ETV Bharat / sports

Roy Krishna: বেঙ্গালুরু এফসি'র পথে বাগানের প্রাক্তন রয় কৃষ্ণা - প্রবীর দাসের গন্তব্য সুনীল ছেত্রীর বেঙ্গালেরু এফসি

মোহনবাগান ত্যাগ করেছেন এই বছরই ৷ তারপর অস্ট্রেলিয়ার পুরোনো ক্লাব ওয়েলিংটন ফোনেক্সে চলে যেতে পারেন বলে শোনা গিয়েছিল ৷ কিন্তু গুজব উড়িয়ে এবার তিনি যোগ দিতে চলেছেন বেঙ্গালুরু এফসি-তে (After Mohun Bagan Roy Krishna May Join Bengaluru FC) ৷

Roy Krishna
বাগানের প্রাক্তন রয় কৃষ্ণা
author img

By

Published : Jul 16, 2022, 10:22 PM IST

কলকাতা, 16 জুলাই: প্রবীর দাসের মাপা সেন্টার থেকে রয় কৃষ্ণার গোল। এটিকে মোহনবাগানের লাল-সাদা বা সবুজ-মেরুন জার্সি সাফল্যের নেপথ্য রসায়ন ছিল 'বঙ্গ ফিজিয়ান' যুগলবন্দি। নতুন মরশুমে দু'জনেই এটিকে মোহনবাগানের সাজঘর ছেড়েছেন। তারপর প্রবীর দাসের গন্তব্য সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। এবার সেখানে যোগ দিতে চলেছেন রয় কৃষ্ণা (After Mohun Bagan Roy Krishna May Join Bengaluru FC)। অন্তত দলবদলের বাজারে খবর সেরকমই।

এই খবর সত্যি হলে ফের দেখা যাবে কৃষ্ণা-প্রবীর জুটিকে ৷ তবে এবার ভিন্ন দলের জার্সিতে আইএসএলে মঞ্চ মাতাবে জুটি। গত মরশুমে এটিকে মোহনবাগানে প্রবীর দাস নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। কোচ জুয়ান ফেরান্দোর প্রথম পছন্দ ছিলেন না তিনি। একইভাবে চোট এবং করোনার অসুস্থতার কাটিয়ে রয় কৃষ্ণা মাঠে ফিরলেও ছন্দে ছিলেন না। ফলে সবুজ মেরুন কোচের পছন্দের তালিকা থেকে বাদ পড়েছিলেন।

আরও পড়ুন : রেড ডেভিল শিবিরে ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন

নতুন মরশুমে আইএসএল ছেড়ে কৃষ্ণা অস্ট্রেলিয়ার 'এ' লিগে তার পুরোনো ক্লাব ওয়েলিংটন ফোনেক্সে চলে যেতে পারেন বলে শোনা গিয়েছিল। প্রস্তাব ছিল ইস্টবেঙ্গলের। তাঁকে দলে নিতে আগ্রহী ছিল হায়দরাবাদ এফসি এবং মুম্বই সিটিও। কিন্তু সব সরিয়ে ফের আইএসএলে থাকার সিদ্ধান্ত নিলেন ফিজিয়ান স্ট্রাইকার। এবার তাঁর সঙ্গী হতে পারেন সুনীল ছেত্রী।

কলকাতা, 16 জুলাই: প্রবীর দাসের মাপা সেন্টার থেকে রয় কৃষ্ণার গোল। এটিকে মোহনবাগানের লাল-সাদা বা সবুজ-মেরুন জার্সি সাফল্যের নেপথ্য রসায়ন ছিল 'বঙ্গ ফিজিয়ান' যুগলবন্দি। নতুন মরশুমে দু'জনেই এটিকে মোহনবাগানের সাজঘর ছেড়েছেন। তারপর প্রবীর দাসের গন্তব্য সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। এবার সেখানে যোগ দিতে চলেছেন রয় কৃষ্ণা (After Mohun Bagan Roy Krishna May Join Bengaluru FC)। অন্তত দলবদলের বাজারে খবর সেরকমই।

এই খবর সত্যি হলে ফের দেখা যাবে কৃষ্ণা-প্রবীর জুটিকে ৷ তবে এবার ভিন্ন দলের জার্সিতে আইএসএলে মঞ্চ মাতাবে জুটি। গত মরশুমে এটিকে মোহনবাগানে প্রবীর দাস নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। কোচ জুয়ান ফেরান্দোর প্রথম পছন্দ ছিলেন না তিনি। একইভাবে চোট এবং করোনার অসুস্থতার কাটিয়ে রয় কৃষ্ণা মাঠে ফিরলেও ছন্দে ছিলেন না। ফলে সবুজ মেরুন কোচের পছন্দের তালিকা থেকে বাদ পড়েছিলেন।

আরও পড়ুন : রেড ডেভিল শিবিরে ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন

নতুন মরশুমে আইএসএল ছেড়ে কৃষ্ণা অস্ট্রেলিয়ার 'এ' লিগে তার পুরোনো ক্লাব ওয়েলিংটন ফোনেক্সে চলে যেতে পারেন বলে শোনা গিয়েছিল। প্রস্তাব ছিল ইস্টবেঙ্গলের। তাঁকে দলে নিতে আগ্রহী ছিল হায়দরাবাদ এফসি এবং মুম্বই সিটিও। কিন্তু সব সরিয়ে ফের আইএসএলে থাকার সিদ্ধান্ত নিলেন ফিজিয়ান স্ট্রাইকার। এবার তাঁর সঙ্গী হতে পারেন সুনীল ছেত্রী।

For All Latest Updates

TAGGED:

Roy Krishna
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.