল শিবিরে (Brazil enters Round of Sixteen) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 29, 2022, 6:37 AM IST

দোহা, 29 নভেম্বর: কাসেমেরির গোলে ভাঙল সুইস ভল্ট । জোড়া জয়ে গ্রুপ পর্যায়ে এক ম্যাচ বাকি থাকতেই পরের পর্বে ব্রাজিল । সোমবার সন্ধ্যায় তিতের ছেলেরা 1-0 গোলে সুইৎজারল্যান্ডকে পরাজিত করল । ম্যাচের 83 মিনিটে কাসিমেরোর ডান পায়ের আউট স্টেপ দিয়ে নেওয়া শট জালে আশ্রয় নিতেই গ্যালারিতে হলুদ জার্সির উৎসব (Brazil enters Round of Sixteen) ।

নেইমার চোটের কারণে নেই । মহাতারকার নির্ভরতা সরিয়ে জয় কঠিন হবে না, বলেছিলেন কোচ তিতে । কিন্তু প্রতিপক্ষ যদি নয় থেকে 10 জনে মিলে রক্ষণাত্মক ফুটবল খেলে যায়, তাহলে ফুটবলের সৌন্দর্য নষ্ট হয় । প্রথম ম্যাচে রিচার্লিসন জোড়া গোল করে নায়ক । সুইৎজারল্যান্ড ডিফেন্ডাররা কড়া জোনাল মার্কিংয়ে তাঁকে নড়তেই দিলেন না । একই দাওয়াই ছিল ভিনিসিয়াস জুনিয়রের জন্যও । ফলে সুইস রক্ষণ ভাঙা কঠিন হয়ে পড়েছিল ।

Etv Bharat
শেষ ষোলোয় উঠে সেলেকাও'দের উল্লাস

সুইস কোচ মুরাত ইয়াকিন প্রতিআক্রমণে ছক সাজিয়েছিলেন । কিন্তু ব্রাজিল আক্রমণের তোড়ে তা সেভাবে কলকে পায়নি । ভিনিসিয়াস জুনিয়র গতি ব্যবহার করে সুইস রক্ষণ ভাঙার চেষ্টা করলেও তা প্রতিপক্ষের পায়ের জঙ্গলে খেই হারিয়ে ফেলছিল । 18 মিনিটে প্রথম গোল নষ্ট রিচার্লিসনের । পাকুয়েতার ক্রসে পা ছোঁয়াতে পারলে বিশ্বকাপে তিন নম্বর গোলটি করে ফেলতে পারতেন । 26 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোলরক্ষক ইয়ান সোমারকে একা পেয়ে গোল করতে ব্যর্থ । এরপর রাফিনহোর শট সুইস গোলরক্ষকের হাতে প্রতিহত হয় । বিরতির আগে বেশ কয়েকবার সুইৎজারল্যান্ড প্রতিআক্রমণে গেলেও তা ফলপ্রসু হয়নি । এরই মধ্যে তিন সেকেণ্ডের জন্য স্টেডিয়ামের বাতিস্তম্ভের আলো নিভে যায় ।

আরও পড়ুন: ম্যাচের পর মেসিকে হুমকি মেক্সিকান বক্সারের !

দ্বিতীয়ার্ধে ধাপে ধাপে পাঁচটি বদল করেন তিতে । 56 মিনিটে ফের সুযোগ নষ্ট ব্রাজিলের । এবার দোষ রিচার্লিসনের । শুধুমাত্র রক্ষণ সামলে ব্রাজিলকে আটকানো সম্ভব নয় বুঝে আক্রমণ করতে থাকে সুইসরা । কিন্তু তা সেলেকাওদের রক্ষণকে অস্বস্তিতে ফেলতে পারেনি । 64 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয় । ভার দেখে গোল বাতিল করেন রেফারি । এক্ষেত্রে অবশ্য রিচার্লসন অফসাইডে থাকায় ভিনিসিয়াসের গোল বাতিল হয় । শেষ পর্যন্ত 83 মিনিটে কাসেমিরোর শট জালে জড়ায় । হাসি ফোটে ব্রাজিল শিবিরে ।

