নয়াদিল্লি, 29 জুন: প্রথম ভারতীয় মহিলা গল্ফার হিসেবে টোকিও অলিম্পিকসে খেলার যোগ্যতামান অর্জন করলেন অদিতি অশোক । টোকিও অলিম্পিকসে খেলার সুযোগ পেয়ে ইতিহাস সৃষ্টি করলেন তিনি । যোগ্যতা নির্ণায়ক খেলায় তিনি ৪৫ তম স্থান দখল করেন । মঙ্গলবার এই খবর ঘোষণা করা হয় । স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তরফে তাঁকে টুইটে শুভেচ্ছাও জানানো হয় । শুভেচ্ছা জানায় আরও অনেকে ।
টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পেয়ে টুইটে অদিতি অশোক জানান, 'আমি দ্বিতীয়বার অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি । এর আগে 2016 সালের রিও অলিম্পিকেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করি ।' গত সপ্তাহে ভারতীয় গল্ফ তারকা অনির্বাণ লাহিড়িও টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পান । এই বিষয়ে টুইটে অনির্বাণ লাহিড়ির জানান, 'এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল ।' অনির্বাণ লাহিড়ি যোগ্যতা নির্ণায়ক তালিকায় একেবারে শেষের দিকে ছিলেন । তাই টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পেয়ে তিনি খুবই খুশি ।
আরও পড়ুন: বাঁশের তির-ধনুকে শুরু, অলিম্পিকস পদক পাখির চোখ অপ্রতিরোধ্য দীপিকার
টোকিও অলিম্পিক শুরু হবে চলতি বছরের 23 জুলাই থেকে চলবে 8 অগাস্ট পর্যন্ত । যদিও টোকিও অলিম্পিকস হওয়ার কথা ছিল গত বছর । কিন্তু করোনা প্যানডেমিকের কারণে তা বাতিল করা হয় ।