ETV Bharat / sports

যমুনা স্পোর্টস কমপ্লেক্সের নাম হোক জেটলিকে স্মরণ করে, দাবি গম্ভীরের - Gautam Gambhir Twitter

প্রয়াত অরুণ জেটলির স্মরণে দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সের নামকরণের অনুরোধ জানালেন পূর্ব দিল্লির সাংসদ ৷

গৌতম গম্ভির
author img

By

Published : Aug 27, 2019, 6:06 AM IST

দিল্লি, 27 অগাস্ট : প্রয়াত অরুণ জেটলিকে নিজের পিতৃসম বলে উল্লেখ করেছিলেন গৌতম গম্ভীর ৷ এবার প্রয়াত নেতার স্মরণে দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সের নামকরণের অনুরোধ জানালেন পূর্ব দিল্লির সাংসদ ৷

কমপ্লেক্সের নাম বদল করার অনুরোধ জানিয়ে গম্ভীর চিঠি দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাজাজকে ৷

letter
সাংসদ গৌতম গম্ভীরের চিঠি

BJP-র টিকিটে সদ্য লোকসভায় সাংসদ নির্বাচিত হয়েছেন গম্ভীর । তিনিই জেটলির মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেন, ''একজন বাবা মুখে বুলি ফোটাতে শেখান, কিন্তু একজন পিতৃসম ব্যক্তি কথা বলতে শেখান । বাবা হাঁটতে শিখিয়েছেন । তবে পিতৃসম একজন সামনে এগিয়ে যেতে শিক্ষা দিয়েছেন । বাবা আমাদের নাম দেন । তবে আমাদের পরিচয় দেন পিতৃসম কোনও একজন ।''

তাঁর জীবনের একটা অংশ চলে গেল, জেটলির প্রয়াণের পর এমনটাই লিখেছিলেন গম্ভীর ৷ তাই জেটলিকে স্মরণ করে স্পোর্টস কমপ্লেক্সের নাম বদলের প্রস্তাব রাখলেন সদ্য নির্বাচিত সাংসদ ৷

দিল্লি, 27 অগাস্ট : প্রয়াত অরুণ জেটলিকে নিজের পিতৃসম বলে উল্লেখ করেছিলেন গৌতম গম্ভীর ৷ এবার প্রয়াত নেতার স্মরণে দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সের নামকরণের অনুরোধ জানালেন পূর্ব দিল্লির সাংসদ ৷

কমপ্লেক্সের নাম বদল করার অনুরোধ জানিয়ে গম্ভীর চিঠি দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাজাজকে ৷

letter
সাংসদ গৌতম গম্ভীরের চিঠি

BJP-র টিকিটে সদ্য লোকসভায় সাংসদ নির্বাচিত হয়েছেন গম্ভীর । তিনিই জেটলির মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেন, ''একজন বাবা মুখে বুলি ফোটাতে শেখান, কিন্তু একজন পিতৃসম ব্যক্তি কথা বলতে শেখান । বাবা হাঁটতে শিখিয়েছেন । তবে পিতৃসম একজন সামনে এগিয়ে যেতে শিক্ষা দিয়েছেন । বাবা আমাদের নাম দেন । তবে আমাদের পরিচয় দেন পিতৃসম কোনও একজন ।''

তাঁর জীবনের একটা অংশ চলে গেল, জেটলির প্রয়াণের পর এমনটাই লিখেছিলেন গম্ভীর ৷ তাই জেটলিকে স্মরণ করে স্পোর্টস কমপ্লেক্সের নাম বদলের প্রস্তাব রাখলেন সদ্য নির্বাচিত সাংসদ ৷

New Delhi, Aug 27 (ANI): After clinching historic gold at BWF World Championships, PV Sindhu arrived in India on wee hours of August 27. India's star shuttler thanked fans for support and love and said that because of their blessings and love she achieved this glorious feat. She said that she wishes to win more and more medals for the country.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.