কলকাতা, 26 মার্চ: 'জয়বাবা ফেলুনাথ' ছবিতে কাশীর বেঙ্গল লজের ঘরে জটায়ু লালমোহন গাঙ্গুলীর সামনে বডিবিল্ডার গুণময় বাগচী । ঘরে উপস্থিত রয়েছেন ফেলুদা প্রদোষচন্দ্র মিত্র এবং তোপসে তপেশ রঞ্জন মিত্র । পেশি নাচানোর দৃশ্য দেখে বিস্মিত জটায়ু । গুণময় বাগচী বলছেন শরীরটা তাঁদের কাছে মন্দির । শরীরের প্রতিটি অংশের কার্যকারিতায় পেশির ভূমিকা । মাইকেল অ্যাঞ্জেলোর দেহসৌষ্ঠব বর্ণনায় লালমোহন গাঙ্গুলী বলেছিলেন, ওয়ার্ক অব আর্ট । রিল ছেড়ে রিয়েলে । বাস্তবে দেহসৌষ্ঠব কথাটি শুনলেই পুরুষ শরীরের পেশির সৌন্দর্যের ছবি সামনে আসে । সময় বদলেছে । দেহসৌষ্ঠবে মেয়েরা এগিয়ে আসছে । প্রতিযোগিতায় তাঁদের অংশগ্রহণ নতুন নয় । তবে বাঙালি মেয়েদের দেহসৌষ্ঠবে অংশ নেওয়ার ঘটনা অভিনব (Bengali Girls in Bodybuilding)।
অনেকেই মনে করেন, নারী শরীর মানেই কমনীয়তা, লালিত্য । সেখানে শরীর জুড়ে পেশির কারুকার্যের ছবি অনেকেরই ভাবনায় ধাক্কা দেয় । মেয়েদের দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় এ বার এগিয়ে আসছেন বাঙালি মেয়েরা । শরীরের মাপজোক ঠিক রাখতে জিমে কসরত নয় কিংবা ফিটনেস রাখতে হাল্কাভাবে ডাম্বেল বারবেল তোলা নয় । মহিলা বডিবিল্ডারদের কাজ কারবার সম্পূর্ণ ভিন্ন মাত্রায় ।
![Bengali Girls in Bodybuilding ETV Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-02-women-bodybuilding-copy-7203838_26032023194030_2603f_1679839830_141.jpg)
পিঙ্কি শাসমল বাংলায় হাতে গোনা যে কয়েকজন মহিলা বডিবিল্ডার রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম । লিলুয়ার বছর বত্রিশের তরুণী জীবন শুরু করেছিলেন কুস্তিগীর হিসেবে । উত্তর কলকাতার পঞ্চানন ব্যায়াম সমিতিতে কুস্তি করতেন । 2009 থেকে 2016 সাল পর্যন্ত কুস্তি করার পরে চোট এবং ব্যক্তিগত সমস্যার কারণে সবকিছু ছেড়ে দিতে বাধ্য হন পিঙ্কি । এরপর 2021 সালে প্রত্যাবর্তন । তবে কুস্তির আখড়ায় নয় বরং ভিন্ন আঙিনায় ।
![Bengali Girls in Bodybuilding ETV Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-02-women-bodybuilding-copy-7203838_26032023194030_2603f_1679839830_570.jpg)
2021 সালে পিঙ্কি শরীরচর্চা শুরু করেন বরুণ ঘোরুইয়ের অধীনে । তারপর ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন । রাজ্য পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনটি স্থানই গত দুই বছরে অর্জন করেছেন পিঙ্কি । জাতীয় পর্যায়ে ইতিমধ্যে প্রথম পাঁচে ঢুকে পড়েছেন । সামনে জুন মাসে বডিবিল্ডিং এশিয়াডের ট্রায়াল । সেখানে সফল হয়ে চলতি বছরের সেপ্টেম্বরে নেপালে বডিবিল্ডিংয়ের এশিয়ান গেমসে অংশ নেওয়াকে পাখির চোখ করছেন তিনি ।
