ETV Bharat / sports

আইএসএল ছেড়ে ময়দানে ফুটবল ফেরানোর ডাক ক্রীড়ামন্ত্রীর, উলটো সুর সৌরভের - ইস্টবেঙ্গল

Aroop Biswas and Sourav Ganguly: বাংলায় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তবে মন্ত্রীর কথার উলটো সুর গাইলেন সৌরভ ৷ কী বললেন দু'জনে ?

Etv Bharat
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 10:40 PM IST

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 21 ডিসেম্বর: অর্থ নয়, খেলাধূলার উন্নতিতে স্কিলকেই প্রাধান্য দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । বৃহস্পতিবার মোহনবাগান ক্লাবের লনে 1911 সালে প্রথম আইএফএ শিল্ড জয়ী অমর একাদশের মূর্তি স্থাপন হল । ঐতিহাসিক ক্ষণের স্মরণে দৃষ্টান্তকারী পদক্ষেপ । সেই অনুষ্ঠান ঘিরে অমর একাদশের পরিবারের সদস্য, মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে বিকেলটাই হয়ে উঠেছিল চাঁদের হাট । ছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, গায়িকা লোপামুদ্রা, সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায় । প্রত্যেককেই সংবর্ধিত করা হয় স্মারক উপহার, সবুজ মেরুন উত্তরীয় এবং পুষ্পস্তবকে । কার্যত নিস্তরঙ্গ অনুষ্ঠান হঠাৎ করেই হয়ে উঠল আইএসএল বনাম ময়দানী ফুটবলের দ্বৈরথে । ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বাংলার ফুটবলের উন্নতিতে ইস্টবেঙ্গল মোহনবাগান মহমেডানের সামগ্রিক উন্নয়নের পক্ষে সওয়াল করলেন । তার বক্তব্যে উঠে এল আইএসএলে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি ম্যাচের রেফারিংয়ের প্রসঙ্গ । এই জঘন্য রেফারিংয়ের প্রতিবাদে আইএসএল ছেড়ে বেরিয়ে এসে কলকাতার ময়দানে ফুটবল ফেরানোর ডাক দিলেন । আইএসএলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে না বলেও তোপ দাগেন তিনি ।

ক্রীড়ামন্ত্রীর আইএসএলকে কাঠগড়ায় দাঁড় করানোর বিরোধিতা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । তাঁর মতে, অর্থ নয় যে কোনও খেলাধূলোর মানোন্নয়ন স্কিলের উন্নতিতে নির্ভর করে থাকে । উদাহরণ হিসেবে পেলে-মারাদোনা-গাভাসকার-শচিন তেন্ডুলকরের অর্থপ্রাপ্তির কথা বলেন । এমনকি নিজের প্রথম জীবনে খেলে উপার্জনের কথাও বলেন তিনি । সৌরভের মতে খেলোয়াড়রা মাঠে আসেন হৃদয়ের ডাকে । সেখানে অর্থ নয়, স্কিলের উন্নতিসাধনই তাঁদের কাছে গুরুত্ব পায় ।

ব্রাজিলের ফুটবলে অর্থ নেই বলে জানান । তবুও ওখানে স্কিলের অভাব নেই ৷ কারণ স্কিলের সঙ্গে হৃদয়ের যোগ, অর্থের নয় । নিজের ছোটবেলায় স্কুলের পরে ময়দানে ইস্টবেঙ্গল-মোহনবাগানের ফুটবল দেখার কথাও এসেছিল সৌরভের বক্তব্যে । বাংলার প্রাক্তন ফুটবলারদের খেলার দিনের নানান স্মৃতি এবং তা ঘিরে গড়ে ওঠা ভালোলাগা যে আজও নস্টালজিক করে তোলে সেটাও জানিয়েছেন সৌরভ । তাই প্রাক্তন ফুটবলার এবং ক্রীড়াবিদদের তাদের সংশ্লিষ্ট খেলায় ব্যবহার করার পক্ষে সওয়াল করেন তিনি ।

সৌরভের বক্তব্যে বারবার স্কিলের উন্নতির কথা উঠে এসেছে । তাঁর মতে, রঞ্জি ট্রফি যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ । সেভাবে ভারতীয় ক্রিকেট দল শুধু ভালো খেললেই হবে না, বিশ্বের অন্যান্য দেশকে ভালো খেলতে হবে বলে মনে করেন । তাহলেই ক্রিকেটের উন্নতি হবে বলে মনে করেন সৌরভ । ময়দানে তাঁর ফুটবল খেলতে দেখার দিনে তিন প্রধানের বিরুদ্ধে তথাকথিত ছোট ক্লাবগুলো লড়াই যে আখেরে খেলার সামগ্রিক উন্নতিতে সাহায্য করেছিল সেটাও মনে করিয়ে দিয়েছেন সৌরভ । সব মিলিয়ে বাংলার ফুটবল এবং অন্যান্য খেলার উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের প্রশ্নে ক্রীড়ামন্ত্রী বনাম বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর দুই মেরুতে, দেখল ময়দান ।

আরও পড়ুন :

1 ব্রিজ ভূষণের অনুগামী ডব্লিউএফআই প্রধান, প্রতিবাদে কুস্তি ছেড়ে দিলেন সাক্ষী

2 18 বছর পর মেয়েদের টেস্টে ফের বাঙালি ক্রিকেটারের অভিষেক, হরমনপ্রীতের দলে রিচা ঘোষ

