হ্যাংঝাউ, 27 অক্টোবর: মহাভারত-এ গুরুদক্ষিণা হিসাবে দ্রোনাচার্য চেয়েছিলেন একলব্যের বুড়ো আঙুল ৷ শ্রেষ্ঠ ধর্নুবিদ হাসতে হাসতে পালন করেছিলেন গুরুর আদেশ ৷ তাঁর সেই আত্মত্যাগের কাহিনি শুধু মহাকাব্যের পাতায় নয় আজও রয়ে গিয়েছে সকলের অন্তরের অন্তঃস্থলে ৷ কিন্তু দু'টো হাতই যদি না থাকে তাহলেও কি তিরন্দাজিতে লক্ষ্যভেদ করা যায়? যায় ৷ আর এশিয়ান প্যারা গেমসে তারই প্রমাণ দিলেন শীতল দেবী ৷ শুক্রবার হ্য়াংঝাউতে পদক জিতলেন ভারতের এই সোনার মেয়ে ৷ পা দিয়ে তীর গাঁথলেন বুলস আই-তে ৷
-
Dreams have wings even though they have no arms or legs. Sheetal Devi, 16-year-old archer from Team India, who became the first armless woman to win a medal at the Para World Archery Championships in July, claimed silver in Women's Doubles Compound with her teammate at Hangzhou… pic.twitter.com/K5kylcu6Ty
— The 4th Asian Para Games Hangzhou Official (@19thAGofficial) October 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dreams have wings even though they have no arms or legs. Sheetal Devi, 16-year-old archer from Team India, who became the first armless woman to win a medal at the Para World Archery Championships in July, claimed silver in Women's Doubles Compound with her teammate at Hangzhou… pic.twitter.com/K5kylcu6Ty
— The 4th Asian Para Games Hangzhou Official (@19thAGofficial) October 26, 2023Dreams have wings even though they have no arms or legs. Sheetal Devi, 16-year-old archer from Team India, who became the first armless woman to win a medal at the Para World Archery Championships in July, claimed silver in Women's Doubles Compound with her teammate at Hangzhou… pic.twitter.com/K5kylcu6Ty
— The 4th Asian Para Games Hangzhou Official (@19thAGofficial) October 26, 2023
আর সোনা জেতার পর হাজার হাজার অনুরাগীর উদ্দেশে বললেন, "যদি আমি পারি আপনিও পারবেন ৷" শীতল দেবী এদিন হারিয়ে দিলেন সিঙ্গাপুরের আলিম নুর সাহিদাকে ৷ কমপাউন্ড ওপেন ইভেন্টে (ব্যক্তিগত) 144-142 স্কোরে আলিমকে পরাজিত করেন তিনি ৷ এর আগেও এশিয়ান প্যারা গেমসে দু'টি পদক জয় করেছেন জম্মু কাশ্মীরের এই ক্রীড়াবিদ ৷
-
Ten, ten, ten! Perfect scores! Devi Sheetal shot six consecutive ten rings in the last two rounds at the final of Women's Ind. Compound and won her first individual gold medal of Asian Games.#Hangzhou #AsianParaGames #HangzhouAsianParaGames #4thAsianParaGames #Hangzhou2022APG… pic.twitter.com/CV40QHpAHm
— The 4th Asian Para Games Hangzhou Official (@19thAGofficial) October 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ten, ten, ten! Perfect scores! Devi Sheetal shot six consecutive ten rings in the last two rounds at the final of Women's Ind. Compound and won her first individual gold medal of Asian Games.#Hangzhou #AsianParaGames #HangzhouAsianParaGames #4thAsianParaGames #Hangzhou2022APG… pic.twitter.com/CV40QHpAHm
— The 4th Asian Para Games Hangzhou Official (@19thAGofficial) October 27, 2023Ten, ten, ten! Perfect scores! Devi Sheetal shot six consecutive ten rings in the last two rounds at the final of Women's Ind. Compound and won her first individual gold medal of Asian Games.#Hangzhou #AsianParaGames #HangzhouAsianParaGames #4thAsianParaGames #Hangzhou2022APG… pic.twitter.com/CV40QHpAHm
— The 4th Asian Para Games Hangzhou Official (@19thAGofficial) October 27, 2023
হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে তাঁর একের পর লক্ষ্যভেদী বাণ শীতলকে এনে দিল জয়ের শিরোপা ৷ প্রথম তিন সেটেই এগিয়ে ছিলেন তিনি ৷ আলিম এদিন দু'টো তীর সঠিক লক্ষ্যে ছুঁড়তে ব্যর্থ হলেও শীতল ব্যর্থ হননি ৷ আর তার জেরেই পদকের হ্য়াটট্রিক করলেন তিনি ৷ চলতি সপ্তাহে এর আগেই শীতল সোনা জিতে নেন কমপাউন্ড মিক্সড টিম ইভেন্টে ৷ এরপর ওমেন ডাবলস-এও রূপো আসে তাঁর টিমের হাত ধরে ৷ এদিন সোনা জয়ের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
- — The 4th Asian Para Games Hangzhou Official (@19thAGofficial) October 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— The 4th Asian Para Games Hangzhou Official (@19thAGofficial) October 27, 2023
">— The 4th Asian Para Games Hangzhou Official (@19thAGofficial) October 27, 2023
আরও পড়ুন: এশিয়াডের পর এশিয়ান প্যারা গেমসেও পদক জয়ের ইতিহাস গড়ল ভারত
-
Proud of Sheetal Devi on her extraordinary Gold Medal in Archery Women's Individual Compound open event at the Asian Para Games. This achievement is a testament to her grit and determination. pic.twitter.com/4JtbxrmPY2
— Narendra Modi (@narendramodi) October 27, 2023 " '="" class="align-text-top noRightClick twitterSection" data="
">Proud of Sheetal Devi on her extraordinary Gold Medal in Archery Women's Individual Compound open event at the Asian Para Games. This achievement is a testament to her grit and determination. pic.twitter.com/4JtbxrmPY2
— Narendra Modi (@narendramodi) October 27, 2023Proud of Sheetal Devi on her extraordinary Gold Medal in Archery Women's Individual Compound open event at the Asian Para Games. This achievement is a testament to her grit and determination. pic.twitter.com/4JtbxrmPY2
— Narendra Modi (@narendramodi) October 27, 2023
এদিন হ্যাংঝাউতে ভারতের হয়ে পদক জয় করেন আরও বেশ কয়েকজন ক্রীড়াবিদ ৷ জ্যাভলিনে রূপো জেতেন প্যারা অ্যাথলিট প্রদীপ কুমার ৷ পাশাপাশি 1500মিটার-টি38 ফাইনালে সোনা দখল করেন রমন শর্মাও ৷ এছাড়া সোনার পদক জয় করেছেন শার্টলার সুহাস ইয়াথিরাজ (এসএল 4 বিভাগে) এবং প্রমোদ ভগতও (এসএল 3 বিভাগে) ৷ শুধু সিঙ্গেলসে নয় প্যারা ব্যাডমিন্টনের ডাবলসেও এসেছে সোনা ৷ পদক জিতে নিয়েছেন নীতেশ কুমার ও তরুণ ৷