সান্তিয়াগো দেল এস্তেরো (আর্জেন্তিনা), 29 মার্চ: আরও একটি মাইলস্টোন স্পর্শ করলেন ফুটবলের মানস-পুত্র ৷ আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সিতে তৃতীয় খেলোয়াড় হিসেবে 100 গোলের রেকর্ড ছুঁলেন লিওনেল মেসি ৷ ভারতীয় সময় বুধবার সকালে আর্জেন্তিনার সান্তিয়াগো দেল এস্তেরো শহরে কুরাসাও বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে নামেন মেসি ৷ এ দিন ম্যাচের প্রথম গোলটি আসে মেসির পা থেকে ৷ তিনজন ডিফেন্ডার এবং গোলকিপারকে কাটিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক কেরিয়ারের 100 তম গোলটি নিজের নামে করেন ৷ তবে, শুধু 100 তম গোল নয় ৷ আজকের ম্যাচে আর্জেন্তিনার হয়ে নবম হ্যাটট্রিকটাও করে ফেললেন লিও ৷
আজ থেকে ঠিক 100 দিন আগে কাতার বিশ্বকাপ উঠেছিল লিওনেল মেসির হাতে ৷ বিশ্বসেরার মুকুট মাথায় ওঠার 100 দিন পরে আন্তর্জাতিক ফুটবলে একশো গোলের মালিকও হয়ে গেলেন তিনি ৷ এদিন মেসির হ্যাটট্রিকের সুবাদে এবং টিম পারফর্মেন্সের কুরাসাওকে 7-0 গোলে ধরাশায়ী করেছে আর্জেন্তিনা ৷ সেই সঙ্গে আবারও ফিফা বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 1 নম্বর জায়গা দখল করেছে নীল-সাদা জার্সি ধারীরা ৷ আজ ম্যাচের প্রথম অর্ধেই স্কোরলাইন 5-0 করে দেয় আর্জেন্তাইন ফুটবলাররা ৷ দ্বিতীয়ার্ধে আরও 2 গোল হয় ৷ দ্বিতীয়ার্ধে আরও গোল হতে পারত ৷ কিন্তু, কোচ লিওনেল স্কালোনি প্রথম একাদশের একাধিক ফুটবলারকে তুলে নেন ৷
উল্লেখ্য, স্কালোনি এ দিন কার্যত বি টিম নামিয়েছিলেন কুরাসাওয়ের বিরুদ্ধে ৷ ম্যাচের 20 মিনিটে মেসি তাঁর আন্তর্জাতিক ফুটবলের 100 তম গোলটি করেন ৷ এর তিন মিনিটের মাথায় নিকোলাস গোঞ্জালেস আর্জেন্তিনার হয়ে দ্বিতীয় গোল করেন ৷ 33 মিনিটে মেসির নিজের দ্বিতীয় এবং দলের 3 নম্বর গোলটি করেন ৷ 2 মিনিটের মাথায় এনজো ফার্নান্দেজ আর্জেন্তিনার লিড 4-0 করে দেন ৷ আর তার ঠিক 2 মিনিট পরে মেসি তাঁর হ্যাটট্রিক পূরণ করেন ৷ আর্জেন্তিনার হয়ে এটি লিও-র নবম হ্যাটট্রিক ৷ প্রথমার্ধে আর্জেন্তিনা 5-0 লিড নেয় ৷ এর পর দ্বিতীয়ার্ধের 78 মিনিটে অ্যাঞ্জেল দি মারিয়া এবং 87 মিনিটে গঞ্জালো মন্তেইলের গোলে আর্জেন্তিনা 7-0 করে ফেলে ৷
আরও পড়ুন: টপকে গেলেন পুসকাসকে, সুনীলচ্ছটায় ট্রফি জয় 'মেন ইন ব্লু'র
দুর্বল প্রতিপক্ষ কুরাসাওকে এ দিন মাঠে কোথাও দেখাই যায়নি ৷ বল পজিশন থেকে শুরু করে গোল লক্ষ্য করে শট সবেতেই আর্জেন্তিনার আধিপত্য ছিল ৷ আর্জেন্তিনা মোট 27টি শট নিয়েছে ৷ যার মধ্যে অন টার্গেট ছিল 17টি ৷ আর কুরাসাওয়ের ফুটবলাররা মাত্র 6টি শট নিয়েছেন ৷ কিন্তু, একটিও টার্গেটে ছিল না ৷ আর্জেন্তিনার রদ্রিগো দে পল এ দিন হলুদ কার্ড দেখেন ৷