ETV Bharat / sports

Bengali Girls in Bodybuilding: দেহসৌষ্ঠবে বাঙালি মেয়ে, পথ দেখাচ্ছেন পিঙ্কি ও শ্রেয়সী - Bodybuilding Asian Championship

দেহসৌষ্ঠবে পথ দেখাচ্ছেন পিঙ্কি ও শ্রেয়সীর মতো বাঙালি মেয়েরা (Bengali Girls in Bodybuilding)৷ তাঁদের নজরে এখন চলতি বছরের সেপ্টেম্বরে নেপালে বডিবিল্ডিংয়ের এশিয়ান গেমস (Bodybuilding Asian Games)৷

Bengali Girls in Bodybuilding ETV Bharat
দেহসৌষ্ঠবে বাঙালি মেয়ে
author img

By

Published : Mar 26, 2023, 10:12 PM IST

কলকাতা, 26 মার্চ: 'জয়বাবা ফেলুনাথ' ছবিতে কাশীর বেঙ্গল লজের ঘরে জটায়ু লালমোহন গাঙ্গুলীর সামনে বডিবিল্ডার গুণময় বাগচী । ঘরে উপস্থিত রয়েছেন ফেলুদা প্রদোষচন্দ্র মিত্র এবং তোপসে তপেশ রঞ্জন মিত্র । পেশি নাচানোর দৃশ্য দেখে বিস্মিত জটায়ু । গুণময় বাগচী বলছেন শরীরটা তাঁদের কাছে মন্দির । শরীরের প্রতিটি অংশের কার্যকারিতায় পেশির ভূমিকা । মাইকেল অ্যাঞ্জেলোর দেহসৌষ্ঠব বর্ণনায় লালমোহন গাঙ্গুলী বলেছিলেন, ওয়ার্ক অব আর্ট । রিল ছেড়ে রিয়েলে । বাস্তবে দেহসৌষ্ঠব কথাটি শুনলেই পুরুষ শরীরের পেশির সৌন্দর্যের ছবি সামনে আসে । সময় বদলেছে । দেহসৌষ্ঠবে মেয়েরা এগিয়ে আসছে । প্রতিযোগিতায় তাঁদের অংশগ্রহণ নতুন নয় । তবে বাঙালি মেয়েদের দেহসৌষ্ঠবে অংশ নেওয়ার ঘটনা অভিনব (Bengali Girls in Bodybuilding)।

অনেকেই মনে করেন, নারী শরীর মানেই কমনীয়তা, লালিত্য । সেখানে শরীর জুড়ে পেশির কারুকার্যের ছবি অনেকেরই ভাবনায় ধাক্কা দেয় । মেয়েদের দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় এ বার এগিয়ে আসছেন বাঙালি মেয়েরা । শরীরের মাপজোক ঠিক রাখতে জিমে কসরত নয় কিংবা ফিটনেস রাখতে হাল্কাভাবে ডাম্বেল বারবেল তোলা নয় । মহিলা বডিবিল্ডারদের কাজ কারবার সম্পূর্ণ ভিন্ন মাত্রায় ।

Bengali Girls in Bodybuilding ETV Bharat
দেহসৌষ্ঠবে মহিলারা

পিঙ্কি শাসমল বাংলায় হাতে গোনা যে কয়েকজন মহিলা বডিবিল্ডার রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম । লিলুয়ার বছর বত্রিশের তরুণী জীবন শুরু করেছিলেন কুস্তিগীর হিসেবে । উত্তর কলকাতার পঞ্চানন ব্যায়াম সমিতিতে কুস্তি করতেন । 2009 থেকে 2016 সাল পর্যন্ত কুস্তি করার পরে চোট এবং ব্যক্তিগত সমস্যার কারণে সবকিছু ছেড়ে দিতে বাধ্য হন পিঙ্কি । এরপর 2021 সালে প্রত্যাবর্তন । তবে কুস্তির আখড়ায় নয় বরং ভিন্ন আঙিনায় ।

