ETV Bharat / sports

আর্জেনন্টিনা জুনিয়র দলের বিরুদ্ধে ড্র ভারতীয় মহিলা দলের - Deep Grace Ekka

ভারতীয় দলের হয়ে দুটি গোল করেন তরুণ স্ট্রাইকার শর্মিলা দেবী ও দীপ গ্রেস এক্কা । 22 ও 31 মিনিটে গোল করেন তাঁরা ।

ভারতীয় মহিলা হকি দল
ভারতীয় মহিলা হকি দল
author img

By

Published : Jan 19, 2021, 11:04 AM IST

বুয়েনস আইরেস(আর্জেনন্টিনা) , 19 জানুয়ারি : আর্জেন্টিনা জুনিয়র মহিলা হকি দলের বিরুদ্ধে ড্র করল ভারতীয় মহিলা দল । একবছর বাদে খেলতে নেমে 2-2 করে ভারত ।

প্রথম কোয়ার্টারে আক্রমণাত্মক শুরু করে ভারত । 8 ও 9 মিনিটের মাথায় ভারত পরপর দুইটি পেনাল্টি কর্নার পায় । তবে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি ভারতীয় দল । দ্বিতীয় কোয়ার্টারে 22 মিনিটে শর্মিলার করা গোলে এগিয়ে যায় ভারত । যদিও 28 মিনিটের মাথায় আর্জেন্টিনার পাওলা সান্তামারিনা দলের সমতা ফেরান । আবার 31 মিনিটের মাথায় দীপ গ্রেস এক্কার গোলে এগিয়ে যায় ভারত । ঘরের মাঠে ফাইনাল কোয়ার্টারে ব্রিসা ব্রাগেসারের দুরন্ত গোলে পুনরায় সমতা ফেরায় আর্জেনন্টিনা । শেষ বাঁশি অবধি চেষ্টা করলেও আর্জেনন্টিনার দুর্ভেদ্য ডিফেন্স আর পার করতে পারেনি ভারত । 2-2 গোলে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ হয় ।

আরও পড়ুন : স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি বি এস চন্দ্রশেখর

ম্যাচের পর ভারতীয় মহিলা হকি দলের কোচ সজ্ড্ মারজ়েন বলেন, এতদিন পর খেলতে নেমেছে দল । ছন্দ ফিরে পেতে সময় লাগবে । প্রতি ম্যাচে একটু একটু করে ছন্ধে ফিরতে হবে আমাদের । ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে ফিরতে হবে । বুধবার ভারত আর্জেন্টিনার জুনিয়র মহিলা দলের বিরুদ্ধে মাঠে নামবে ।

বুয়েনস আইরেস(আর্জেনন্টিনা) , 19 জানুয়ারি : আর্জেন্টিনা জুনিয়র মহিলা হকি দলের বিরুদ্ধে ড্র করল ভারতীয় মহিলা দল । একবছর বাদে খেলতে নেমে 2-2 করে ভারত ।

প্রথম কোয়ার্টারে আক্রমণাত্মক শুরু করে ভারত । 8 ও 9 মিনিটের মাথায় ভারত পরপর দুইটি পেনাল্টি কর্নার পায় । তবে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি ভারতীয় দল । দ্বিতীয় কোয়ার্টারে 22 মিনিটে শর্মিলার করা গোলে এগিয়ে যায় ভারত । যদিও 28 মিনিটের মাথায় আর্জেন্টিনার পাওলা সান্তামারিনা দলের সমতা ফেরান । আবার 31 মিনিটের মাথায় দীপ গ্রেস এক্কার গোলে এগিয়ে যায় ভারত । ঘরের মাঠে ফাইনাল কোয়ার্টারে ব্রিসা ব্রাগেসারের দুরন্ত গোলে পুনরায় সমতা ফেরায় আর্জেনন্টিনা । শেষ বাঁশি অবধি চেষ্টা করলেও আর্জেনন্টিনার দুর্ভেদ্য ডিফেন্স আর পার করতে পারেনি ভারত । 2-2 গোলে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ হয় ।

আরও পড়ুন : স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি বি এস চন্দ্রশেখর

ম্যাচের পর ভারতীয় মহিলা হকি দলের কোচ সজ্ড্ মারজ়েন বলেন, এতদিন পর খেলতে নেমেছে দল । ছন্দ ফিরে পেতে সময় লাগবে । প্রতি ম্যাচে একটু একটু করে ছন্ধে ফিরতে হবে আমাদের । ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে ফিরতে হবে । বুধবার ভারত আর্জেন্টিনার জুনিয়র মহিলা দলের বিরুদ্ধে মাঠে নামবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.