ETV Bharat / sports

Santosh Trophy 2023: পঞ্জাবের কাছে হেরে সন্তোষ ট্রফি থেকে বিদায় বাংলার - সন্তোষ ট্রফি থেকে বিদায় বাংলার

Bengal Loss Against Punjab in Santosh Trophy: পঞ্জাবের বিরুদ্ধে 0-3 গোলে হেরে সন্তোষ ট্রফি থেকে বিদায় নিল বাংলা ৷ গ্রুপ পর্যায়ে হতশ্রী পারফরম্যান্সের জেরে মূলপর্বে যাওয়া স্বপ্ন হয়ে রইল 32 বারের চ্যাম্পিয়নদের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 8:10 PM IST

কলকাতা, 16 অক্টোবর: সন্তোষ ট্রফি থেকে বাংলার বিদায় ৷ 32 বছরের চ্যাম্পিয়ন বাংলা সোমবার পাঞ্জাবের কাছে 0-3 গোলে হেরে বিদায় নিল ৷ চার ম্যাচের মধ্যে রঞ্জন চৌধুরীর বাংলা শুধু ওড়িশার বিরুদ্ধে জয় পেয়েছিল ৷ দিল্লি এবং হরিয়ানার সঙ্গে ড্র বাংলা দলকে সমস্যায় ফেলে ৷ মূলপর্বে যেতে সোমবার জয় ছাড়া অন্যপথ খোলা ছিল না বাংলার কাছে ৷ কিন্তু, মরণ-বাঁচন লড়াইয়ে 0-3 গোলে পাঞ্জাবের কাছে হেরে সন্তোষ ট্রফির যাত্রা শেষ বাংলার ৷ নিয়মরক্ষার ম্যাচে বাংলার প্রতিপক্ষ লাদাখ ৷

ওড়িশাকে হারিয়ে দারুণভাবে শুরু করেছিলেন জিতেন মুর্মুরা ৷ কিন্তু, পরবর্তী দুই ম্যাচে শুধুই ব্যর্থতা ৷ পরপর দুই ড্রয়ে বাংলা ফুটবল দল পরিস্থিতি কঠিন করেছিল নিজেরাই ৷ এই অবস্থায় ঘুরে দাঁড়ানোর বদলে আত্মসমর্পণ করলেন ফুটবলাররা ৷ আজ প্রথম থেকেই পঞ্জাবের বিরুদ্ধে ছন্দে ছিলেন না বাংলার ফুটবলাররা ৷ অথচ পঞ্জাব যে সন্তোষ ট্রফির এই পর্বে ছন্দে ছিল, তা কিন্তু নয় ৷

দিল্লি প্রথম ম্যাচে 3-1 গোলে লাদাখকে হারিয়েছে ৷ পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট 13 ৷ ওড়িশা তিন ম্যাচে ছয় পয়েন্ট পেয়েছে ৷ এদিনের পর পঞ্জাব চার ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করল ৷ লাদাখ চার ম্যাচে তিন পয়েন্টে দাঁড়িয়ে ৷ হরিয়ানার ঝুলিতে তিন ম্যাচে এক পয়েন্ট ৷ বাংলা একটি জয় দুটো ড্র এবং একটি হারে চার ম্যাচে পাঁচ পয়েন্টে দাঁড়িয়ে ৷ লাদাখের বিরুদ্ধে জিতলেও মূলপর্বে যাওয়ার আশা নেই ৷ অথচ সন্তোষ ট্রফিতে অংশ নেওয়ার আগে বাংলা দলের প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি আইএফএ ৷ তবুও ব্যর্থতা ৷

আরও পড়ুন: কালীঘাটে মমতা-রোনাল্ডিনহো সাক্ষাৎ, কিংবদন্তিকে উত্তরীয় পরালেন মুখ্যমন্ত্রী

