ETV Bharat / sports

ATK Mohun Bagan vs Mumbai City FC: প্রীতমের আত্মঘাতী গোলে 'মুম্বই বধ' অধরা রইল বাগানের - ডিফেন্সের করুণ প্রদর্শনী এবারের আইএসএলে

আগের ম্যাচের হারের বদলা নিতে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে নেমেছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs Mumbai City FC)। প্রীতম কোটালের আত্মঘাতী গোলে 'মুম্বই বধ' অধরাই রইল বাগানের ৷

Mumbai City FC
মুম্বই-বধ অধরা রইল বাগানের
author img

By

Published : Feb 3, 2022, 10:44 PM IST

ফতোরদা, 3 ফেব্রুয়ারি : ডিফেন্সের করুণ প্রদর্শনী এবারের আইএসএলে । বহু ম্যাচেই দলকে ডোবাচ্ছেন ডিফেন্ডাররা । তাদের এক ভুলে ম্যাচ মাঠে ফেলে আসছে দল ৷ সেই ছবিই দেখা গেল মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি-র বহু চর্চিত ফুটবলযুদ্ধে (ATK Mohun Bagan and Mumbai City FC match results in a draw) ।

ম্যাচে প্রীতম কোটালের এক ভুলে দু'পয়েন্ট মাঠে ফেলে এল গঙ্গাপাড়ের ক্লাব ৷ ‘ডার্বির পর জয়ী দল পয়েন্ট নষ্ট করে’, ময়দানি প্রবাদ বজায় থাকল ফতোরদার মাঠেও । ন'মিনিটে সবুজ মেরুনের হয়ে গোল ডেভিড উইলিয়ামসের । 24 মিনিটে সমতায় ফেরে মুম্বই ৷ দু'দলের প্রথম দ্বৈরথে পাসের মায়াজালে মুম্বই দুমড়ে দিয়েছিল মেরিনার্সদের । ফিরতি সাক্ষাতে মুম্বইয়ের খেলায় সেই সাবলীলতা কার্যত উধাও ।

আর প্রতিপক্ষের অগোছালো অবস্থাকে জুয়ান ফেরান্দোর ছেলেরাও কাজে লাগাতে ব্যর্থ । প্রথমার্ধে সবুজ-মেরুন একাধিক সুযোগ নষ্ট করে । কোনও এক অদৃশ্য কারণে দ্বিতীয়ার্ধে ডেভিড উইলিয়ামসকে তুলে নিয়ে জনি কাউকেকে নামান বাগান কোচ ৷ ফেরান্দোর এই সিদ্ধান্তে কার্যত ভোতা হয়ে যায় । রয় কৃষ্ণ চোটের জন্য বাইরে । হুগো বুমোস প্রতিপক্ষ রক্ষণের কড়া পাহারায় বোতল-বন্দি । 85 মিনিটে কিয়ান নাসিরিকে নামালেও এদিন সুপার-সাব হওয়া হল না জামশিদ-পুত্রের ৷

আরও পড়ুন : SC East Bengal vs Chennaiyin FC: চেন্নাইয়িনের বিরুদ্ধে লড়াই করেও জয় অধরা লাল-হলুদের

ড্র করে আপাতত লিগ টেবিলের পাঁচ নম্বরে রইলেন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা ৷ এই মুহূর্তে মোট সাতটি দল প্রথম চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে রয়েছে । ফলে পরের আটটি ম্যাচ থেকে সর্বাধিক জয় তুলে নেওয়ায় লক্ষ্য থাকবে সবুজ-মেরুনের ৷

ফতোরদা, 3 ফেব্রুয়ারি : ডিফেন্সের করুণ প্রদর্শনী এবারের আইএসএলে । বহু ম্যাচেই দলকে ডোবাচ্ছেন ডিফেন্ডাররা । তাদের এক ভুলে ম্যাচ মাঠে ফেলে আসছে দল ৷ সেই ছবিই দেখা গেল মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি-র বহু চর্চিত ফুটবলযুদ্ধে (ATK Mohun Bagan and Mumbai City FC match results in a draw) ।

ম্যাচে প্রীতম কোটালের এক ভুলে দু'পয়েন্ট মাঠে ফেলে এল গঙ্গাপাড়ের ক্লাব ৷ ‘ডার্বির পর জয়ী দল পয়েন্ট নষ্ট করে’, ময়দানি প্রবাদ বজায় থাকল ফতোরদার মাঠেও । ন'মিনিটে সবুজ মেরুনের হয়ে গোল ডেভিড উইলিয়ামসের । 24 মিনিটে সমতায় ফেরে মুম্বই ৷ দু'দলের প্রথম দ্বৈরথে পাসের মায়াজালে মুম্বই দুমড়ে দিয়েছিল মেরিনার্সদের । ফিরতি সাক্ষাতে মুম্বইয়ের খেলায় সেই সাবলীলতা কার্যত উধাও ।

আর প্রতিপক্ষের অগোছালো অবস্থাকে জুয়ান ফেরান্দোর ছেলেরাও কাজে লাগাতে ব্যর্থ । প্রথমার্ধে সবুজ-মেরুন একাধিক সুযোগ নষ্ট করে । কোনও এক অদৃশ্য কারণে দ্বিতীয়ার্ধে ডেভিড উইলিয়ামসকে তুলে নিয়ে জনি কাউকেকে নামান বাগান কোচ ৷ ফেরান্দোর এই সিদ্ধান্তে কার্যত ভোতা হয়ে যায় । রয় কৃষ্ণ চোটের জন্য বাইরে । হুগো বুমোস প্রতিপক্ষ রক্ষণের কড়া পাহারায় বোতল-বন্দি । 85 মিনিটে কিয়ান নাসিরিকে নামালেও এদিন সুপার-সাব হওয়া হল না জামশিদ-পুত্রের ৷

আরও পড়ুন : SC East Bengal vs Chennaiyin FC: চেন্নাইয়িনের বিরুদ্ধে লড়াই করেও জয় অধরা লাল-হলুদের

ড্র করে আপাতত লিগ টেবিলের পাঁচ নম্বরে রইলেন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা ৷ এই মুহূর্তে মোট সাতটি দল প্রথম চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে রয়েছে । ফলে পরের আটটি ম্যাচ থেকে সর্বাধিক জয় তুলে নেওয়ায় লক্ষ্য থাকবে সবুজ-মেরুনের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.