তিরুঅনন্তপুরম, 30 জুন: ফের একবার ভারতে আসতে পারে আর্জেন্তাইন ফুটবল দল ৷ অর্থাৎ, আবারও ভারতের মাটিতে পা রাখবেন লিওনেল মেসি ! তবে, এবার আর কলকাতায় নয়, কেরলে ৷ হ্যাঁ, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুররাহিমান ৷ তিনি জানিয়েছেন, আর্জেন্তিনা ফুটবল দলের ম্যানেজার কেরলে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ৷ আর্জেন্তাইন ফুটবল ফেডেরেশনের তরফে একবার অফিশিয়াল কনফার্মেশন চলে এলে, বিষয়টিকে পরবর্তী পর্যায়ে সর্বভারতীয় ফুটবল ফেডেরেশনের সামনে তুলে ধরা হবে ৷
কেরলে ফুটবলের প্রতি যে পাগলামি, তা ফিফা বিশ্বকাপের সময় আন্তর্জাতিক স্তরে সকলের নজরে আসে ৷ বিশ্বকাপের সময় ফুটবলারদের বিশাল বিশাল কাট-আউট ও পোস্টারে ছেয়ে গিয়েছিল কেরলের প্রতিটি জেলা ৷ সেই ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছিল ফিফা এবং অন্যান্য স্পোর্টস ওয়েবসাইট ৷ ভারতে আর্জেন্তিনার রাষ্ট্রদূত হুগো জাভিয়ের গোবি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে একটি টিম জার্সি উপহার দিয়েছেন ৷ বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনাকে কেরলবাসীর সমর্থনের জন্য এই উপহার দেন গোবি ৷
সম্প্রতি একটি রিপোর্টের উল্লেখ করা হয়েছিল, অল ইন্ডিয়া ফুটবল ফেডেরেশনকে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের তরফে একটি প্রদর্শনী ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয় ৷ সেখানে বলা হয়, আর্জেন্তিনার জাতীয় দল ভারতের মাটিতে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আগ্রহী ৷ এর পরেই কেরলের ক্রীড়ামন্ত্রী বিশ্বজয়ী আর্জেন্তিনা দলকে সেরাজ্যে স্বাগত জানাতে আগ্রহ প্রকাশ করেন ৷
আরও পড়ুন: সাফ সেমিফাইনালের আগে ফিফা ব়্যাঙ্কিংয়ে ফের সেরা একশোয় ভারত
সেই নিয়ে কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুররাহিমান জানান, তাঁর প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন আর্জেন্তাইন ফুটবল দলের ম্যানেজার ৷ তিনি কেরলে ম্যাচ খেলার ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছেন ৷ আর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আর্জেন্তিনা দলের তরফে জানানো হলে, তারা পুরো বিষয়টি এআইএফএফ-কে জানানো হবে ৷ এমনকি অন্যান্য আন্তর্জাতিক দলের ম্যাচও কেরলে আয়োজন করতে আগ্রহী বলে জানিয়েছেন সেখানকার ক্রীড়ামন্ত্রী ৷