কলকাতা, 28 জানুয়ারি: দিমিত্রি পেত্রাতোসের জোড়া গোলে জয়ের সরণিতে ফিরল সবুজ-মেরুন (Dimitri Petratos scored twice)। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ জয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল জুয়ান ফেরান্দোর ছেলেরা ৷ দ্বিতীয়স্থানে থাকা হায়দরাবাদ এফসি'কে ধাওয়া করে সরাসরি সেমিফাইনালে পৌঁছনোর লড়াই জারি রইল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan beat OFC in ISL) ৷ যদিও ইয়েলো ব্রিগেডের তুলনায় পয়েন্টের নিরিখে অনেকটাই পিছিয়ে তারা ৷ 'ওড়িশা বধে'র পর ফেরান্দোর দলের ঝুলিতে 15 ম্য়াচে 27 পয়েন্ট ৷ সমসংখ্যক ম্যাচ খেলে হায়রদাবাদের 35 পয়েন্ট ৷
এদিন ম্যাচের দু'মিনিটের মাথায় মনবীর সিংয়ের বাড়ানো বল থেকে গোল অজি স্ট্রাইকারের। শুরুর সেই ঝটকায় প্রতিপক্ষ ওড়িশা এফসি ম্যাচ থেকে হারিয়ে যায়। দিয়েগো মৌরিসিও, রেনিয়ার ফার্নান্দেজদের ম্যাড়মেড়ে ফুটবলে সবুজ-মেরুন রক্ষণকে বাড়তি সমস্যায় পড়তে হয়নি। হুগো বুমোস, মনবীর সিংরাও যে আহামরি ফুটবল উপহার দিয়েছেন, তেমনটা নয় ৷ হতাশাজনক ফুটবল উপহার দিয়ে পুরো খেলাটিকেই বিরক্তিকর পর্যায়ে নিয়ে যায় দু'দলই ৷
-
3 Points Confirmed 🤟🔥
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
ATKMB 2-0 OFC
Dimitri 3' , 80'#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন 💚♥️ pic.twitter.com/wtqUDp50IC
">3 Points Confirmed 🤟🔥
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 28, 2023
ATKMB 2-0 OFC
Dimitri 3' , 80'#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন 💚♥️ pic.twitter.com/wtqUDp50IC3 Points Confirmed 🤟🔥
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 28, 2023
ATKMB 2-0 OFC
Dimitri 3' , 80'#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন 💚♥️ pic.twitter.com/wtqUDp50IC
তবে প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে সবুজ-মেরুন তুলনায় কিছুটা গোছানো। 79 মিনিটে আশিস রাইয়ের পাস থেকে দলের দ্বিতীয় গোল সেই পেত্রাতোসের। এই নিয়ে প্রতিযোগিতায় ছ'টি গোল করে ফেললেন অজি স্ট্রাইকার ৷ দল বদলে গ্লেন মার্টিন সবুজ-মেরুন জার্সিতে চলনসই। প্রতিপক্ষের সাদামাটা ফুটবল তাঁর কাজ সহজ করে দেয়। তবে হুগো বুমোস ফের বিবর্ণ। মেজাজ হারিয়ে কার্ড দেখলেন তিনি। একইভাবে মেজাজ হারিয়ে লাল কার্ড আশিক কুরুনিয়ানের ।
আরও পড়ুন: ফ্রান্সের ক্লাবে কোচিং প্রস্তাব বাংলার মলয় সেনগুপ্তকে
ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন লিস্টন কোলাসো। সহজ সুযোগ কাজে লাগাতে ফের ব্যর্থ তিনি। তাঁর শট পোস্টে লেগে প্রতিহত না-হলে সবুজের মেরুনের জয়ের ব্যবধান বাড়ত। পরিবর্ত হিসেবে মাঠে নেমে গালেগো এবং স্লাভকোও নজর টানতে পারেননি। পরপর দু'ম্যাচে পয়েন্ট হারানোর ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে প্রত্যাবর্তন করায় স্বস্তিতে ফিরল বাগান-জনতা ৷