ETV Bharat / sports

Asian Games 2023: দলগত সোনার পর ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ, ঘোড়ায় চেপে আবারও ইতিহাসে বালিগঞ্জের অনুষ - Asian Games

Anush Agarwalla Wins Bronze: দলগত বিভাগে সোনা এলেও ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে স্বর্ণপদক এল না অনুষ আগরওয়াল্লার ঝুলিতে ৷ যদিও পোডিয়াম ফিনিশ করলেন কলকাতার ছেলে ৷ ড্রেসেজ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অনুষ ও তাঁর ঘোড়া এটরো ৷

Anush Agarwalla Wins Bronze
ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ অনুষের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 4:57 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: দিনদুয়েক আগে এশিয়াডে দলগত ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন কলকাতার অশ্বারোহী অনুষ আগরওয়াল্লা ৷ এরপর বৃহস্পতিবার ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে নেমেছিলেন তিনি ৷ যদিও সেখানে স্বর্ণপদক এল না কলকাতার ছেলের ৷ তবে পোডিয়াম ফিনিশ করলেন 24 বছরের অনুষ ৷ ড্রেসেজ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি ও তাঁর ঘোড়া এটরো ৷

এশিয়ান গেমসে এই ক্যাটেগরিতে এর আগে কখনও পদক আসেনি ভারতের ঝুলিতে ৷ তাই সোনা না-পেলেও অনুষের কীর্তি এশিয়ান গেমসের ইতিহাসে ঐতিহাসিক হয়েই রয়ে যাবে ৷ এদিন অনুষ এবং তাঁর ঘোড়া এটরো ফাইনালের 15 সদস্যের বিচারক প্যানেলের থেকে 69.900 টেকনিক্যাল পার্সেন্টেজ পয়েন্ট এবং আর্টিস্টিক বিভাগে 76.160 পয়েন্ট অর্জন করে ৷ ড্রেসেজের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে নিয়েছেন মালয়েশিয়ার মহম্মগ বিন ফাথিল এবং রুপো জিতেছেন হংকংয়ের উইং জিং ৷

মঙ্গলবার ড্রেসেজ টিম ইভেন্টে হৃদয় ছেডা, দিব্যকৃতি সিং এবং সুদীপ্তি হাজেলার সঙ্গে জুটি বেঁধে ঐতিহাসিক সোনা জিতেছিলেন বালিগঞ্জের অনুষ আগরওয়াল্লা ৷ এরই সঙ্গে এশিয়াডের ইকুয়েস্ট্রিয়ানে 41 বছরের খরা কাটে ভারতের ৷ পাশাপাশি ড্রেসেজ ইভেন্টে এটাই ছিল দেশের প্রথম সোনা ৷

আরও পড়ুন: 'দেশের পতাকা সবার উপরে, এই অনুভূতি বলে বোঝানোর নয়'; উপলব্ধি অশ্বারোহণে সোনাজয়ী কলকাতার অনুষের

অশ্বারোহণের উদ্দেশে ছোটবেলাতেই শহর ছেড়ে জার্মানির বোর্চেনে পাড়ি দিয়েছিলেন কলকাতার অনুষ ৷ সোনা জয়ের পর তাঁর অনুভূতির কথা জানতে ইটিভি ভারত যোগাযোগ করেছিল অনুষ আগরওয়াল্লার সঙ্গে ৷ হ্যাংঝাউ থেকে সোনা জেতার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "এই অভিজ্ঞতা ভোলার নয়। এক মুহূর্তের জন্য পৃথিবী যেন স্থির হয়ে গিয়েছিল। আসলে আমাদের লক্ষ্য ছিল ভারতের পতাকা সবার উপরে তুলে ধরা। আমার দেশের পতাকা সবার উপরে রয়েছে, জাতীয় সঙ্গীত বাজছে, সবাই আমার দেশের সম্মানে দাঁড়িয়ে রয়েছেন- এই অনুভূতিটাই অন্যরকম ৷"

কলকাতা, 28 সেপ্টেম্বর: দিনদুয়েক আগে এশিয়াডে দলগত ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন কলকাতার অশ্বারোহী অনুষ আগরওয়াল্লা ৷ এরপর বৃহস্পতিবার ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে নেমেছিলেন তিনি ৷ যদিও সেখানে স্বর্ণপদক এল না কলকাতার ছেলের ৷ তবে পোডিয়াম ফিনিশ করলেন 24 বছরের অনুষ ৷ ড্রেসেজ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি ও তাঁর ঘোড়া এটরো ৷

এশিয়ান গেমসে এই ক্যাটেগরিতে এর আগে কখনও পদক আসেনি ভারতের ঝুলিতে ৷ তাই সোনা না-পেলেও অনুষের কীর্তি এশিয়ান গেমসের ইতিহাসে ঐতিহাসিক হয়েই রয়ে যাবে ৷ এদিন অনুষ এবং তাঁর ঘোড়া এটরো ফাইনালের 15 সদস্যের বিচারক প্যানেলের থেকে 69.900 টেকনিক্যাল পার্সেন্টেজ পয়েন্ট এবং আর্টিস্টিক বিভাগে 76.160 পয়েন্ট অর্জন করে ৷ ড্রেসেজের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে নিয়েছেন মালয়েশিয়ার মহম্মগ বিন ফাথিল এবং রুপো জিতেছেন হংকংয়ের উইং জিং ৷

মঙ্গলবার ড্রেসেজ টিম ইভেন্টে হৃদয় ছেডা, দিব্যকৃতি সিং এবং সুদীপ্তি হাজেলার সঙ্গে জুটি বেঁধে ঐতিহাসিক সোনা জিতেছিলেন বালিগঞ্জের অনুষ আগরওয়াল্লা ৷ এরই সঙ্গে এশিয়াডের ইকুয়েস্ট্রিয়ানে 41 বছরের খরা কাটে ভারতের ৷ পাশাপাশি ড্রেসেজ ইভেন্টে এটাই ছিল দেশের প্রথম সোনা ৷

আরও পড়ুন: 'দেশের পতাকা সবার উপরে, এই অনুভূতি বলে বোঝানোর নয়'; উপলব্ধি অশ্বারোহণে সোনাজয়ী কলকাতার অনুষের

অশ্বারোহণের উদ্দেশে ছোটবেলাতেই শহর ছেড়ে জার্মানির বোর্চেনে পাড়ি দিয়েছিলেন কলকাতার অনুষ ৷ সোনা জয়ের পর তাঁর অনুভূতির কথা জানতে ইটিভি ভারত যোগাযোগ করেছিল অনুষ আগরওয়াল্লার সঙ্গে ৷ হ্যাংঝাউ থেকে সোনা জেতার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "এই অভিজ্ঞতা ভোলার নয়। এক মুহূর্তের জন্য পৃথিবী যেন স্থির হয়ে গিয়েছিল। আসলে আমাদের লক্ষ্য ছিল ভারতের পতাকা সবার উপরে তুলে ধরা। আমার দেশের পতাকা সবার উপরে রয়েছে, জাতীয় সঙ্গীত বাজছে, সবাই আমার দেশের সম্মানে দাঁড়িয়ে রয়েছেন- এই অনুভূতিটাই অন্যরকম ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.