ETV Bharat / sports

Neeraj's Javelin Example of Road Safety: নীরজের মতো হন, পথ-নিরাপত্তায় দিল্লি পুলিশের সৃজনশীল প্রচার

Delhi Police Creative Road Safety Campaign: গাড়ির চালক এবং সওয়ারিদের নীরজ চোপড়ার মতো হতে পরামর্শ দিল দিল্লি পুলিশ ৷ পথ-নিরাপত্তার প্রচারে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী নীরজ চোপড়া এবং তাঁর জ্যাভলিনকে উদাহরণ হিসেবে ব্যবহার করল দিল্লি পুলিশ ৷

Image Courtesy: Neeraj Chopra Twitter
Image Courtesy: Neeraj Chopra Twitter
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 3:56 PM IST

নয়াদিল্লি, 29 অগস্ট: পথ-নিরাপত্তার প্রচারে সোশাল মিডিয়ায় সৃজনশীল পোস্ট করল দিল্লি পুলিশ ৷ আর সেই পোস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে উদারহণ হিসেবে ব্যবহার করল তারা ৷ যার ক্যাপশন দেওয়া হয়েছে, ‘বি লাইক নীরজ চোপড়া’ ৷ যার বাংলা তরজমা করলে দাঁড়ায়, ‘নীরজ চোপড়ার মতো হন’ ৷ গাড়ি এবং বাইক চালকদের দিল্লি পুলিশের পরামর্শ, 'মন জিতুন, চালান নয় ৷'

বুদাপেস্টে প্রথমবার কোনও ভারতীয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে সোনা জিতেছেন ৷ জ্যাভলিনে সেই কৃতিত্ব অর্জন করেছেন নীরজ চোপড়া ৷ দেশকে তিনি বিশ্ব মঞ্চে গর্বিত করেছেন ৷ যুবসমাজের কাছে 25 বছরের এই যুবক আদর্শ হয়ে উঠেছেন ৷ অনেকের রোল-মডেলও তিনি ৷ তাই নীরজ চোপড়া এবং তাঁর জ্যাভলিনকে পথ-নিরাপত্তার উদাহরণ হিসেবে ব্যবহার করল দিল্লি পুলিশ ৷ তাদের টুইটারে বলা হয়েছে, ‘‘চালক এবং সওয়ারি, আপনারা নীরজ চোপড়ার বর্শা নন এবং সাদা সীমারেখা অতিক্রম করলে আপনারা কোনও পয়েন্ট বা পদক পাবেন না ৷’’

আরও পড়ুন: ধ্যানচাঁদের 119তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস

ওই পোস্টের ক্যাপশনেও নীরজ চোপড়াকে উদাহরণ হিসেবে তুলে ধরেছে দিল্লি পুলিশ ৷ সেখানে লেখা, ‘‘নীরজ চোপড়ার মতো হন ৷ মন জিতুন, চালান নয় ৷’’ সোশাল মিডিয়ায় দিল্লি পুলিশের এই পোস্ট এখন ভাইরাল ৷ অসংখ্য লাইক, শেয়ার এবং কমেন্টে ভরে গিয়েছে সেটি ৷ উল্লেখ্য, গতকাল হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর নীরজ একমাত্র ভারতীয় যিনি, অলিম্পিক গেমস এবং বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ৷ এই মুহূর্তে বিশ্বের একনম্বর জ্যাভলিন থ্রোয়ারও পানিপথের নীরজ ৷

নয়াদিল্লি, 29 অগস্ট: পথ-নিরাপত্তার প্রচারে সোশাল মিডিয়ায় সৃজনশীল পোস্ট করল দিল্লি পুলিশ ৷ আর সেই পোস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে উদারহণ হিসেবে ব্যবহার করল তারা ৷ যার ক্যাপশন দেওয়া হয়েছে, ‘বি লাইক নীরজ চোপড়া’ ৷ যার বাংলা তরজমা করলে দাঁড়ায়, ‘নীরজ চোপড়ার মতো হন’ ৷ গাড়ি এবং বাইক চালকদের দিল্লি পুলিশের পরামর্শ, 'মন জিতুন, চালান নয় ৷'

বুদাপেস্টে প্রথমবার কোনও ভারতীয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে সোনা জিতেছেন ৷ জ্যাভলিনে সেই কৃতিত্ব অর্জন করেছেন নীরজ চোপড়া ৷ দেশকে তিনি বিশ্ব মঞ্চে গর্বিত করেছেন ৷ যুবসমাজের কাছে 25 বছরের এই যুবক আদর্শ হয়ে উঠেছেন ৷ অনেকের রোল-মডেলও তিনি ৷ তাই নীরজ চোপড়া এবং তাঁর জ্যাভলিনকে পথ-নিরাপত্তার উদাহরণ হিসেবে ব্যবহার করল দিল্লি পুলিশ ৷ তাদের টুইটারে বলা হয়েছে, ‘‘চালক এবং সওয়ারি, আপনারা নীরজ চোপড়ার বর্শা নন এবং সাদা সীমারেখা অতিক্রম করলে আপনারা কোনও পয়েন্ট বা পদক পাবেন না ৷’’

আরও পড়ুন: ধ্যানচাঁদের 119তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস

ওই পোস্টের ক্যাপশনেও নীরজ চোপড়াকে উদাহরণ হিসেবে তুলে ধরেছে দিল্লি পুলিশ ৷ সেখানে লেখা, ‘‘নীরজ চোপড়ার মতো হন ৷ মন জিতুন, চালান নয় ৷’’ সোশাল মিডিয়ায় দিল্লি পুলিশের এই পোস্ট এখন ভাইরাল ৷ অসংখ্য লাইক, শেয়ার এবং কমেন্টে ভরে গিয়েছে সেটি ৷ উল্লেখ্য, গতকাল হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর নীরজ একমাত্র ভারতীয় যিনি, অলিম্পিক গেমস এবং বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ৷ এই মুহূর্তে বিশ্বের একনম্বর জ্যাভলিন থ্রোয়ারও পানিপথের নীরজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.