Bengali Girls in Bodybuilding ETV Bharat
দেহসৌষ্ঠবের প্রতিযোগিতায় বঙ্গকন্যা

2021 সালে পিঙ্কি শরীরচর্চা শুরু করেন বরুণ ঘোরুইয়ের অধীনে । তারপর ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন । রাজ্য পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনটি স্থানই গত দুই বছরে অর্জন করেছেন পিঙ্কি । জাতীয় পর্যায়ে ইতিমধ্যে প্রথম পাঁচে ঢুকে পড়েছেন । সামনে জুন মাসে বডিবিল্ডিং এশিয়াডের ট্রায়াল । সেখানে সফল হয়ে চলতি বছরের সেপ্টেম্বরে নেপালে বডিবিল্ডিংয়ের এশিয়ান গেমসে অংশ নেওয়াকে পাখির চোখ করছেন তিনি ।

Bengali Girls in Bodybuilding ETV Bharat
দেহসৌষ্ঠবে বাঙালি মেয়ে শ্রেয়সী

কিরণ ডেম্বলা, গীতা সাহানি, ইয়াতেন সিংকে আদর্শ করে স্বপ্ন স্থির করা পিঙ্কি বলেন, "বাঙালি মেয়েরা শরীরচর্চা সাধারণত ফিটনেসের জন্য এবং সৌন্দর্য রক্ষার জন্য করে থাকেন । তবে আমরা যাঁরা বডিবিল্ডিং করি তাঁদের শরীরচর্চা সম্পূর্ণ আলাদা । কারণ সৌন্দর্য ছাপিয়ে এই প্রতিযোগিতায় পেশির গঠন বিবেচনার জন্য আসে । তার উপস্থাপনাও ভিন্ন । কঠোর অনুশীলন, সংযম এবং উপস্থাপনা এই তিনটির সমন্বয় জরুরী ।"

বাঙালি মেয়েদের দেহসৌষ্ঠবের অর্থ শারীরিক নমনীয়তা হারিয়ে ফেলার শঙ্কা । সামাজিক কটাক্ষের সম্মুখীন হওয়া । পিঙ্কির কথায়, "দেখুন, আমি এই দেহসৌষ্ঠব করি এবং তার মধ্যে দিয়েই জীবনে দাঁড়াতে চাই । এই কাজে আমার বাবা-মায়ের সমর্থন রয়েছে । আমি সিঙ্গল মাদার । একটা মেয়ে রয়েছে । তাঁকে নিয়ে জীবনে দাঁড়াতে চাই ৷" দেহসৌষ্ঠবে কি চাকরির সুযোগ আছে ? উপার্জনের উপায়ই বা কী ?

আরও পড়ুন: অধিনায়ক নিয়ে জল্পনার মধ্যে নতুন মরশুমের জার্সি উন্মোচন নাইটদের

পিঙ্কি জানালেন, রাজ্যে দেহসৌষ্ঠবের চাকরির সুযোগর নেই । কেন যে সুযোগ নেই তা জানা নেই । অন্য রাজ্যে বডিবিল্ডারদের জন্য সরকারি চাকরির সুযোগ রয়েছে । এছাড়া উপার্জনের সুযোগ বলতে ফিজিক্যাল ট্রেনার হওয়া । আপাতত এশিয়াড, অলিম্পিক নিয়ে চিন্তিত তিনি । সেখানে সাফল্যকেই পাখির চোখ করেছেন পিঙ্কি ।

অপরজন শ্রেয়সী মুখোপাধ্যায় ৷ পাওয়ার লিফটিংয়ে সাফল্য পেলেও 19 বছরের শ্রেয়সী এখন বডিবিল্ডিংয়ে । 2021 এবং চলতি বছরের আইবিবিএফ মিস ইন্ডিয়া জুনিয়র ন্যাশানাল বডিবিল্ডিংয়ে ব্রোঞ্জ এবং রূপো পেয়েছেন । গত বছর 2022 সালে মিস ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছেন শ্রেয়সী । মডেলিং বডি বিল্ডিংয়ে নজর টানা এক সময়ের পাওয়ার লিফটার ইতিমধ্যে ট্রেনার হিসেবে কাজ করেন । অনলাইনে ট্রেনিং দিয়ে থাকেন ।