সন্ধ্যায় কিংবদন্তী ব্রাজিলিয়ান ফুটবলার রোনান্ডিনহোর হাতে কলকাতা লিগের চ্যাম্পিয়ন ট্রফি আত্মপ্রকাশ পেল ৷ সেদিনই এই বিপর্যয় বাংলা ফুটবলের ৷ দল গঠনের সময় ফুটবলার নির্বাচনে পূর্ণ স্বাধীনতা পেয়েছিলেন কোচ রঞ্জন চৌধুরী ৷ নিজের কোচিং স্টাফ নির্বাচনেও রঞ্জনের ইচ্ছেই ছিল শেষ কথা ৷ তারপরেও সন্তোষ ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ বাংলা দল ৷ ফাইনাল দূর অস্ত ৷ গতবছরের মত এবছরও প্রাথমিক পর্বের গণ্ডি পেরোতে ব্যর্থ বাংলা ফুটবল দল ৷ যাওয়ার আগে ফুটবলারদের উৎসাহিত করেছিলেন দ্রোণাচার্য কোচ সৈয়দ নঈমুদ্দিন এবং আইএফএ'র কোচিং কমিটির সদস্যরা ৷

আরও পড়ুন: রোনাল্ডিনহোর উপস্থিতিতে শ্রীভূমি যেন এক টুকরো ব্রাজিল, সাম্বার ছন্দে কিংবদন্তি

কিন্তু, প্রাথমিক পর্বই পার করতে পারল না রঞ্জন চৌধুরীর বাংলা দল ৷ অথচ কলকাতা লিগ না কি দেশের সবচেয়ে শক্তিশালী ঘরোয়া লিগ ৷ সেখানে একাধিক ভালো প্রতিভাবান ফুটবলার চোখে পড়েছে ৷ তিন প্রধানের রিজার্ভ দলের ফুটবলারদের নির্বাচন করার বদলে, কেন ফুটবলার ছাড়ার বিষয়টি ক্লাবের উপর ছাড়া হল ? কেন এই ব্যর্থতা ? এর দায় কার ? আইএফএ নিশ্চয় এই ব্যর্থতার ময়নাতদন্ত করবে ৷ সেক্ষেত্রে কী পদক্ষেপ আইএফএ নেয় ? সেটাই দেখার ৷ নইলে বত্রিশবার সন্তোষ ট্রফি জয়ের গল্প শুনিয়েই তৃপ্ত হতে হবে বাংলাকে ৷

কলকাতা, 16 অক্টোবর: সন্তোষ ট্রফি থেকে বাংলার বিদায় ৷ 32 বছরের চ্যাম্পিয়ন বাংলা সোমবার পাঞ্জাবের কাছে 0-3 গোলে হেরে বিদায় নিল ৷ চার ম্যাচের মধ্যে রঞ্জন চৌধুরীর বাংলা শুধু ওড়িশার বিরুদ্ধে জয় পেয়েছিল ৷ দিল্লি এবং হরিয়ানার সঙ্গে ড্র বাংলা দলকে সমস্যায় ফেলে ৷ মূলপর্বে যেতে সোমবার জয় ছাড়া অন্যপথ খোলা ছিল না বাংলার কাছে ৷ কিন্তু, মরণ-বাঁচন লড়াইয়ে 0-3 গোলে পাঞ্জাবের কাছে হেরে সন্তোষ ট্রফির যাত্রা শেষ বাংলার ৷ নিয়মরক্ষার ম্যাচে বাংলার প্রতিপক্ষ লাদাখ ৷

ওড়িশাকে হারিয়ে দারুণভাবে শুরু করেছিলেন জিতেন মুর্মুরা ৷ কিন্তু, পরবর্তী দুই ম্যাচে শুধুই ব্যর্থতা ৷ পরপর দুই ড্রয়ে বাংলা ফুটবল দল পরিস্থিতি কঠিন করেছিল নিজেরাই ৷ এই অবস্থায় ঘুরে দাঁড়ানোর বদলে আত্মসমর্পণ করলেন ফুটবলাররা ৷ আজ প্রথম থেকেই পঞ্জাবের বিরুদ্ধে ছন্দে ছিলেন না বাংলার ফুটবলাররা ৷ অথচ পঞ্জাব যে সন্তোষ ট্রফির এই পর্বে ছন্দে ছিল, তা কিন্তু নয় ৷