3 'চার বছরের প্রতীক্ষার অবসান, পরিশ্রমের ফল', অর্জুন পুরস্কার প্রাপ্তিতে খুশি ঐহিকা

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 21 ডিসেম্বর: অর্থ নয়, খেলাধূলার উন্নতিতে স্কিলকেই প্রাধান্য দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । বৃহস্পতিবার মোহনবাগান ক্লাবের লনে 1911 সালে প্রথম আইএফএ শিল্ড জয়ী অমর একাদশের মূর্তি স্থাপন হল । ঐতিহাসিক ক্ষণের স্মরণে দৃষ্টান্তকারী পদক্ষেপ । সেই অনুষ্ঠান ঘিরে অমর একাদশের পরিবারের সদস্য, মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে বিকেলটাই হয়ে উঠেছিল চাঁদের হাট । ছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, গায়িকা লোপামুদ্রা, সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায় । প্রত্যেককেই সংবর্ধিত করা হয় স্মারক উপহার, সবুজ মেরুন উত্তরীয় এবং পুষ্পস্তবকে । কার্যত নিস্তরঙ্গ অনুষ্ঠান হঠাৎ করেই হয়ে উঠল আইএসএল বনাম ময়দানী ফুটবলের দ্বৈরথে । ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বাংলার ফুটবলের উন্নতিতে ইস্টবেঙ্গল মোহনবাগান মহমেডানের সামগ্রিক উন্নয়নের পক্ষে সওয়াল করলেন । তার বক্তব্যে উঠে এল আইএসএলে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি ম্যাচের রেফারিংয়ের প্রসঙ্গ । এই জঘন্য রেফারিংয়ের প্রতিবাদে আইএসএল ছেড়ে বেরিয়ে এসে কলকাতার ময়দানে ফুটবল ফেরানোর ডাক দিলেন । আইএসএলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে না বলেও তোপ দাগেন তিনি ।

ক্রীড়ামন্ত্রীর আইএসএলকে কাঠগড়ায় দাঁড় করানোর বিরোধিতা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । তাঁর মতে, অর্থ নয় যে কোনও খেলাধূলোর মানোন্নয়ন স্কিলের উন্নতিতে নির্ভর করে থাকে । উদাহরণ হিসেবে পেলে-মারাদোনা-গাভাসকার-শচিন তেন্ডুলকরের অর্থপ্রাপ্তির কথা বলেন । এমনকি নিজের প্রথম জীবনে খেলে উপার্জনের কথাও বলেন তিনি । সৌরভের মতে খেলোয়াড়রা মাঠে আসেন হৃদয়ের ডাকে । সেখানে অর্থ নয়, স্কিলের উন্নতিসাধনই তাঁদের কাছে গুরুত্ব পায় ।

ব্রাজিলের ফুটবলে অর্থ নেই বলে জানান । তবুও ওখানে স্কিলের অভাব নেই ৷ কারণ স্কিলের সঙ্গে হৃদয়ের যোগ, অর্থের নয় । নিজের ছোটবেলায় স্কুলের পরে ময়দানে ইস্টবেঙ্গল-মোহনবাগানের ফুটবল দেখার কথাও এসেছিল সৌরভের বক্তব্যে । বাংলার প্রাক্তন ফুটবলারদের খেলার দিনের নানান স্মৃতি এবং তা ঘিরে গড়ে ওঠা ভালোলাগা যে আজও নস্টালজিক করে তোলে সেটাও জানিয়েছেন সৌরভ । তাই প্রাক্তন ফুটবলার এবং ক্রীড়াবিদদের তাদের সংশ্লিষ্ট খেলায় ব্যবহার করার পক্ষে সওয়াল করেন তিনি ।

সৌরভের বক্তব্যে বারবার স্কিলের উন্নতির কথা উঠে এসেছে । তাঁর মতে, রঞ্জি ট্রফি যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ । সেভাবে ভারতীয় ক্রিকেট দল শুধু ভালো খেললেই হবে না, বিশ্বের অন্যান্য দেশকে ভালো খেলতে হবে বলে মনে করেন । তাহলেই ক্রিকেটের উন্নতি হবে বলে মনে করেন সৌরভ । ময়দানে তাঁর ফুটবল খেলতে দেখার দিনে তিন প্রধানের বিরুদ্ধে তথাকথিত ছোট ক্লাবগুলো লড়াই যে আখেরে খেলার সামগ্রিক উন্নতিতে সাহায্য করেছিল সেটাও মনে করিয়ে দিয়েছেন সৌরভ । সব মিলিয়ে বাংলার ফুটবল এবং অন্যান্য খেলার উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের প্রশ্নে ক্রীড়ামন্ত্রী বনাম বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর দুই মেরুতে, দেখল ময়দান ।

আরও পড়ুন :

1 ব্রিজ ভূষণের অনুগামী ডব্লিউএফআই প্রধান, প্রতিবাদে কুস্তি ছেড়ে দিলেন সাক্ষী

2 18 বছর পর মেয়েদের টেস্টে ফের বাঙালি ক্রিকেটারের অভিষেক, হরমনপ্রীতের দলে রিচা ঘোষ

3 'চার বছরের প্রতীক্ষার অবসান, পরিশ্রমের ফল', অর্জুন পুরস্কার প্রাপ্তিতে খুশি ঐহিকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.