তিনি বলেন, "সরকারি চাকরির সুযোগ নেই আমাদের রাজ্যে । অন্য রাজ্যগুলোতে সে সুযোগ রয়েছে । আপাতত পড়াশোনার পাশাপাশি ট্রেনারের কাজ করছি ।" বডিবিল্ডিংয়ে বাঙালি মেয়েরা সেভাবে না এলেও শরীরচর্চায় যে আগ্রহ বাড়ছে তা মানছেন শ্রেয়সী । আপাতত নিজের কেরিয়ার তৈরির পাশাপাশি বডিবিল্ডিংকে আরও ছড়িয়ে দিতে চান পিঙ্কি ও শ্রেয়সী ।

কলকাতা, 26 মার্চ: 'জয়বাবা ফেলুনাথ' ছবিতে কাশীর বেঙ্গল লজের ঘরে জটায়ু লালমোহন গাঙ্গুলীর সামনে বডিবিল্ডার গুণময় বাগচী । ঘরে উপস্থিত রয়েছেন ফেলুদা প্রদোষচন্দ্র মিত্র এবং তোপসে তপেশ রঞ্জন মিত্র । পেশি নাচানোর দৃশ্য দেখে বিস্মিত জটায়ু । গুণময় বাগচী বলছেন শরীরটা তাঁদের কাছে মন্দির । শরীরের প্রতিটি অংশের কার্যকারিতায় পেশির ভূমিকা । মাইকেল অ্যাঞ্জেলোর দেহসৌষ্ঠব বর্ণনায় লালমোহন গাঙ্গুলী বলেছিলেন, ওয়ার্ক অব আর্ট । রিল ছেড়ে রিয়েলে । বাস্তবে দেহসৌষ্ঠব কথাটি শুনলেই পুরুষ শরীরের পেশির সৌন্দর্যের ছবি সামনে আসে । সময় বদলেছে । দেহসৌষ্ঠবে মেয়েরা এগিয়ে আসছে । প্রতিযোগিতায় তাঁদের অংশগ্রহণ নতুন নয় । তবে বাঙালি মেয়েদের দেহসৌষ্ঠবে অংশ নেওয়ার ঘটনা অভিনব (Bengali Girls in Bodybuilding)।

অনেকেই মনে করেন, নারী শরীর মানেই কমনীয়তা, লালিত্য । সেখানে শরীর জুড়ে পেশির কারুকার্যের ছবি অনেকেরই ভাবনায় ধাক্কা দেয় । মেয়েদের দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় এ বার এগিয়ে আসছেন বাঙালি মেয়েরা । শরীরের মাপজোক ঠিক রাখতে জিমে কসরত নয় কিংবা ফিটনেস রাখতে হাল্কাভাবে ডাম্বেল বারবেল তোলা নয় । মহিলা বডিবিল্ডারদের কাজ কারবার সম্পূর্ণ ভিন্ন মাত্রায় ।

Bengali Girls in Bodybuilding ETV Bharat
দেহসৌষ্ঠবে মহিলারা

পিঙ্কি শাসমল বাংলায় হাতে গোনা যে কয়েকজন মহিলা বডিবিল্ডার রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম । লিলুয়ার বছর বত্রিশের তরুণী জীবন শুরু করেছিলেন কুস্তিগীর হিসেবে । উত্তর কলকাতার পঞ্চানন ব্যায়াম সমিতিতে কুস্তি করতেন । 2009 থেকে 2016 সাল পর্যন্ত কুস্তি করার পরে চোট এবং ব্যক্তিগত সমস্যার কারণে সবকিছু ছেড়ে দিতে বাধ্য হন পিঙ্কি । এরপর 2021 সালে প্রত্যাবর্তন । তবে কুস্তির আখড়ায় নয় বরং ভিন্ন আঙিনায় ।

Bengali Girls in Bodybuilding ETV Bharat
দেহসৌষ্ঠবের প্রতিযোগিতায় বঙ্গকন্যা

2021 সালে পিঙ্কি শরীরচর্চা শুরু করেন বরুণ ঘোরুইয়ের অধীনে । তারপর ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন । রাজ্য পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনটি স্থানই গত দুই বছরে অর্জন করেছেন পিঙ্কি । জাতীয় পর্যায়ে ইতিমধ্যে প্রথম পাঁচে ঢুকে পড়েছেন । সামনে জুন মাসে বডিবিল্ডিং এশিয়াডের ট্রায়াল । সেখানে সফল হয়ে চলতি বছরের সেপ্টেম্বরে নেপালে বডিবিল্ডিংয়ের এশিয়ান গেমসে অংশ নেওয়াকে পাখির চোখ করছেন তিনি ।