দোহা, 29 নভেম্বর: কাসেমেরির গোলে ভাঙল সুইস ভল্ট । জোড়া জয়ে গ্রুপ পর্যায়ে এক ম্যাচ বাকি থাকতেই পরের পর্বে ব্রাজিল । সোমবার সন্ধ্যায় তিতের ছেলেরা 1-0 গোলে সুইৎজারল্যান্ডকে পরাজিত করল । ম্যাচের 83 মিনিটে কাসিমেরোর ডান পায়ের আউট স্টেপ দিয়ে নেওয়া শট জালে আশ্রয় নিতেই গ্যালারিতে হলুদ জার্সির উৎসব (Brazil enters Round of Sixteen) ।

নেইমার চোটের কারণে নেই । মহাতারকার নির্ভরতা সরিয়ে জয় কঠিন হবে না, বলেছিলেন কোচ তিতে । কিন্তু প্রতিপক্ষ যদি নয় থেকে 10 জনে মিলে রক্ষণাত্মক ফুটবল খেলে যায়, তাহলে ফুটবলের সৌন্দর্য নষ্ট হয় । প্রথম ম্যাচে রিচার্লিসন জোড়া গোল করে নায়ক । সুইৎজারল্যান্ড ডিফেন্ডাররা কড়া জোনাল মার্কিংয়ে তাঁকে নড়তেই দিলেন না । একই দাওয়াই ছিল ভিনিসিয়াস জুনিয়রের জন্যও । ফলে সুইস রক্ষণ ভাঙা কঠিন হয়ে পড়েছিল ।

Etv Bharat
শেষ ষোলোয় উঠে সেলেকাও'দের উল্লাস

সুইস কোচ মুরাত ইয়াকিন প্রতিআক্রমণে ছক সাজিয়েছিলেন । কিন্তু ব্রাজিল আক্রমণের তোড়ে তা সেভাবে কলকে পায়নি । ভিনিসিয়াস জুনিয়র গতি ব্যবহার করে সুইস রক্ষণ ভাঙার চেষ্টা করলেও তা প্রতিপক্ষের পায়ের জঙ্গলে খেই হারিয়ে ফেলছিল । 18 মিনিটে প্রথম গোল নষ্ট রিচার্লিসনের । পাকুয়েতার ক্রসে পা ছোঁয়াতে পারলে বিশ্বকাপে তিন নম্বর গোলটি করে ফেলতে পারতেন । 26 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোলরক্ষক ইয়ান সোমারকে একা পেয়ে গোল করতে ব্যর্থ । এরপর রাফিনহোর শট সুইস গোলরক্ষকের হাতে প্রতিহত হয় । বিরতির আগে বেশ কয়েকবার সুইৎজারল্যান্ড প্রতিআক্রমণে গেলেও তা ফলপ্রসু হয়নি । এরই মধ্যে তিন সেকেণ্ডের জন্য স্টেডিয়ামের বাতিস্তম্ভের আলো নিভে যায় ।

আরও পড়ুন: ম্যাচের পর মেসিকে হুমকি মেক্সিকান বক্সারের !

দ্বিতীয়ার্ধে ধাপে ধাপে পাঁচটি বদল করেন তিতে । 56 মিনিটে ফের সুযোগ নষ্ট ব্রাজিলের । এবার দোষ রিচার্লিসনের । শুধুমাত্র রক্ষণ সামলে ব্রাজিলকে আটকানো সম্ভব নয় বুঝে আক্রমণ করতে থাকে সুইসরা । কিন্তু তা সেলেকাওদের রক্ষণকে অস্বস্তিতে ফেলতে পারেনি । 64 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয় । ভার দেখে গোল বাতিল করেন রেফারি । এক্ষেত্রে অবশ্য রিচার্লসন অফসাইডে থাকায় ভিনিসিয়াসের গোল বাতিল হয় । শেষ পর্যন্ত 83 মিনিটে কাসেমিরোর শট জালে জড়ায় । হাসি ফোটে ব্রাজিল শিবিরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.