পন্টে ভেদ্রা, 15 মার্চ : মার্কিন মুলুকের পন্টে ভেদ্রা বিচে ইতিহাস গড়লেন অনির্বাণ লাহিড়ী । একটি স্ট্রোকের জন্য আমেরিকান প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে জয় হাতছাড়া করলেন ভারতীয় গলফার । বিশ্বের সবচেয়ে বেশি পুরস্কার মূল্যের টুর্নামেন্টে রানার্স হয়েই খুশি থাকতে হল তাঁকে । পুরস্কার বাবদ অনির্বাণ পেলেন 16.5 কোটি টাকা (Anirban Lahiri finishes 2nd in The Players Championship) ।
বিশ্বে গলফে চারটি মেজর টুর্নামেন্টের মধ্য়ে না-পড়লেও যথেষ্ট কৌলিন্য রয়েছে এই টুর্নামেন্টেরও । চলতি সপ্তাহে অনির্বাণের বিশ্ব ব়্যাঙ্কিং ছিল 322 । সেখান থেকে টুর্নামেন্ট জয়ের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি । শেষ পর্যন্ত জয় না-আসলেও ব়্যাঙ্কিংয়ে বড় লাফ দিতে পারেন অনির্বাণ ।
-
Plenty of praise and a kiss from his daughter ❤️️ pic.twitter.com/bw22vjHmaV
— PGA TOUR (@PGATOUR) March 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Plenty of praise and a kiss from his daughter ❤️️ pic.twitter.com/bw22vjHmaV
— PGA TOUR (@PGATOUR) March 15, 2022Plenty of praise and a kiss from his daughter ❤️️ pic.twitter.com/bw22vjHmaV
— PGA TOUR (@PGATOUR) March 15, 2022
আরও পড়ুন : দুর্ঘটনায় আহত টাইগার উডস
ফাইনাল রাউন্ডে 3-আন্ডার পার 69 মারেন তিনি । ফলে চ্যাম্পিয়ন ক্যামেরন স্মিথের থেকে মাত্র এক শট পেছনে শেষ করেন তিনি । রেকর্ড গড়েও আফশোস করছেন অনির্বাণ । জানিয়েছেন, সাত বছর ধরে এখানে খেলছি । এখনও ফিনিশিং লাইন পেরোতে পারিনি । যত তাড়াতাড়ি সম্ভব ওই বাধাটা পেরোতে চাই ।