Bengali Girls in Bodybuilding ETV Bharat
দেহসৌষ্ঠবে বাঙালি মেয়ে শ্রেয়সী

কিরণ ডেম্বলা, গীতা সাহানি, ইয়াতেন সিংকে আদর্শ করে স্বপ্ন স্থির করা পিঙ্কি বলেন, "বাঙালি মেয়েরা শরীরচর্চা সাধারণত ফিটনেসের জন্য এবং সৌন্দর্য রক্ষার জন্য করে থাকেন । তবে আমরা যাঁরা বডিবিল্ডিং করি তাঁদের শরীরচর্চা সম্পূর্ণ আলাদা । কারণ সৌন্দর্য ছাপিয়ে এই প্রতিযোগিতায় পেশির গঠন বিবেচনার জন্য আসে । তার উপস্থাপনাও ভিন্ন । কঠোর অনুশীলন, সংযম এবং উপস্থাপনা এই তিনটির সমন্বয় জরুরী ।"

বাঙালি মেয়েদের দেহসৌষ্ঠবের অর্থ শারীরিক নমনীয়তা হারিয়ে ফেলার শঙ্কা । সামাজিক কটাক্ষের সম্মুখীন হওয়া । পিঙ্কির কথায়, "দেখুন, আমি এই দেহসৌষ্ঠব করি এবং তার মধ্যে দিয়েই জীবনে দাঁড়াতে চাই । এই কাজে আমার বাবা-মায়ের সমর্থন রয়েছে । আমি সিঙ্গল মাদার । একটা মেয়ে রয়েছে । তাঁকে নিয়ে জীবনে দাঁড়াতে চাই ৷" দেহসৌষ্ঠবে কি চাকরির সুযোগ আছে ? উপার্জনের উপায়ই বা কী ?

আরও পড়ুন: অধিনায়ক নিয়ে জল্পনার মধ্যে নতুন মরশুমের জার্সি উন্মোচন নাইটদের

পিঙ্কি জানালেন, রাজ্যে দেহসৌষ্ঠবের চাকরির সুযোগর নেই । কেন যে সুযোগ নেই তা জানা নেই । অন্য রাজ্যে বডিবিল্ডারদের জন্য সরকারি চাকরির সুযোগ রয়েছে । এছাড়া উপার্জনের সুযোগ বলতে ফিজিক্যাল ট্রেনার হওয়া । আপাতত এশিয়াড, অলিম্পিক নিয়ে চিন্তিত তিনি । সেখানে সাফল্যকেই পাখির চোখ করেছেন পিঙ্কি ।

অপরজন শ্রেয়সী মুখোপাধ্যায় ৷ পাওয়ার লিফটিংয়ে সাফল্য পেলেও 19 বছরের শ্রেয়সী এখন বডিবিল্ডিংয়ে । 2021 এবং চলতি বছরের আইবিবিএফ মিস ইন্ডিয়া জুনিয়র ন্যাশানাল বডিবিল্ডিংয়ে ব্রোঞ্জ এবং রূপো পেয়েছেন । গত বছর 2022 সালে মিস ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছেন শ্রেয়সী । মডেলিং বডি বিল্ডিংয়ে নজর টানা এক সময়ের পাওয়ার লিফটার ইতিমধ্যে ট্রেনার হিসেবে কাজ করেন । অনলাইনে ট্রেনিং দিয়ে থাকেন ।

তিনি বলেন, "সরকারি চাকরির সুযোগ নেই আমাদের রাজ্যে । অন্য রাজ্যগুলোতে সে সুযোগ রয়েছে । আপাতত পড়াশোনার পাশাপাশি ট্রেনারের কাজ করছি ।" বডিবিল্ডিংয়ে বাঙালি মেয়েরা সেভাবে না এলেও শরীরচর্চায় যে আগ্রহ বাড়ছে তা মানছেন শ্রেয়সী । আপাতত নিজের কেরিয়ার তৈরির পাশাপাশি বডিবিল্ডিংকে আরও ছড়িয়ে দিতে চান পিঙ্কি ও শ্রেয়সী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.