![Bengali Girls in Bodybuilding ETV Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-02-women-bodybuilding-copy-7203838_26032023194030_2603f_1679839830_50.jpg)
কিরণ ডেম্বলা, গীতা সাহানি, ইয়াতেন সিংকে আদর্শ করে স্বপ্ন স্থির করা পিঙ্কি বলেন, "বাঙালি মেয়েরা শরীরচর্চা সাধারণত ফিটনেসের জন্য এবং সৌন্দর্য রক্ষার জন্য করে থাকেন । তবে আমরা যাঁরা বডিবিল্ডিং করি তাঁদের শরীরচর্চা সম্পূর্ণ আলাদা । কারণ সৌন্দর্য ছাপিয়ে এই প্রতিযোগিতায় পেশির গঠন বিবেচনার জন্য আসে । তার উপস্থাপনাও ভিন্ন । কঠোর অনুশীলন, সংযম এবং উপস্থাপনা এই তিনটির সমন্বয় জরুরী ।"
বাঙালি মেয়েদের দেহসৌষ্ঠবের অর্থ শারীরিক নমনীয়তা হারিয়ে ফেলার শঙ্কা । সামাজিক কটাক্ষের সম্মুখীন হওয়া । পিঙ্কির কথায়, "দেখুন, আমি এই দেহসৌষ্ঠব করি এবং তার মধ্যে দিয়েই জীবনে দাঁড়াতে চাই । এই কাজে আমার বাবা-মায়ের সমর্থন রয়েছে । আমি সিঙ্গল মাদার । একটা মেয়ে রয়েছে । তাঁকে নিয়ে জীবনে দাঁড়াতে চাই ৷" দেহসৌষ্ঠবে কি চাকরির সুযোগ আছে ? উপার্জনের উপায়ই বা কী ?
আরও পড়ুন: অধিনায়ক নিয়ে জল্পনার মধ্যে নতুন মরশুমের জার্সি উন্মোচন নাইটদের
পিঙ্কি জানালেন, রাজ্যে দেহসৌষ্ঠবের চাকরির সুযোগর নেই । কেন যে সুযোগ নেই তা জানা নেই । অন্য রাজ্যে বডিবিল্ডারদের জন্য সরকারি চাকরির সুযোগ রয়েছে । এছাড়া উপার্জনের সুযোগ বলতে ফিজিক্যাল ট্রেনার হওয়া । আপাতত এশিয়াড, অলিম্পিক নিয়ে চিন্তিত তিনি । সেখানে সাফল্যকেই পাখির চোখ করেছেন পিঙ্কি ।
অপরজন শ্রেয়সী মুখোপাধ্যায় ৷ পাওয়ার লিফটিংয়ে সাফল্য পেলেও 19 বছরের শ্রেয়সী এখন বডিবিল্ডিংয়ে । 2021 এবং চলতি বছরের আইবিবিএফ মিস ইন্ডিয়া জুনিয়র ন্যাশানাল বডিবিল্ডিংয়ে ব্রোঞ্জ এবং রূপো পেয়েছেন । গত বছর 2022 সালে মিস ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছেন শ্রেয়সী । মডেলিং বডি বিল্ডিংয়ে নজর টানা এক সময়ের পাওয়ার লিফটার ইতিমধ্যে ট্রেনার হিসেবে কাজ করেন । অনলাইনে ট্রেনিং দিয়ে থাকেন ।
তিনি বলেন, "সরকারি চাকরির সুযোগ নেই আমাদের রাজ্যে । অন্য রাজ্যগুলোতে সে সুযোগ রয়েছে । আপাতত পড়াশোনার পাশাপাশি ট্রেনারের কাজ করছি ।" বডিবিল্ডিংয়ে বাঙালি মেয়েরা সেভাবে না এলেও শরীরচর্চায় যে আগ্রহ বাড়ছে তা মানছেন শ্রেয়সী । আপাতত নিজের কেরিয়ার তৈরির পাশাপাশি বডিবিল্ডিংকে আরও ছড়িয়ে দিতে চান পিঙ্কি ও শ্রেয়সী ।