চেন্নাই, 12 মে : করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় ভি চন্দ্রশেখর ৷ চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন তিনি ৷ তাঁর বেশকিছু শারীরিক সমস্যা ছিল বলে জানা গিয়েছে ৷ অর্জুন পুরস্কার প্রাপ্ত এই টেবিল টেনিস খেলোয়াড়ের মৃত্যুকালে বয়স হয়েছিল 64 বছর ৷
ভি চন্দ্রশেখর খেলোয়াড় জীবনে তিনবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলেন ৷ 1982 সালে কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে উঠেছিলেন তিনি ৷ পরবর্তী সময়ে কোচ হিসেবেও সাফল্য পেয়েছিলেন ভি চন্দ্রশেখর ৷ 1984 সালে হাঁটুর অস্ত্রোপচারের পর তিনি আর খেলোয়াড় জীবনে ফিরতে পারেননি ৷ সেই অস্ত্রোপচারের পর তিনি চলাফেরা, কথা বলা এবং দৃষ্টিশক্তি হারিয়েছিলেন ৷ তবে, পরবর্তী সময়ে তিনি সুস্থ হয়ে কোচ হিসেবে ফিরে আসেন ৷ পাশাপাশি, ওই হাসপাতালের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছিলেন এবং জয় লাভ করেছিলেন ৷
আরও পড়ুন : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস নেতা একনাথ গায়েকওয়াড়ের
বর্তমান ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় জি সাথিয়ান তাঁর ছাত্রদের মধ্যে একজন ৷ ভি চন্দ্রশেখরের মৃত্যুতে তাঁকে শোকপ্রকাশ করেছে টেবিল টেনিস জগতের ব্যক্তিত্বরা ৷ তাঁর মৃত্যু টেবিল টেনিসের ক্ষেত্রে অনেক বড় ক্ষতি বলে মনে করেন তাঁরা ৷