নয়াদিল্লি, 10 অক্টোবর: এশিয়াডে এবার ইতিহাস তৈরি করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা ৷ অ্যাথলিটদের সর্বাধিক 107টি পদক জয় ভারতকে এশিয়ান গেমসের মঞ্চে চতুর্থ স্থানে পৌঁছে দিয়েছে ৷ এবার ক্রীড়াবিদদের এই অসামান্য পারফরম্যান্সের জন্য় তাঁদের ধন্য়বাদ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এও জানালেন আগামী এশিয়ান গেমসে আরও ভালো ফল করবে ভারত ৷ মহিলা ক্রীড়াবিদদেরও এদিন আলাদা করে ধন্যবাদ দেন তিনি ৷
নয়াদিল্লিতে মঙ্গলবার ক্রীড়াবিদদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, "ক্রীড়াবিদরা যাতে সবচেয়ে ভালো সুযোগ সুবিধা পায় তার জন্য যা করার সরকার করবে ৷ তোমরা 100 পদক জিতেছ ৷ পরেরবার এই রেকর্ডকেও ছাপিয়ে যেতে হবে ৷ প্যারিস অলিম্পিকের জন্য কঠিন পরিশ্রম কর ৷ নিজের সর্বস্ব উজাড় করে দাও ৷"
2026 সালে জাপানে আয়োজিত হবে হবে আগামী এশিয়ান গেমস ৷ এদিন আগের সরকারও প্রসঙ্গও টেনে আনলেন তিনি ৷ মোদি বলেন, "ভারতের ক্রীড়াবিদরা সবসময় তাঁদের সেরাটা দিয়েছে ৷ প্রতিভার অভাব ভারতে ছিল না ৷ জেতার ইচ্ছাও একইরকম ছিল ৷ ওরা আগেও ভালো করত ৷ কিন্তু জয়ের পথে অনেক বাধা ছিল ৷ কিন্তু 2014 সালের পর থেকে ভারতীয় ক্রীড়াবিদরা বিদেশের মাটিতেও সুযোগ-সুবিধা এবং সেরা প্রশিক্ষণ পাচ্ছে ৷ আর প্রতিযোগিতার সুযোগও পাচ্ছে ৷"
প্রধানমন্ত্রী জানান, এই খেলোয়াড়রা নতুন প্রজন্মকেও উদ্বুদ্ধ করবে ৷ তিনি বলেন, "যে প্রতিযোগিতাতেই আমরা অংশ নিয়েছি আমরা পদক জিতেছি ৷ ক্যানভাসটা আরও বড় হচ্ছে ৷ আর এটা ভারতের জন্য় দারুণ খবর ৷ তোমরা নতুন পথ খুলে দিচ্ছ আর এটাই আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে ৷" তাঁর কথায়, "আমাদের মেয়েরাও দারুণ পারফরম্যান্স করেছে ৷ দেশের নারী শক্তি প্রতিনিধিত্ব করেছেন তাঁরা ৷ এশিয়াডের অর্ধেক পদকই জিতেছে মেয়েরা ৷"
আরও পড়ুন: আগামিকাল ঘরের মাঠে নামছেন বিরাট, পাটা উইকেট দলে বদলের সম্ভাবনা
মোদি এদিন 'খেলো ইন্ডিয়া' প্রোগ্রামের কথাও তুলে ধরেন ৷ তিনি বলেন,"এশিয়ান গেমসের ভারতীয় দলে যে সমস্ত ক্রীড়াবিদরা রয়েছেন তার মধ্যে 125 জন উঠে এসেছেন খেলো ইন্ডিয়া থেকে ৷ শুধু তাই নয় 40 জন পদকও জয় করেছেন ৷ 3 হাজার জনেরও বেশি খেলোয়াড়রা প্রশিক্ষণ, কোচিং স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ সুবিধা পাচ্ছেন ৷ প্রায় 25 হাজার কোটির টাকার বেশি সাহায্য করা হয়েছে ক্রীড়াবিদদের জন্য ৷ টাকা কোনওদিন খেলোয়াড়দের জন্য় অন্তরায় হবে না ৷ আগামী 5 বছরে সরকার আরও 3 হাজার কোটি টাকা খরচ করবে ৷ আরও পরিকাঠামো তৈরি করা হবে ৷"