দোহা, 18 ডিসেম্বর: গতবছর কোপা আমেরিকা জয়ের স্মৃতি এখনও টাটকা তাঁর কাছে ৷ সে কথা মাথায় রেখেই ফাইনালে প্রথম একাদশে পারেদেসকে সরিয়ে দি মারিয়াকে (Angel Di Maria) জায়গা দিলেন লিওনেল স্কালোনি ৷ যার ফল মিলল হাতেনাতে ৷ প্রথম গোলটি করালেন আর দ্বিতীয় গোলটি করে আর্জেন্তিনাকে তৃতীয় বিশ্বকাপ জয়ের আরও কাছে নিয়ে গেলেন অ্যাঞ্জেল 'সুপার' মারিয়া ৷ 23 মিনিটে জুভেন্তাস উইঙ্গারের সৌজন্যেই পেনাল্টি পায় আর্জেন্তিনা ৷ 'ফরাসি বিপ্লব' থামিয়ে স্পটকিক থেকে গোল করে যান মেসি (Lionel Messi) ৷ 13 মিনিট বাদে নিজেই গোল করলেন মারিয়া (Argentina lead 2-0 at the end of the first half of WC final) ৷
36 মিনিটে আলবিসেলেস্তে-র দ্বিতীয় গোলের পিছনে যে আক্রমণ, তার সলতেতে আগুন দিলেন স্বয়ং মেসি ৷ তাঁর একটা টাচে ফালা-ফালা হয়ে গেল বিশ্বচ্যাম্পিয়নদের রক্ষণ ৷ উপামেকানোর ফাইনাল পাস থেকে ফাঁকা গোলে বল ঠেলতে কোনও ভুল করেননি 'সুপার' মারিয়া ৷ জোড়া গোল বাদেও লুসেইলে মহারণের প্রথমার্ধে সবকিছুই আর্জেন্তিনার পক্ষে ৷ 60 শতাংশ বল নিজেদের দখলে রেখে গোল লক্ষ্য করে 6টি শট নিয়েছে নীল-সাদা জার্সিধারীরা ৷ পক্ষান্তরে 40 শতাংশ বল পায়ে রেখে গোলে একটিও শট নিতে ব্যর্থ দিদিয়ের দেশঁ-র ছেলেরা ৷
আরও পড়ুন: মেসি-ম্যাজিক না এমবাপের দৌড় ? বেদুইনের দেশে বাজিমাত করবে কে
দ্বিতীয়ার্ধে যদি এভাবেই আধিপত্য বজায় রাখতে পারে আর্জেন্তিনা, তাহলে 36 বছর পর ফের ট্রফি যাচ্ছে বুয়েনস আইরসে ৷ মহাপ্রয়াণের পর যা হবে 'রাজপুত্র' দিয়েগো আর্মান্দো মারাদোনার সবচেয়ে বড় উপহার ৷ আর অবশ্যই যার কারিগর হিসেবে ইতিহাস মনে রাখবে 'বরপুত্র' লিওনেল মেসিকে ৷ একইসঙ্গে মেসিরও 'সব পাওয়া' সম্পূর্ণ হবে ৷