ETV Bharat / sports

Tokyo Olympics : টোকিয়ো যাচ্ছেন দ্যুতি, পদকের লড়াইয়ে দেশের 15 অ্যাথলিট

author img

By

Published : Jul 2, 2021, 7:10 AM IST

সরাসরি কোয়ালিফাই না করলেও অবশেষে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের মাধ্যমে অলিম্পিকসের মঞ্চ থেকে পদক জেতার সুযোগ পেলেন ওড়িশার স্প্রিন্টার দ্যুতি চাঁদ ৷

Dutee Chand
Dutee Chand

নয়াদিল্লি, 2 জুলাই : শেষ মুহূর্তে দ্যুতি চাঁদের সামনে খুলে গেল অলিম্পিকসের দরজা ৷ 100 ও 200 মিটার ব্যক্তিগত ইভেন্টে যোগ্যতা অর্জন করেছেন দেশের এই তারকা স্প্রিন্টার ৷ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে টোকিয়োর টিকিট পাকা করেছেন দ্যুতি ৷ এই নিয়ে ব্যক্তিগত ইভেন্টে মোট 15 জন ভারতীয় অ্যাথলিট টোকিয়ো অলিম্পিকসে অংশ নেবেন ৷ এছাড়া রয়েছে দুটি রিলে টিম ৷ দ্যুতির মতোই বিশ্ব র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে অলিম্পিকসে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন জ্যাভলিন থ্রোয়ার অন্নু রানি এবং 400 মিটার হার্ডলার এমপি জাবির ৷ এই খবর নিশ্চিত করেছে বিশ্ব অ্যাথলেটিক্স ৷

টোকিয়ো অলিম্পিকসের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছেন দেশের 12 জন অ্যাথলিট ৷ তার মধ্যে রয়েছেন তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৷ দ্যুতি, রানিরা ছাড়াও পুরুষদের 4x400 মিটার রিলে টিমও বিশ্ব র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে টোকিয়োর টিকিট পাকা করেছে ৷

23 জুলাই থেকে শুরু হতে চলা টোকিয়ো অলিম্পিকসে 100 মিটার ও 200 মিটার ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট 56 জন অ্যাথলিট ৷ 100 মিটারে ওড়িশার তারকা স্প্রিন্টার দ্যুতি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের 41 নম্বরে স্থানে রয়েছে ৷ 200 মিটারে তাঁর র‌্যাঙ্কিং 50 ৷ সেই সুবাদে অলিম্পিকসের দরজা খুলে যায় তাঁর সামনে ৷ 2019 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারতীয় পুরুষদের 4x400 মিটার রিলে টিম ৷ সেই দলও টোকিয়ো যাচ্ছে ৷

টোকিয়োর টিকিট পাকা করতে 21 জুন পাতিয়ালায় ইন্ডিয়ান গ্রাঁ পি 4 -এ নেমেছিলেন দ্যুতি চাঁদ, হিমা দাসরা ৷ এই দুই তারকা স্প্রিন্টারের কাছে অলিম্পিকসে কোয়ালিফাই করার জন্য সেটাই ছিল শেষ সুযোগ ৷ 200 মিটার দৌড়ে অল্পের জন্য কোয়ালিফাই করতে পারেননি দ্যুতি ৷ 11.17 সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি ৷ যেখানে যোগ্যতা অর্জনের জন্য 11.15 সেকেন্ডে দৌড় শেষ করার প্রয়োজন ছিল ৷

আরও পড়ুন : Pranati Nayak : অলিম্পিকস পদকের স্বপ্নে বুঁদ জিমন্যাস্ট প্রণতির গ্রাম পিংলা

সরাসরি কোয়ালিফাই না করলেও অবশেষে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে অলিম্পিকসের মঞ্চ থেকে পদক জেতার সুযোগ পেলেন ওড়িশার স্প্রিন্টার ৷ তবে দ্যুতির ভাগ্যে শিকে ছিঁড়লেও টোকিয়ো যাওয়ার সুযোগ পেলেন না হিমা দাস ৷

নয়াদিল্লি, 2 জুলাই : শেষ মুহূর্তে দ্যুতি চাঁদের সামনে খুলে গেল অলিম্পিকসের দরজা ৷ 100 ও 200 মিটার ব্যক্তিগত ইভেন্টে যোগ্যতা অর্জন করেছেন দেশের এই তারকা স্প্রিন্টার ৷ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে টোকিয়োর টিকিট পাকা করেছেন দ্যুতি ৷ এই নিয়ে ব্যক্তিগত ইভেন্টে মোট 15 জন ভারতীয় অ্যাথলিট টোকিয়ো অলিম্পিকসে অংশ নেবেন ৷ এছাড়া রয়েছে দুটি রিলে টিম ৷ দ্যুতির মতোই বিশ্ব র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে অলিম্পিকসে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন জ্যাভলিন থ্রোয়ার অন্নু রানি এবং 400 মিটার হার্ডলার এমপি জাবির ৷ এই খবর নিশ্চিত করেছে বিশ্ব অ্যাথলেটিক্স ৷

টোকিয়ো অলিম্পিকসের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছেন দেশের 12 জন অ্যাথলিট ৷ তার মধ্যে রয়েছেন তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৷ দ্যুতি, রানিরা ছাড়াও পুরুষদের 4x400 মিটার রিলে টিমও বিশ্ব র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে টোকিয়োর টিকিট পাকা করেছে ৷

23 জুলাই থেকে শুরু হতে চলা টোকিয়ো অলিম্পিকসে 100 মিটার ও 200 মিটার ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট 56 জন অ্যাথলিট ৷ 100 মিটারে ওড়িশার তারকা স্প্রিন্টার দ্যুতি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের 41 নম্বরে স্থানে রয়েছে ৷ 200 মিটারে তাঁর র‌্যাঙ্কিং 50 ৷ সেই সুবাদে অলিম্পিকসের দরজা খুলে যায় তাঁর সামনে ৷ 2019 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারতীয় পুরুষদের 4x400 মিটার রিলে টিম ৷ সেই দলও টোকিয়ো যাচ্ছে ৷

টোকিয়োর টিকিট পাকা করতে 21 জুন পাতিয়ালায় ইন্ডিয়ান গ্রাঁ পি 4 -এ নেমেছিলেন দ্যুতি চাঁদ, হিমা দাসরা ৷ এই দুই তারকা স্প্রিন্টারের কাছে অলিম্পিকসে কোয়ালিফাই করার জন্য সেটাই ছিল শেষ সুযোগ ৷ 200 মিটার দৌড়ে অল্পের জন্য কোয়ালিফাই করতে পারেননি দ্যুতি ৷ 11.17 সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি ৷ যেখানে যোগ্যতা অর্জনের জন্য 11.15 সেকেন্ডে দৌড় শেষ করার প্রয়োজন ছিল ৷

আরও পড়ুন : Pranati Nayak : অলিম্পিকস পদকের স্বপ্নে বুঁদ জিমন্যাস্ট প্রণতির গ্রাম পিংলা

সরাসরি কোয়ালিফাই না করলেও অবশেষে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে অলিম্পিকসের মঞ্চ থেকে পদক জেতার সুযোগ পেলেন ওড়িশার স্প্রিন্টার ৷ তবে দ্যুতির ভাগ্যে শিকে ছিঁড়লেও টোকিয়ো যাওয়ার সুযোগ পেলেন না হিমা দাস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.