দিল্লি প্রথম ম্যাচে 3-1 গোলে লাদাখকে হারিয়েছে ৷ পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট 13 ৷ ওড়িশা তিন ম্যাচে ছয় পয়েন্ট পেয়েছে ৷ এদিনের পর পঞ্জাব চার ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করল ৷ লাদাখ চার ম্যাচে তিন পয়েন্টে দাঁড়িয়ে ৷ হরিয়ানার ঝুলিতে তিন ম্যাচে এক পয়েন্ট ৷ বাংলা একটি জয় দুটো ড্র এবং একটি হারে চার ম্যাচে পাঁচ পয়েন্টে দাঁড়িয়ে ৷ লাদাখের বিরুদ্ধে জিতলেও মূলপর্বে যাওয়ার আশা নেই ৷ অথচ সন্তোষ ট্রফিতে অংশ নেওয়ার আগে বাংলা দলের প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি আইএফএ ৷ তবুও ব্যর্থতা ৷

আরও পড়ুন: কালীঘাটে মমতা-রোনাল্ডিনহো সাক্ষাৎ, কিংবদন্তিকে উত্তরীয় পরালেন মুখ্যমন্ত্রী

সন্ধ্যায় কিংবদন্তী ব্রাজিলিয়ান ফুটবলার রোনান্ডিনহোর হাতে কলকাতা লিগের চ্যাম্পিয়ন ট্রফি আত্মপ্রকাশ পেল ৷ সেদিনই এই বিপর্যয় বাংলা ফুটবলের ৷ দল গঠনের সময় ফুটবলার নির্বাচনে পূর্ণ স্বাধীনতা পেয়েছিলেন কোচ রঞ্জন চৌধুরী ৷ নিজের কোচিং স্টাফ নির্বাচনেও রঞ্জনের ইচ্ছেই ছিল শেষ কথা ৷ তারপরেও সন্তোষ ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ বাংলা দল ৷ ফাইনাল দূর অস্ত ৷ গতবছরের মত এবছরও প্রাথমিক পর্বের গণ্ডি পেরোতে ব্যর্থ বাংলা ফুটবল দল ৷ যাওয়ার আগে ফুটবলারদের উৎসাহিত করেছিলেন দ্রোণাচার্য কোচ সৈয়দ নঈমুদ্দিন এবং আইএফএ'র কোচিং কমিটির সদস্যরা ৷

আরও পড়ুন: রোনাল্ডিনহোর উপস্থিতিতে শ্রীভূমি যেন এক টুকরো ব্রাজিল, সাম্বার ছন্দে কিংবদন্তি

কিন্তু, প্রাথমিক পর্বই পার করতে পারল না রঞ্জন চৌধুরীর বাংলা দল ৷ অথচ কলকাতা লিগ না কি দেশের সবচেয়ে শক্তিশালী ঘরোয়া লিগ ৷ সেখানে একাধিক ভালো প্রতিভাবান ফুটবলার চোখে পড়েছে ৷ তিন প্রধানের রিজার্ভ দলের ফুটবলারদের নির্বাচন করার বদলে, কেন ফুটবলার ছাড়ার বিষয়টি ক্লাবের উপর ছাড়া হল ? কেন এই ব্যর্থতা ? এর দায় কার ? আইএফএ নিশ্চয় এই ব্যর্থতার ময়নাতদন্ত করবে ৷ সেক্ষেত্রে কী পদক্ষেপ আইএফএ নেয় ? সেটাই দেখার ৷ নইলে বত্রিশবার সন্তোষ ট্রফি জয়ের গল্প শুনিয়েই তৃপ্ত হতে হবে বাংলাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.